বাংলা নিউজ > ময়দান > রিয়ালের চাপে মেসির পরিবর্তে CR7-কে প্রিয় বলতে হয়েছিল, বিস্ফোরক কার্লসেন

রিয়ালের চাপে মেসির পরিবর্তে CR7-কে প্রিয় বলতে হয়েছিল, বিস্ফোরক কার্লসেন

চাপ তৈরি রিয়ালের, তাই মেসির পরিবর্তে CR-কে প্রিয় বলেছিলেন, বিস্ফোরক, কার্লসেনের

রিয়াল মাদ্রিদের তরফে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কার্লসেন।অনুষ্ঠানটি ছিল একটা সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। সেখানেই নাকি ক্লাবের তরফে তাকে বলতে বলা হয়েছিল মেসি নন তার কাছে রোনাল্ডো প্রিয় ফুটবলার!

শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে ফুটবল বিশ্বে লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বড় সেই নিয়ে দীর্ঘদিনের বিবাদ রয়েছে। দুই কিংবদন্তির কোটি কোটি ভক্তরা সোশ্যাল মিডিয়া গরম করেন তাদের প্রিয় তারকার শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে। এবার সেই লড়াইতে যুক্ত হল নয়া এক মোড়। বলা ভালো এক বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন গ্রান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। বিশ্ব দাবার কিংবদন্তির কাছ থেকে এমন স্বীকারোক্তি আসার ফলে আলোড়ন পড়ে গিয়েছে। ঘটনায় নাম জড়িয়েছে রোনাল্ডোর প্রাক্তন ক্লাব রিয়াল মাদ্রিদের। রিয়াল মাদ্রিদের তরফে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন কার্লসেন।অনুষ্ঠানটি ছিল একটা সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। সেখানেই নাকি ক্লাবের তরফে তাকে বলতে বলা হয়েছিল মেসি নন তার কাছে রোনাল্ডো প্রিয় ফুটবলার!

আরও পড়ুন: ISL-র বোধনেই নামছে ইস্টবেঙ্গল, ৩ দিন পর মোহনবাগান, ডার্বি কালীপুজোর পরেই

ইউটিউবার লেক্স ফ্রিডম্যানের চ্যানেলে এমনটাই মন্তব্য করেছেন কার্লসেন। তিনি জানিয়েছেন 'আমি মনে করি কারুর জন্য কোন কেস (মতামত) তৈরি খুব কঠিন কাজ। আর সেটা যদি হয় লিওনেল মেসির বিরুদ্ধে তাহলে তো কাজটা আরও কঠিন। ও একজন অলরাউন্ড ফুটবলার। আমার রিয়াল মাদ্রিদের ভক্ত হয়ে ওঠা রোনাল্ডো জমানাতেই। দ্বিতীয় রোনাল্ডোর কথা বলছি প্রথম রোনাল্ডোর (রোনাল্ডো নাজারিও) কথা নয়। আমি রোনাল্ডোকে খুব ভালোবাসি। তবে মনে করি মেসি একটু হলেও বেশি ভালো।'

তিনি আরও যোগ করেন 'আমি বেশ কিছু মাদ্রিদের খেলা দেখতে গিয়েছি। ওরা আমাকে খুব সাহায্য করেছে সবসময়তে। একমাত্র জিনিসটা হল ওরা একবার আমার সঙ্গে একটা সাক্ষাৎকারের আয়োজন করেছিল। ওরা আমাকে প্রশ্ন করত আমার প্রিয় ফুটবলারকে। আমি অন্য কারুর কথা বলেছিলাম। আমার যতদূর মনে পড়ে সেইসময়তে আমি ইস্কোর নাম বলেছিলাম। ওরা বলেছিল এবার দ্বিতীয় নামটা নাও। আর সেখানে রোনাল্ডোর নামটা নিয়ো! কারণ ওটা ওদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে আমার জন্য এতটা গুরুত্বপূর্ণ ছিল না।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন