
করোনায় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদের লভ্যাংশ, ১০% বেতন ছাঁটা হল মদ্রিচ-র্যামোসদের
১ মিনিটে পড়ুন . Updated: 06 Dec 2020, 09:42 AM IST- করোনাভাইরাসের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন।
শুভব্রত মুখার্জি
করোনাভাইরাসের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। অনেকের চাকরি গিয়েছে,স্পনসররাও টাকার পরিমাণ কমিয়েছে,অনেক স্পনসর সরেও দাঁড়িয়েছে। ফলে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত একাধিক ক্লাবএবং ক্রীড়াসংস্থা।করোনা মহামারীর কারণে ২০১৯-২০ অর্থবর্ষে ক্লাবের লাভের পরিমাণ ৩১৩,০০০ ইউরো কমেছে বলে দাবি লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের।
তার আগের অর্থবর্ষের তুলনায় যা প্রায় ৩৮.১ মিলিয়ন ইউরো কম। করোনা মহামারী থাকা সত্ত্বেও আগামী ১২ মাসে রাজস্ব আয় ৬১৭ মিলিয়ন ইউরো ছাড়াবে বলেই আশা রিয়ালের। ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'কোভিড-১৯'র কারণে ক্লাবের লাভের পরিমাণ প্রায় ১০৬ মিলিয়ন কমেছে। করোনার মধ্যেও গত ৩০ জুন পর্যন্ত ক্লাব মূল আয়ের পরিমাণ ৫৫৩ মিলিয়ন ইউরো ছিল। ২০২০ সালের সর্বমোট ৬১৭ রাজস্ব আয়ের থেকেই ২০২০/২১ মরশুমের জন্য বাজেট করতে হবে যা আগের বছরের তুলনায় প্রায় ৩০০ মিলিয়ন ইউরো কম।'
আর্থিক ক্ষতি পূরণে ফুটবলারদের বেতন কাটার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সের্জিও র্যামোস, লুকা মদ্রিচ-সহ রিয়াল মাদ্রিদ ফুটবল দলের সব ফুটবলার ও কোচিং স্টাফ-সহ বাস্কেটবল দলের প্রত্যেকে তাঁদের বেতনের ১০ শতাংশ কাটার ব্যাপারে সম্মত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। লিগ শেষ না হলে সেই পরিমাণ ২০ শতাংশ হতে পারত।