বাংলা নিউজ > ময়দান > Real Madrid: ক্রমেই দীর্ঘ হচ্ছে রিয়াল মাদ্রিদে চোটের তালিকা, এবার শিকার ব্রাজিলিয়ান তারকা

Real Madrid: ক্রমেই দীর্ঘ হচ্ছে রিয়াল মাদ্রিদে চোটের তালিকা, এবার শিকার ব্রাজিলিয়ান তারকা

এডার মিলিতাও। (REUTERS)

চোট আঘাত যেন পিছন ছাড়ছে না রিয়াল মাদ্রিদের।  সেই তালিকায় এবার নতুন সংযোজন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও।  জানা যাচ্ছে ডান থাই মাসেলে ব্যথা নিয়ে ব্রাজিলের অনুশীলন শিবির ছেড়েছেন সে। 

নতুন মরশুমের শুরুটা মোটেও ভালো যাচ্ছে না রিয়াল ফুটবলারদের জন্য।  ইতিমধ্যেই চোটের শিকার একাধিক তারকা ফুটবলার।  সম্প্রতি সেই তালিকায় নতুন সংযোজন হয়েছে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এডার মিলিতাও-এর নাম।  বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের জন্য ব্রাজিলের জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি।  তবে বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে তাঁর পায়ে চোট থাকায় দল থেকে বাদ দেওয়া হয়েছে। সিবিএফ-এর তরফে বলা হয়েছে, বুধবার প্র্যাকটিসের পর মিলিতাও ডান পায়ের থাই মাসেলে ব্যথা অনুভব করেন।  বৃহস্পতিবার তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হলে চোট ধরা পরে। এরপরই নিয়ম অনুযায়ী তাঁকে আসন্ন জাতীয় দলের ম্যাচ থেকে বাদ দেওয়া হয়।  

উল্লেখ্য, ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার গত মরশুমের প্রায় বেশিরভাগ সময়টা এসিএল ইনজুরির জন্য মাঠের বাইরে কাটিয়েছেন। জানা যাচ্ছে, দ্রুত মিলিতাও স্পেনে ফিরবেন এবং সেখানেই হয়তো তাঁর চিকিৎসা চলবে।  এখন দেখার বিষয় কত দ্রুত সে এই চোট কাটিয়ে ওঠে।  তবে শুধু মিলিতাও নয়, রিয়ালের চিন্তা বাড়িয়েছে আরও একাধিক প্লেয়ার। মিডফিল্ডার চুয়ামেনি ও মেন্ডি চোটের কারণে মাঠের বাইরে চলে গেছে ইতিমধ্যেই। তালিকা এখানেই শেষ নয়, চোটের কারণে মাঠের বাইরে রিয়াল তারকা জুড বেলিংহ্যামও। সর্বমোট রিয়াল মাদ্রিদের প্রথম একাদশের ৮ জন খেলোয়াড় বর্তমানে চোট সমস্যায় জর্জরিত। কোচের হাতে মাত্র ১৪ জন সম্পূর্ণ ফিট খেলোয়াড় রয়েছে এই মুহূর্তে।

এদিকে, মিলিতাও-এর চোট পরীক্ষা করার পর মনে করা হচ্ছে ইনজুরির কারণে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে আসন্ন ম্যাচটি মিস করবেন তিনি। প্রাথমিক মূল্যায়নের পর চিকিৎসকদের পরামর্শে আপাতত তাঁকে হয়তো ১০ থেকে ১৫ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। শনিবার মাদ্রিদে আরও বেশ কিছু পরীক্ষা করা হবে, সেখান থেকে আঘাতের তীব্রতার একটি পরিষ্কার চিত্র পাওয়া যাবে। যদিও চোট খুব বেশি গুরুতর বলে মনে করছেন না চিকিৎসকরা। অন্যদিকে প্রায় ১ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে বেলিংহ্যামকে। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে।  সবে মাত্র শুরু হয়েছে ফুটবলের নতুন মরশুম।  তার মধ্যে এমন চোট-আঘাত সমস্যায় বেজায় চিন্তিত কোচ কার্লো আন্সেলোত্তি। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চরম নাটক মারাঠা সচিবালয়ে, একাধিক বিধায়ক সহ ডেপুটি স্পিকারের ঝাঁপ ৪ তলা থেকে! দাড়িভিটের নিহত ২ ছাত্রকে ভাষা শহিদের স্বীকৃতি দিন, মমতাকে চিঠি লিখলেন সুকান্ত দুর্গাপুজো শেষ হলেই শুরু হয়ে যাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ঘোষণা গিল্ডের ঢাকিদেরও বায়না দেওয়া হয়েছিল, বাড়িতে হওয়া দুর্গাপুজোর কথা বললেন নির্যাতিতার মা বিশ্বকাপ শুরুর আগেই কেন স্মৃতি, অমলদের চোখে জল? সন্দীপ ঘোষের সেদিনের কল লিস্ট এল CBI-এর হাতে, তদন্তের মোড় এবার ঘুরবে কোন দিকে? বাংলার উপকূলে দাঁড়িয়ে নিম্নচাপ, সাগরে তৈরি আরও এক ঘূর্ণাবর্ত, হবে ভারী বৃষ্টি বিদ্যা বালান তখন মেকআপে ব্যস্ত, দীর্ঘ অপেক্ষায় বিরক্ত কার্তিক? মিলল নিরাপত্তার আশ্বাস! দেশের মাটিতে শেষ টেস্ট খেলার ইচ্ছাপূরণ হতে পারে শাকিবের উপস্থিত ছিলেন কংগ্রেস নেতারাও, সেই আম্বানিদের বিয়ে নিয়ে গুরুতর অভিযোগ রাহুলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.