ভারতীয় জনগণের কাছে ক্রিস গেইল এক অতিপরিচিত নাম। বিশ্বক্রিকেটকে শাসন করার পাশপাশি বছরের পর বছর ধরে আইপিএলে দাপট দেখিয়ে ভারতীয়দের আনন্দ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। এবার ২৬ জানুয়ারি সকালেই ঠিক সময়মতো প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাও ভেসে এল গেইলের তরফে।
ভারত এবং ভারতীয়দের সঙ্গে তাঁর ভালবাসার কথা মনে করিয়ে দিয়ে ‘ইউনিভার্স বস’ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তায় তাঁর ঘুম ভেঙেছে। সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টে তিনি, ‘আমি ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাতে চাই। আজ প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত বার্তায় আমার ঘুম ভাঙে, যা ভারতীয় জনগণ এবং ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের পরিচয়বাহক। ইউনিভার্স বসের তরফে অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালবাসা।’
গেইল বছরের পর বছর আইপিএল এবং বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে ভারতে এসেছেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর প্রতি ভারতীয়দের ভালবাসাও বেড়েছে। তবে ৪২-র গেইল এ বছরের আইপিএল নিলামের তালিকায় নিজের নাম তোলেননি। এর ফলে ধরে নেওয়াই যায় যে হয়তো ক্রিকেটার গেইলকে ভারতের ভূমিতে আর কোনোদিনও খেলতে দেখা যাবে না। আইপিএলের উন্নতিতে নিঃসন্দেহে গেইলের অবদান অনস্বীকার্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।