শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন পরে ভারতীয় সিনিয়র দলে খেলার সুযোগ পেয়েছেন ডান হাতি আক্রমণাত্মক ব্যাটার পৃথ্বী শ। প্রায় বছর দুয়েক পরে জাতীয় দলে ফিরেছেন তিনি। নির্দিষ্টভাবে বলতে গেলে ৫৩৭ দিন পরে জাতীয় দলে ফিরেছেন পৃথ্বী। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। তাঁর সেই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ দেখা গেল তাঁর সোশ্যাল মিডিয়াতে। তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একাধিক স্টোরি পোস্ট করে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পৃথ্বী।
প্রসঙ্গত সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেখানে টি-২০ ফর্ম্যাটের ভারতীয় দলে জায়গা পেয়েছেন পৃথ্বী শ। উল্লেখ্য এই মাসেই এই টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল। ভারত সফরে আসছে নিউজিল্যান্ড দল। রাঁচিতে খেলা হবে সিরিজের প্রথম ম্যাচ। সেই সিরিজেই ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন পৃথ্বী শ। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই মুম্বইয়ের ব্যাটার। সম্প্রতি তিনি ৩৭৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন। তার পরেই ভারতীয় দলের দরজা খুলে গিয়েছে তাঁর জন্য।
নিজের ইন্সটাগ্রামে চারটি স্টোরি পোস্ট করেন পৃথ্বী শ। যেখানে প্রথমে তিনি পোস্ট করেন একটি ওয়েবসাইটের খবর। যেখানে ভারতীয় দলে পৃথ্বীর নির্বাচনের বিষয়টি নিয়ে লেখা হয়েছে। বাকি তিনটি স্টোরির কোনটায় তাঁর ছবিতে লেখা ছিল শুভেচ্ছাবার্তা,কোনটায় ছিল 'ওয়লডান'। উল্লেখ্য ভারতের হয়ে ২০২১ সালেই অভিষেক হয়েছিল পৃথ্বী শ'র। ২০২১ সালে শেষবার খেলেছেন ভারতের হয়ে। শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন ভারতীয় দলের হয়ে। ভারতের হয়ে পাঁচটি টেস্ট এবং ছটি ওয়ানডে ম্যাচে খেলেছেন তিনি। ২০২২ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। করেছিলেন ৩৬৩ রান। আট ম্যাচে তাঁর ঝুলিতে ছিল একটি শতরান এবং একটি অর্ধশতরান। গত সপ্তাহে রঞ্জিতে অসমের বিরুদ্ধে ৩৮৩ বলে ৩৭৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। তারপরেই ভারতীয় দলে ফেরার সুযোগ পেলেন তিনি।