বাংলা নিউজ > ময়দান > কমেন্ট্রি বক্সে অসুস্থ 'ক্যাপ্টেন' পন্টিং, হাসপাতালে নিয়ে গেলেন ল্যাঙ্গার

কমেন্ট্রি বক্সে অসুস্থ 'ক্যাপ্টেন' পন্টিং, হাসপাতালে নিয়ে গেলেন ল্যাঙ্গার

রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গার (ICC)

নিউজ কর্পোরেশনের এক রিপোর্ট অনুযায়ী ল্যাঙ্গার তৎক্ষণাৎ সক্রিয় হয়ে যান। অপ্টাস স্টেডিয়ামের লিফ্টে চেপে নামিয়ে আনা হয় রিকিকে। অজি দলের টিম ডাক্তার লেই গোল্ডিংয়ের কাছে নিয়ে যাওয়া হয় পন্টিংকে।

শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন একসঙ্গে দাপটের সঙ্গে ক্রিকেটটা খেলেছেন জাস্টিন ল্যাঙ্গার এবং রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বমঞ্চকে তাঁদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে মাতিয়ে রেখেছিলেন অজি ক্রিকেটের দুই কিংবদন্তি। এদিন হঠাৎ করেই অসুস্থ বোধ করেন রিকি পন্টিং। সংজ্ঞা হারানোর অনুভূতি হয় তাঁর। বন্ধু তথা একদা সতীর্থ জাস্টিন ল্যাঙ্গার বন্ধুর এই বিপদের সময়ে আর চুপ করে বসে থাকেননি। যুদ্ধকালীন তৎপরতায় কোনও বিপদ যাতে না ঘটে রিকিকে নিয়ে উপস্থিত হন সোজা হাসপাতালে।

প্রসঙ্গত এই মুহূর্তে পার্থে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজেই চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন রিকি পন্টিং। তাঁর সঙ্গে ধারাভাষ্যকারদের প্যানেলে ছিলেন জাতীয় দলে একদা তাঁর সতীর্থ জাস্টিন ল্যাঙ্গার এবং ম্যাথু হেডেন। ল্যাঙ্গার তৎক্ষণাৎ পন্টিংকে স্টেডিয়াম থেকে বের করে আনেন। সোজা তাঁকে নিয়ে যান হাসপাতালে।

নিউজ কর্পোরেশনের এক রিপোর্ট অনুযায়ী ল্যাঙ্গার তৎক্ষণাৎ সক্রিয় হয়ে যান। অপ্টাস স্টেডিয়ামের লিফ্টে চেপে নামিয়ে আনা হয় রিকিকে। অজি দলের টিম ডাক্তার লেই গোল্ডিংয়ের কাছে নিয়ে যাওয়া হয় পন্টিংকে। গোল্ডিংকে সঙ্গী করেই তাঁরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। ধারাভাষ্যকারদের জানানো হয় পন্টিং মাঝেমধ্যেই সংজ্ঞাহীন অবস্থা অনুভব করছেন। পন্টিংয়ের হার্টের বেশ কিছু পরীক্ষা করা হয়। ৪৭ বছর বয়সি পন্টিং ৪০ মিনিট ধরে ধারাভাষ্য দেন এদিনকে। তৃতীয় দিনের লাঞ্চের সময়ই এই সমস্যা ধরা পড়ে পন্টিংয়ের। ব্রডকাস্টার চ্যানেল সেভেনের তরফে জানানো হয়েছে 'রিকি পন্টিং অসুস্থ। এদিনের কভারেজে উনি আর ধারাভাষ্য দেবেন না।'

বন্ধ করুন