টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করে আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন রিচা ঘোষ। রেণুকা সিংও নিজের ক্যারিয়ারে সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন। নতুন যে আইসিসি র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে ভারতীয় ক্রিকেটাররা ভালো জায়গায় পৌঁছে গিয়েছে।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে রিচা রান না পেলেও, তার আগের ম্যাচগুলিতে ১৯ বছরের তারকা যথাক্রমে অপরাজিত ৩১, অপরাজিত ৪৪ এবং অপরাজিত ৪৭ রান করেছিলেন। শুধু আইরিশদের বিরুদ্ধে ১ বলে শূন্য করে সাজঘরে ফেরেন তিনি। এই ম্যাচটি বাদ দিলে রিচা দুরন্ত ফর্মে রয়েছেন আর সেই সঙ্গে রিচা পৌঁছে গিয়েছেন ক্যারিয়ারে সেরা র্যাঙ্কিংয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচের পর রিচা ঘোষের ৫৮ রেটিং পয়েন্ট বেড়েছে। এবং ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে ১৬ ধাপ উপরে উঠে তিনি ২০ নম্বরে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন: সহ-অধিনায়কত্ব গিয়েছে, ইন্দোর টেস্টে কি দল থেকে বাদ পড়বেন রাহুল?
স্মৃতি মান্ধানা (৩), শেফালি বর্মা (১০), জেমিমা রডরিগেস (১২) এবং হরমনপ্রীত কাউর (১৩) ব্যাটারদের তালিকায় প্রথম ২০-তে রয়েছেন।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে রিচা শূন্য করায় তাঁর রেটিং পয়েন্ট কিছুটা কমে গিয়েছে। তা না হলে তিনি আরও উপরে উঠে আসতে পারতেন। কিন্তু সেটা না হওয়া আপাতত ২০ নম্বর স্থানই দখল করেছেন, যেটা তাঁর ক্যারিয়ারের সেরা। এ ছাড়াও দু'জন নিউজিল্যান্ডের প্লেয়ার এবং একজন আন্ডাররেটেড পাকিস্তানের অলরাউন্ডারও তাঁদের ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পেয়েছেন। রেণুকা সিং-ও বড় লাফ মেরেছেন।
বোলিং র্যাঙ্কিংয়ে ভারতের নতুন বলের বোলার রেণুকা সিং ঠাকুর ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা পঞ্চম স্থানে উঠে এসেছেন। কিউয়ি পেসার লিয়া তাহুহু বিশ্বকাপে আটটি উইকেট নিয়ে আপাতত সর্বোচ্চ উইকেটশিকারী। এবং ৩২ বছরের তারকা টি-টোয়েন্টি বোলারদের নতুন তালিকায় ক্যারিয়ারের সেরা ৭০১ রেটিং নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন। প্রথম বার লিয়া ৭০০ রেটিং পেলেন।
আরও পড়ুন: ভারতীয়রা পরোয়া করে না পাকিস্তানিদের, ওরা ফলোয়ার বাড়াতে আমাদের নাম নেয়- গাভাসকর
লিয়ার সতীর্থ অ্যামেলিয়া কের আবার দক্ষিণ আফ্রিকায় দুরন্ত পারফরম্যান্স করে ব্যাটারদের তালিকায় তিন ধাপ উপরে উঠে ষোল নম্বরে জায়গা করে নিয়েছেন। এবং অলরাউন্ডারের তালিকায় তিনি এক ধাপ উঠে তিন নম্বরে জায়গা পেয়েছেন।
পাকিস্তানের ডায়নামো নিদা দার আবার অলরাউন্ডারদের তালিকায় দুই ধাপ উঠে পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন। আর অস্ট্রেলিয়ার পেসার ডার্সি ব্রাউন আবার ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছে যান। তিনি বোলারদের তালিকায় ১০ ধাপ উপরে উঠে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন।
মঙ্গলবার আইসিসি যে র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে, তাতে শীর্ষ ১০-এর মধ্যে প্রচুর পরিবর্তন হয়েছে। তবে অস্ট্রেলিয়ার তালিয়া ম্যাকগ্রা (ব্যাটিং) এবং ইংল্যান্ডের সোফি একলেস্টোন (বোলিং) এখনও তাদের নিজ নিজ শীর্ষ স্থান ধরে রেখেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।