গত এক দশকে ভারত যতগুলি আইসিসি টুর্নামেন্টের নক-আউট থেকে বিদায় নিয়েছে, সবক'টি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পানল করেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। তালিকাটা নেহাৎ ছোট নয়। ২০১৪ টি-২০ বিশ্বকাপের ফাইনাল, ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এমনকি ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, সব ক্ষেত্রেই ভারতীয় দলের পক্ষে দুর্ভাগ্যজনক হয়ে দেখা দিয়েছে আম্পায়ার হিসেবে মাঠে কেটেলবরোর উপস্থিতি।
নিতান্ত মজার ছলেই টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ওয়াসিম জাফর সোশ্যাল মিডিয়ায় আইসিসির কাছে অনুরোধ করেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেন কেটেলবরোকে আম্পায়ারিংয়ের দায়িত্ব না দেওয়া হয়।
আইসিসির তরফে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ানদের তালিকা প্রকাশ করার পর খুশি হতে পারেন জাফর। স্বস্তি পেতে পারেন ভারতীয় সমর্থকরা। কেননা, ইংল্যান্ডে খেলা হলেও ব্রিটিশ আম্পায়ার কেটেলবরোকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি।
যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কেটেলবরো উপস্থিত থাকবেন ম্যাচ অফিসিয়াল হিসেবে। তবে ফিল্ড আম্পায়ার হিসেব নয়। তিনি পালন করলেন তৃতীয় আম্পায়ারের ভূমিকা। মাঠে ম্যাচ পরিচালনা করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গফ। আইসিসির দুই এলিট প্যানেল আম্পায়ারের সঙ্গে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ। ম্যাচ রেফারির দায়িত্ব পানল করবেন ক্রিস ব্রড।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ম্যাচ অফিসিয়ালরা:-
ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ ও মাইকেল গফ।
টেলিভিশন আম্পায়ার: রিচার্ড কেটেলবরো।
চতুর্থ আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ।
ম্যাচ রেফারি: ক্রিস ব্রড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।