ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ দোড়গোড়ায়। করোনাকালে ডাউন আন্ডারে প্রথম সিরিজ এটি। একদিনের ম্যাচ দিয়েই সিরিজ শুরু হবে দুদলের। আর মাত্র ১ সপ্তাহ বাকি সিরিজ শুরু হতে। শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত স্মিথ,বিরাটরা। ওয়ানডে ছাড়াও ৪ টি টেস্ট এবং ৩ ম্যাচের টি- ২০ সিরিজে ও খেলবে ভারত।
সিরিজ শুরুর আগেই ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য ডাক পেয়েছেন অজি পেসার অ্যান্ড্রু টাই। বিরাটের মত সদ্যজাত সন্তান ও স্ত্রীর পাশে থাকবেন বলেই বিরাটদের বিপক্ষে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার কেন রিচার্ডসন। তার বদলেই জায়গা হয়েছে অ্যান্ড্রু টাইয়ের।
ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হোনস জানিয়েছেন 'কেনের (রিচার্ডসন) জন্য সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল, তবে নির্বাচক ও অস্ট্রেলিয়া দলের সমর্থন তার প্রতি রয়েছে।' প্রসঙ্গত ২৭ নভেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।