বাংলা নিউজ > ময়দান > স্মিথের ব্যাটে ধারাবাহিকভাবে রান ফেরা সময়ের অপেক্ষা, মত রিকি পন্টিংয়ের

স্মিথের ব্যাটে ধারাবাহিকভাবে রান ফেরা সময়ের অপেক্ষা, মত রিকি পন্টিংয়ের

স্টিভ স্মিথ (AFP)

পন্টিংয়ের মতে স্মিথের টেকনিকে কোনও সমস্যা নেই। বোলাররা স্মিথকে আউট করার উপায় বের করে ফেলেছে বলেই এই সমস্যায় ভুগছে স্মিথ। পন্টিং জানান '৪-৫ বছর ধরে একটানা ভালো খেলছে স্মিথ। ধারাবাহিকভাবে বড় রান করেছে।

শুভব্রত মুখার্জি: ব্যাট হাতে ধারাবাহিকভাবে ফর্মে নেই বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এক ইনিংসে শতরান করছেন তো পরের ইনিংসেই করছেন শূন্য রান। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টে ম্যাচেও ১৪৫ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন স্মিথ। তবে দ্বিতীয় ইনিংসেই করেছেন শূন্য রান। সম্প্রতি ধারাবাহিকতার অভাবে ভুগছেন স্মিথ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন স্মিথের ব্যাটে ধারাবাহিক রান দেখতে পাওয়া সময়ের অপেক্ষা মাত্র।

আরও পড়ুন: পন্ত থাকতে গুরুদায়িত্ব কেন পান্ডিয়ার হাতে? তবে কি দৌড়ে পিছিয়ে পড়ছেন ঋষভ?

পন্টিংয়ের মতে স্মিথের টেকনিকে কোনও সমস্যা নেই। বোলাররা স্মিথকে আউট করার উপায় বের করে ফেলেছে বলেই এই সমস্যায় ভুগছে স্মিথ। পন্টিং জানান '৪-৫ বছর ধরে একটানা ভালো খেলছে স্মিথ। ধারাবাহিকভাবে বড় রান করেছে। টেস্টে এক বছরে বেশ কয়েকটি শতরান করেছেন তিনি। গত দুই বছর ধরে তিনি ব্যাট হাতে ধারাবাহিকতাভাবে রান করতে পারছেন না। তাকে কাছ থেকে দেখার সুবাদে বলতে পারি, টেকনিকে কোনও সমস্যা নেই। প্রতিপক্ষ দলগুলো তাকে আউট করার উপায় বের করে ফেলেছে।'

আগামী বছর টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ভারত সফরে আসবে। সেখানে স্মিথই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। পন্টিংয়ের আশা, ভারত সফরের আগেই রানে ফিরবেন স্মিথ। তিনি বলেছেন, 'স্টিভ যেভাবে প্রস্তুতি নেয় বা অনুশীলন করে, তাতে তার রানে ফিরতে বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। ভারত সফরে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা রয়েছে। যদিও জানি, কোনও দলই একে অন্যকে ছেড়ে কথা বলবে না ওই সফরে। বেশ কঠিন লড়াই হবে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন