বাংলা নিউজ > ময়দান > T20 WC-এ দল থেকে বাদ পড়লে, কোহলি কখনও কামব্যাক করতে পারবেন না- রিকি পন্টিং

T20 WC-এ দল থেকে বাদ পড়লে, কোহলি কখনও কামব্যাক করতে পারবেন না- রিকি পন্টিং

রিকি পন্টিং এবং বিরাট কোহলি।

পন্টিংয়ের দাবি, বিরাট কোহলি প্রথম ব্যাটার নন, যিনি এত দিন ধরে এমন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। অতীতেও এমন ঘটনার সাক্ষী গোটা ক্রিকেট বিশ্ব থেকেছে। সে ব্যাটারের ক্ষেত্রে হোক কিংবা বোলারের। বিরাটকে দল থেকে বাদ দেওয়ার যুক্তি একেবারে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যদি বিরাট কোহলিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তাঁর জন্য প্রত্যাবর্তন করাটা কঠিন হবে। প্রসঙ্গত, কোহলির ব্যাটে বেশ বহু দিন ধরেই রানের খরা চলছে। একেবারেই নিজের ছন্দে নেই বিরাট। তিন বছর হতে চলল, তিনি তিন অঙ্কের ঘরেও পৌঁছতে পারেননি। স্বভাবতই তাঁকে দল থেকে বাদ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: বুুমরাহকে গদিচ্যুত করে শীর্ষে বোল্ট, ODI Ranking-এ উন্নতি হল পন্ত-হার্দিকের

কোহলিকে নিয়ে উদ্বেগ পন্টিংয়ের

আইসিসি রিভিউয়ে পন্টিং বলেছেন, ‘যদি আপনি বিশ্বকাপের ঠিক আগেই বিরাট কোহলিকে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ দেন এবং সঙ্গত কারণেই অন্য কাউকে দলে নিয়ে আসেন, তা হলে বিরাটের পক্ষে এই দলে কামব্যাক করা কঠিন হবে। আমি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডে থাকতাম, তা হলে সব সময় ওকে অনুপ্রাণিত করার চেষ্টা করতাম। কারণ আমি এর উল্টো দিকটা খুব ভালো করেই জানি। যদি সকলেই বিরাট কোহলির মধ্যে আত্মবিশ্বাস জোগানোর চেষ্টা করে, তা হলে ভালো কিছুও ঘটতে পারে। আর সে কারণে আমি মনে করি, যদি আমি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কিংবা কোচ হতাম, তাহলে আমি বিরাটের উপর থেকে এই চাপটা কিছুটা হলেও সহজ করার চেষ্টা করতাম। অপেক্ষা করতাম ওর জ্বলে ওঠার এবং আবারও রান করার।’

আরও পড়ুন: ‘শুধু বিজ্ঞাপনই করো’, কোহলির পোস্ট ঘিরে তুমুল ক্ষোভ উগরালেন ভক্তরা

কোহলিকে বাদ দেওয়ার বিরুদ্ধে অজি তারকা

পন্টিংয়ের দাবি, বিরাট কোহলি প্রথম ব্যাটার নন, যিনি এত দিন ধরে এমন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। অতীতেও এমন ঘটনার সাক্ষী গোটা ক্রিকেট বিশ্ব থেকেছে। সে ব্যাটারের ক্ষেত্রে হোক কিংবা বোলারের। বিরাটকে দল থেকে বাদ দেওয়ার যুক্তি একেবারে উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, ‘যে দলের প্রথম একাদশে বিরাট কোহলির নাম থাকে, সেই দলের বিরুদ্ধে খেলতে বিশ্বের বাঘা বাঘা বোলাররাও ভয় পায়।’

পন্থকে বলেছেন একজন দুর্দান্ত খেলোয়াড়

ভারতের উইকেটকিপিং বিকল্প সম্পর্কে জিজ্ঞেস করা হলে, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন যে, তিনি ঋষভ পন্তের শক্তি সম্পর্কে ভালো ভাবেই জানেন। কারণ তাঁর সঙ্গে পন্টিং আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে কাজ করেছেন। তবে মিডল অর্ডারে অভিজ্ঞ দীনেশ কার্তিককেও অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন পন্টিং। তাঁর মতে, ‘আমরা দেখেছি ৫০ ওভারের ক্রিকেটে ঋষভ কী করতে সক্ষম এবং একটি টি-টোয়েন্টি ম্যাচে ও কী করতে পারে, সে সম্পর্কে আমি পুরোপুরি সচেতন। দীনেশ কার্তিক ইদানীং ওর সেরাটা দিচ্ছে এবং আমি ওদের দু'জনকেই দলে রাখতে বলব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন