আইপিএল শেষ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স করার পর এখন ফুরফুরে মেজাজে রিঙ্কু সিং। তিনি চুটিয়ে ছুটি উপভোগ করছেন। কলকাতা নাইট রাইডার্স এ বার লিগ পর্ব থেকেই ছিটকে গিয়েছে। তাই আগেই আইপিএল শেষ হয়ে গিয়েছে রিঙ্কুর জন্য। আর তার পর আলিগড়ে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কেকেআর-এর নয়া তারকা এখন মলদ্বীপে ছুটির মেজাজে।
রিঙ্কু তাঁর মলদ্বীপ সফরের ছবি শেয়ার করেছেন। সেখানে রিঙ্কুর নির্মেদ শরীরে দেখা যাচ্ছে সিক্স প্যাক অ্যাবস। একটি নীল-আকাশি ছাপায় বক্সার পরে জলকেলি করতে দেখা গিয়েছে রিঙ্কুকে। ডান হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত বিশালাকার ট্যাটু। উলকি যেখানে শেষ হয়েছে সেখান থেকে ঝুলছে বড় ব্রেসলেট। একেবারে হিরোর লুকে ধরা দিয়েছেন আলিগড়ের ছাপোষা ঘরের ছেলেটা।
মলদ্বীপের বিলাসবহুল রিসর্টের সুইমিং পুলে নেমে রিঙ্কু এ বার আগুন ঝরাচ্ছেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি। আলিগড়ের নবাবের শার্টলেস ছবিগুলি দেখে চোখ কপালে তুলছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি একেবারে ভাইরাল। ক্যাপশনে রিঙ্কু অবশ্য সকলকে সাবধান করে লিখেছেন, ‘সাবধান, আপনি আসক্ত হতে পারেন!’
বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়াদের হামেশাই এভাবে পোজ দিতে দেখা যায়। কিন্তু আলিগড়ের ছেলে রিঙ্কুকে বোধহয় এমন রূপে প্রথম দেখলেন অনুরাগীরা। তাই বোধহয় অনেকেই চমকে গেলেন।
আরও পড়ুন: 2023 IPl-এ MI-এর পারফরম্যান্স কলকাতার গরমের মতো, রোদের তাপে পুড়তে হয়েছে নিজেদেরও
কেকেআর-এর জার্সিতে রিঙ্কু সিং ২০২৩ মরশুমে সংবাদেপ শিরোনামে উঠে এসেছিলেন। কারণ টুর্নামেন্টের এই ষোড়শ মরশুমে আমদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে তিনি শেষ পাঁচ বলে পাঁচটা বিধ্বংসী ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন। এর পরেও অবশ্য রিঙ্কু ফিনিশার হিসেবে বহু বিধ্বংসী ইনিংস খেলেছেন। গোটা মরশুমেই তিনি ভালো পারফরম্যান্স করেছেন। রিঙ্কু এ বারের টুর্নামেন্ট শেষ করেছেন ৪৭৪ রান নিয়ে। যা এ বারের মরশুমে নাইট ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। তাঁর ব্যাটিং গড় ৫৯.২৫ এবং স্ট্রাইক রেট ১৪৯.৫২। সেই সঙ্গে তিনি চারটে হাফ সেঞ্চুরিও করেছেন।
আরও পড়ুন: গম্ভীর-নবীনের দৌলতে ফুটেজ পেল লখনউ, কিন্তু মুখ থুবড়ে পড়ল শেষে
জাতীয় দলে তাঁকে সুযোগ দেওয়া নিয়েও অনেক বিশেষজ্ঞই সরব হয়েছেন। তবে ভারতীয় দলে ডাক পাওয়া নিয়ে বেশি ভাবছেন না রিঙ্কু। তিনি এখন চুটিয়ে ছুটি উপভোগ করছেন।
আইপিএল-ই রিঙ্কুর জীবন বদলে দিয়েছে। রিঙ্কু একেবারে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন, কিন্তু কঠিন পরিশ্রমের পর বর্তমানে তিনি আর্থিক আতিশয্যের মুখ দেখছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে প্রায় ৫.৭০ কোটি টাকার মতো। রিঙ্কু প্রতি মাসে এথন প্রায় ৫ লাখ টাকা করে উপার্জন করেন। আর বছরে তাঁর পকেটে ৬০ লাখ টাকা আসে। যদিও ২০২৩ সালে আইপিএল টুর্নামেন্টে বিধ্বংসী ব্যাটিং করার পর তাঁর সম্পত্তির পরিমাণ অনেকটাই বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।