ঋষভ পন্তের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। ভারতীয় লেগ স্পিনার জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপ থেকে দেখছি ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অস্ট্রেলিয়া সফরে সেটা বেশ স্পষ্ট হয়েছিল, ঋষভ পন্তকে অনেক বেশি পরিণত বললেন চাহাল। ভারতীয় ক্রিকেটে চাহাল দাদার মতো আগলে রাখেন ছোট ভাই ঋষভকে।
স্পোর্টসতাকের সাংবাদিক যখন ঋষভ সম্বন্ধে যুজবেন্দ্র চাহালকে প্রশ্ন করেন, তখন চাহাল বলেন, ‘ঋষভ পন্ত নিজের ব্যাটিং স্টাইলে কোনও পরিবর্তন করেননি, একই ধরনের খেলেন কিন্তু ও এখন মানসিকভাবে অনেকটাই শক্তিশালী হয়ে উঠেছেন। আগে শুধু ব্যাটিং করতেন এখন একই ধরনের ব্যাটিং করেন তবে এখন ও দায়িত্ব নিতে শিখে গেছেন, আমি বলতে পারি অনেক বেশি পরিণত হয়ে উঠেছেন।’
এরপরে ২০১৯ সালের বিশ্বকাপের ঘটনার কথা টেনে ঋষভ পন্ত নিয়ে যুজবেন্দ্র চাহাল বলেন, ‘২০১৯ বিশ্বকাপের মাঝ পথে এসেছিলেন। যখন আমরা সেমিফাইনাল হারি তখন খুব আঘাত পেয়েছিল। আমি একজন বড় ভাইয়ের মতো আমি সেটা দেখতে পেয়েছিলাম, বুঝেছিলাম ওর মধ্যে অনেক প্রভাব ফেলেছে। ওখানে কথা হয়েছিল। এরপর অস্ট্রেলিয়া সফরে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে টেস্ট ম্যাচ জিতিয়েছিল। ওই রকম পরিবেশে যেখানে বল ঘুরছে অনেক সমস্যা হচ্ছে, সেখানেই বোঝা গিয়েছিল ও কতটা পরিণত হয়েছে, ওর মধ্যে দলকে জেতানোর কতটা ক্ষিদে রয়েছে। যেটা আগে কোথায় দেখা যাচ্ছিলনা। তবে এখন ও বুঝতে পেরেগেছেন যে এভাবে করলে চলবেনা, আরও পরিণত হতে হবে। আমি খুশি যে ও সেই সব কাজ গুলো করেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।