বাংলা নিউজ > ময়দান > পন্তের মাথাব্যথা নেই, উর্বশী যা করছেন, পাবলিসিটির জন্য- শুভমনের দাবিতে চাঞ্চল্য

পন্তের মাথাব্যথা নেই, উর্বশী যা করছেন, পাবলিসিটির জন্য- শুভমনের দাবিতে চাঞ্চল্য

উর্বশী রাউতেলা এবং ঋষভ পন্ত।

একটি অনুষ্ঠানে সঞ্চালক প্রশ্ন করেছিলেন শুভমনকে, উর্বশী এবং পন্তকে নিয়ে নানা জল্পনা রয়েছে। সতীর্থরা কি এই নিয়ে পন্তের সঙ্গে মজা করে থাকেন? এর উত্তরে পন্তের পাশে দাঁড়িয়ে শুভমন গিল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, উর্বশীকে নিয়ে পন্তের কোনও মাথাব্যথা নেই। অভিনেত্রী যা করেন, সবটা পাবলিসিটির জন্য।

উর্বশী রাউতেলা যেন পিছন ছাড়ছেন না ঋষভ পন্তের। তাঁকে এবং পন্তকে ঘিরে জল্পনা এখন তুঙ্গে। এমন কী ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে পন্ত থাকলেও, সে ভাবে খেলার সুযোগ পাননি। কিন্তু তার পরেও অদৃশ্য ছায়ার মতো উর্বশী পিছু ধাওয়া করে বেড়িয়েছেন পন্তকে।

সুপার টুয়েলভ রাউন্ডের শেষ ম্যাচে দীনেশ কার্তিকের জায়গায় প্রথম একাদশে সুযোগ পান ঋষভ। আর সেই দিনেও উর্বশী রাউতেলাকে নিয়ে মাঠের মধ্যেই রীতিমতো উত্যক্ত করা হয় তারকা উইকেট-কিপার ব্যাটারকে। ভারত–জিম্বাবোয়ের ম্যাচের দিন বাউন্ডারি লাইনের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন ঋষভ পন্ত। সেই সময় উর্বশী রাউতেলার নাম নিয়ে কয়েক জন দর্শক ঋষভকে উত্যক্ত করছিলেন। একটা ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একজন দর্শক ঋষভকে উদ্দেশ্য করে বলছেন, ‘‌ভাই, উর্বশী আপনাকে ডাকছে।’‌ ঋষভ সেই দর্শকের দিকে তাকিয়ে কটাক্ষ করে জবাব দেন, ‘‌তুমি যাও, তার সঙ্গে দেখা কর।’‌

আরও পড়ুন: T20I-তে ফিনিশার নয়, পন্ত ওপেনিংয়েই সেরা- বললেন ঋষভের প্রবল প্রতিপক্ষ

আসলে উর্বশীর কাণ্ডকারবারের জেরেই ট্রোলড হতে হচ্ছে পন্তকেও। যদিও উর্বশীকে নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করে থাকেন পন্ত। এ বার এই নিয়ে মুখ খুললেন জাতীয় দলে তাঁর সতীর্থ শুভমন গিল।

একটি অনুষ্ঠানে সঞ্চালক প্রশ্ন করেছিলেন শুভমনকে, উর্বশী এবং পন্তকে নিয়ে নানা জল্পনা রয়েছে। সতীর্থরা কি এই নিয়ে পন্তের সঙ্গে মজা করে থাকেন? এর উত্তরে পন্তের পাশে দাঁড়িয়ে শুভমন গিল স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, উর্বশীকে নিয়ে পন্তের কোনও মাথাব্যথা নেই। অভিনেত্রী যা করেন, সবটা পাবলিসিটির জন্য।

আরও পড়ুন: T20 অধিনায়কের পদ থেকে সরানো হতে চলেছে রোহিতকে, হার্দিক নতুন ক্যাপ্টেন- রিপোর্ট

শুভমনের দাবি, ‘ও (উর্বশী) নিজেই নিজেকে এর মধ্যে জড়াচ্ছে। পন্তের কোনও মাথাব্যথা নেই। ও নানা কিছু করে নিজেই চাইছে, এই নিয়ে লোকে কথা বলুক। পুরোটাই পাবলিসিটি পাওয়ার জন্য করছে।’

একটা সময়ে গুজব রটেছিল, ঋষভ পন্ত ও উর্বশী রাউতেলার মধ্যে সম্পর্ক রয়েছে। একে অপরকে ডেট করছেন। পরে জানা যায়, দু'জনের সঙ্গে সেই রকম কোনও সম্পর্কই নেই। উর্বশী বলিউড হাঙ্গামায় এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‌মিস্টার আর পি’‌ নামের একজন দিল্লিতে একটি ইভেন্টের সময়ে তাঁর সঙ্গে দেখা করার জন্য লবিতে ৭–৮ ঘণ্টা অপেক্ষা করেছিলেন। উর্বশী আরও বলেছিলেন, তিনি ঘুমিয়ে পড়ায় দেখা করতে পারেননি। পরে ঘুম থেকে উঠে দেখেন, ১৭টি মিসড কল রয়েছে।

ঋষভ তাঁর ইন্সটাগ্রামে প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, ‘‌এটা মজার ব্যাপার যে কী ভাবে লোকেরা কেবল সামান্য জনপ্রিয়তার জন্য এবং শিরোনাম আসার জন্য সাক্ষাৎকারে মিথ্যা কথা বলে। তাই খ্যাতি এবং নামের জন্য যারা তৃষ্ণার্ত, ঈশ্বর তাদের মঙ্গল করুন।’‌

বন্ধ করুন