শুক্রবার একেবারে ভোরবেলায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ভারতের তারকা উইকেটরক্ষক ঋষভ পন্ত। দিল্লি থেকে গাড়ি চালিয়ে উত্তরাখণ্ডে নিজের বাড়ি যাচ্ছিলেন ঋষভ। রুরকির নারসানের কাছে হাম্মাদপুর ঝালের সন্নিকটে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। পন্ত দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে তড়িঘড়ি রুরকির এক হাসপাতালে ভর্তি করা হয়। রুরকির স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার করার পরে, পন্তকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সাধের মার্সিডিজ বেঞ্জ গাড়িটি নিজে চালিয়েই বাড়ি ফিরছিলেন পন্ত। আর সেই ফেরার পথে বাড়ির কাছেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, রাজ্যের সরকার ভারতের তারকা কিপারের চিকিৎসার পুরো দায়িত্ব নেবে। এই পরিস্থিতিতে পন্ত কেমন আছেন, বা কোথায় কোথায় চোট লেগেছে, তা কতটা গুরুতর, তা বিস্তারিত জানিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন:- পুড়ে গিয়েছে গাড়ি, ভয়াবহ দুর্ঘটনার আহত হয়ে হাসপাতালে ঋষভ পন্ত, প্রাণে বাঁচলেন বরাতজোরে
বিসিসিআই-এর সচিব জয় শাহ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে, পন্তের শারীরিক পরিস্থিতির আপডেট দিয়েছেন। সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গিয়েছে, পন্তের অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাঁর স্ক্যানিং চলছে। জয় শাহ নিজে পন্তের পরিবারের সঙ্গে কথা বলেছেন। এবং চিকিৎসকের সঙ্গেও তিনি যোগাযোগ রাখা হচ্ছে। বিজ্ঞপ্তিতে জয় শাহ বলেছেন, ‘ঋষভের কপালে দু'জায়গায় কাটা আছে, ওঁর ডান হাঁটুতে একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে এবং ডান কব্জি, গোড়ালি আর পায়ের আঙুলেও চোট লেগেছে। ঘর্ষণে ওঁর পিঠেও আঘাত লেগেছে। তবে ঋষভের অবস্থা এখন স্থিতিশীল। এবং ওঁকে এখন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে ওঁর আঘাতের পরিমাণ নির্ণয় করতে এবং ওঁর পরবর্তী চিকিৎসা কী ভাবে এগোবে, সেটা জানার জন্য এমআরআই আর স্ক্যান করা হবে।’
সেই বিজ্ঞপ্তিতে যোগ করা হয়েছে, ‘বিসিসিআই ঋষভের পরিবারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছে। আর মেডিক্যাল টিম বর্তমানে ঋষভের চিকিৎসা যাঁরা করছেন, সেই ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। বোর্ড এটা দেখবে, ঋষভ যেন সম্ভাব্য সবচেয়ে ভালো চিকিৎসা সেবা পান এবং এই মর্মান্তিক পর্যায় থেকে বেরিয়ে আসার জন্য ওঁর প্রয়োজনীয় সমস্ত সহায়তা পান।’
আরও পড়ুন: দুর্ঘটনার পরে আগুন লেগে যাওয়া গাড়ির কাচ ভেঙে বেরিয়ে আসেন ঋষভ পন্ত
কীভাবে ঘটল এমন দুর্ঘটনা? পুলিশকে পন্ত নিজেই কারণ জানিয়েছেন। গাড়ি চালানোর সময়ে নাকি ঘুমিয়ে পড়েছিলেন তিনি। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার এ কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
হাঁটুতে আঘাতের কারণে শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে পন্তকে রাখা হয়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে চার ম্যাচের সিরিজের জন্য টেস্ট দলে যোগ দেওয়ার আগে তাঁকে ১৫ দিনের রিহ্যাবের জন্য বেঙ্গালুরুর এনসিএ-তে রিপোর্ট করতে বলা হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।