বাংলা নিউজ > ময়দান > ধোনির 'ফিনিশার' ভূমিকায় সবথেকে বেশি কার্যকরী পন্ত, ওপেনিং পরে দেখা যাবে: রাঠোর

ধোনির 'ফিনিশার' ভূমিকায় সবথেকে বেশি কার্যকরী পন্ত, ওপেনিং পরে দেখা যাবে: রাঠোর

ঋষভ পন্ত। ছবি- বিসিসিআই।

একমাত্র ইনিংসে সাফল্য পাননি পন্ত। ভারত অধিনায়ক রোহিত শর্মা তখন জানিয়ে দেন পন্তকে পরীক্ষামূলক ভাবে তারা ওপেনার হিসেবে ব্যবহার করেছেন

শুভব্রত মুখার্জি: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের একটি ম্যাচে উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্তকে ভারতীয় সিনিয়র ক্রিকেট দল ওপেনার হিসেবে ব্যবহার করে পরীক্ষা চালিয়ে ছিল। যদিও একমাত্র ইনিংসে সাফল্য পাননি পন্ত। ভারত অধিনায়ক রোহিত শর্মা তখন জানিয়ে দেন পন্তকে পরীক্ষামূলক ভাবে তারা ওপেনার হিসেবে ব্যবহার করেছেন। এই সিদ্ধান্ত স্থায়ী সিদ্ধান্ত নয়। কার্যত অধিনায়কের কথার প্রতিধ্বনি শোনা গেল ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের গলাতে। তিনি জানিয়ে দিলেন লোয়ার অর্ডারে বেশি কার্যকরী পন্ত, ওপেনিং নিয়ে এখনও ভাবার সময় রয়েছে।

প্রসঙ্গত ২০১৯ সালে সঞ্জয় বাঙ্গার ভারতের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ার পরে রাঠোর দায়িত্ব নেন। তিনি আপাতত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্বে রয়েছেন। উল্লেখ্য রবি শাস্ত্রী-সহ সমস্ত পুরনো কোচিং স্টাফদের বিসিসিআই সরিয়ে দিলেও রয়ে গিয়েছেন রাঠোর। সাদা বলের ক্রিকেটে পন্তের ব্যাটিং পজিশনের বিষয়ে রাঠোরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন 'এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য এটা উপযুক্ত সময় নয়। আমি নিজেই জানি না ২০২৩ সালের পরে আমি দলের সঙ্গে আদৌও যুক্ত থাকতে পারব কিনা। ঋষভ অত্যন্ত ভাল ক্রিকেটার। ব্যাটিং অর্ডারে ও উপরের দিকে ব্যাট করতেই পারে। সেই সময় দলের উপর সবকিছু নির্ভর করবে। দল ওর থেকে কি চাইছে তা এই বিষয়টি নিশ্চিত করবে। আমার এতে কোনও সন্দেহই নেই যে ২০২৩ সালের পরেও ঋষভ দলের গুরুত্বপূর্ণ সদস্য থাকবে।'

রাঠোর বলেন 'তবে ওকে আমরা লোয়ার অর্ডারে বা লোয়ার মিডল অর্ডারে আরও ভালভাবে ব্যবহার করতে পারি। ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং। আমাদের কাছে বাহাতি ব্যাটারের তেমন অপশন ও নেই। নির্দিষ্ট সময়ে আমরা দেখব কোন পজিশনে ও সবথেকে বেশি কার্যকরী হয়। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ তে ওকে ওপেনার হিসেবে ব্যবহার করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেইনি। আমাদের হাতে এখন ও সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সময় রয়েছে। আমি জানি কেএল নেই তবে আমাদের হাতে ইশান এবং রুতুরাজ রয়েছে। সোমবার পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'

বন্ধ করুন