বাংলা নিউজ > ময়দান > Rishabh Pant Health Update: চলতি বছরের পুরোটাই কার্যত মাঠের বাইরে থাকতে হতে পারে পন্তকে, ODI WC-এও অনিশ্চিত

Rishabh Pant Health Update: চলতি বছরের পুরোটাই কার্যত মাঠের বাইরে থাকতে হতে পারে পন্তকে, ODI WC-এও অনিশ্চিত

ঋষভ পন্ত।

কমপক্ষে ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন পন্ত। এমন কী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপেও হয়তো তাঁকে পাওয়া যাবে না। আর সেই সম্ভাবনাই প্রবল।

২০২৩ সালে ঋষভ পন্তের ২২ গজে ফেরার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। এমনিতেই জানা গিয়েছে, আইপিএল সহ বেশ কয়েকটি বড় টুর্নামেন্ট কোনও ভাবেই খেলতে পারবেন না পন্ত। ইএসপিএনক্রিকইনফো দাবি করেছে, ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া পন্ত কবে মাঠে ফিরবেন, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।

বিসিসিআইকে দেওয়া মেডিক্যাল আপডেটে নাকি বলা হয়েছে যে, তারকা উইকেটকিপার ব্যাটসম্যানের হাঁটুর তিনটি মূল লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। যার মধ্যে দু'টির জন্য সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। আর তিন নম্বরটির অস্ত্রোপচার করা হবে সম্ভবত ছয় সপ্তাহ পরে।

যার নিট ফল, কমপক্ষে ছয় মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন পন্ত। এমন কী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা ওডিআই বিশ্বকাপেও হয়তো তাঁকে পাওয়া যাবে না। আর সেই সম্ভাবনাই প্রবল।

আরও পড়ুন: অজি সিরিজের প্রথম দু'টি টেস্টেও নেই বুমরাহ, আরও একমাস থাকবেন রিহ্যাবে-রিপোর্ট

৩০ ডিসেম্বর মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে নিজে ড্রাইভ করে রুরকিতে যাওয়ার সময়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পন্ত। তাঁর ডান পায়ের লিগামেন্ট বাজে ভাবে ক্ষতিগ্রস্ত হয়। যার জন্য ইতিমধ্যে তাঁকে মুম্বইয়ে উড়িয়ে নিয়ে গিয়ে হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে। বোর্ডের চুক্তিবদ্ধ বিশেষজ্ঞ শল্যচিকিৎসকদের একজন ডঃ দিনশ পারদিওয়ালার তত্ত্বাবধানেই পন্তের অস্ত্রোপচার হয়েছে।

এই দুর্ঘটনা এবং অস্ত্রোপচারের পর থেকে বিসিসিআই মোট তিনটি মেডিক্যাল বুলেটিন জারি করেছে। যার মধ্যে একটিতে বলা হয়েছে যে, পন্ত তাঁর ডান গোড়ালিতে বাজে ভাবে আঘাত পেয়েছেন।

ইএসপিএনক্রিকইনফো-র তরফে আবার দাবি করা হয়েছে, পন্তের হাঁটুর তিনটি লিগামেন্ট- অ্যান্টিরিওর ক্রুশিয়েট লিগামেন্ট (ACL), পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (PCL) এবং মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট (MCL) ছিঁড়ে গিয়েছে।

আরও পড়ুন: শ্বেতার দাপট, শেফালির অলরাউন্ড পারফরম্যান্স, ৭ উইকেটে বড় জয় ভারতের

সহজ ভাষায় হাঁটুর উপরের দিকে ফিমার এবং নিচের দিকে টিবিয়া নামক হাড় থাকে। যা হাঁটুর জয়েন্ট তৈরি করে। দু'টি লিগামেন্ট (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) ফিমার এবং টিবিয়াকে একসঙ্গে ধরে রাখে এবং হাঁটুকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। এ ছাড়া হাঁটুর দুপাশে কোলেটরাল এবং মিডিয়াল কোলেটরাল লিগামেন্ট এবং ল্যাটারাল কোলেটরাল লিগামেন্ট রয়েছে। তাদের কাজ হল উভয় হাড়কে সংযুক্ত করা।

সম্প্রতি অস্ত্রোপচার করে পিসিএল এবং এমসিএল-কে ঠিক করা হলেও, এসিএল ঠিক করতে আরও একটি অস্ত্রোপচার করতে হবে বলে জানা গিয়েছে। তবে চিকিৎসকেরা এই অস্ত্রোপচারের আগে কমপক্ষে ছয় সপ্তাহ অপেক্ষা করবেন।

পন্ত কবে আবার অনুশীলন শুরু করবেন, সেটা এখনও কিছু বলতে পারছেন না চিকিৎসকেরা। তবে বিসিসিআই কর্তা এবং নির্বাচকেরা মনে করছেন, তারকা উইকেটরক্ষক-ব্যাটারকে কমপক্ষে ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

বন্ধ করুন