ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তকে আরও চিকিৎসার জন্য বুধবার মুম্বইতে স্থানান্তরিত করা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই-কে এমনটাই জানিয়েছেন দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) ডিরেক্টর শ্যাম শর্মা।
নিজের মাকে সারপ্রাইজ দেবেন বলে গাড়ি চালিয়ে দিল্লি থেকে রুরকি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন পন্ত। রুরকিতেই তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে তাতে আগুন ধরে যায়। কোনও মতে রক্ষা পান পন্ত। তবে তাঁর শরীরের বহু জায়গায় গুরুতর চোট লাগে। প্রথম পন্তকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দেরাদুনে নিয়ে যাওয়া হয়। পন্ত দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন তাঁকে নিয়ে যাওয়া হবে মুম্বইতে।
আরও পড়ুন: নিজেকে সত্যিই ইন্ডিয়া ক্যাপ্টেন মনে হচ্ছে- কীসের ইঙ্গিত দিলেন হার্দিক?
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সিনিয়র সূত্র পিটিআই-কে জানিয়েছেন,‘ঋষভের লিগামেন্টের চোট নির্ণয় এবং আর উন্নত চিকিৎসার জন্য মুম্বইতে স্থানান্তরিত করা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিসিআই-এর তালিকাভুক্ত বিখ্যাত ক্রীড়া অর্থোপেডিক ডক্টর দিনশ পার্দিওয়ালার তত্ত্বাবধানে ঋষভ পন্ত থাকবেন বলে আশা করা হচ্ছে। অস্ত্রোপচারের করতে হলে, তাঁকে যুক্তরাজ্য বা মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
পন্তের কপালে চোটে রয়েছে। এ ছাড়াও তাঁর ডান হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। তাঁর গোড়ালি এবং কব্জিতে চোট লেগেছে। এবং তাঁর পিঠে ঘর্ষণের ফলে গুরুতর আঘাত লেগেছে। ২৫ বছরের তারকা কিপার-ব্যাটারকে হাইওয়েতে হরিয়ানা রোডওয়েজের একটি বাস চালক এবং কন্ডাক্টর উদ্ধার করেছিলেন।
আরও পড়ুন: T20I অভিষেকেই ৪ উইকেট নিয়ে রেকর্ড GT তারকার, মাভির আগুনে খাঁক লঙ্কা
শ্যাম শর্মা এর আগে জানিয়েছিলেন যে, পন্ত চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন। তিনি বলেছিলেন, ‘পন্ত চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন... ওঁর বাম ভ্রুতে একটি প্লাস্টিক সার্জারি হয়েছে। ওখানে ওঁর গভীর ক্ষত হয়েছিল।’ এর পাশাপাশি তিনি জানিয়েছিলেন, বিসিসিআই পন্তের চিকিৎসার উপর নজর রাখছে। এবং বোর্ডের মেডিক্যাল টিম সব সময়ে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছে। শ্যাম শর্মার দাবি ছিল, ‘যতদূর তাঁর ডান হাঁটুতে লিগামেন্টের চোট সম্পর্কিত বিষয়, ওঁর সেরে উঠতে কিছুটা সময় লাগবে। ওঁকে সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা দেওয়া হবে।’
বিসিসিআইয়ের এক কর্মী পিটিটিআই-কে বলেছেন যে, পন্ত প্রতিযোগীতামূলক থেকে দীর্ঘ দিনের জন্য ছিটকে গিয়েছেন। এবং সম্ভবত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ মিস করবেন। এমন একাধিক প্রতিবেদন এ কথাও বলা হচ্ছে, ২০২৩ আইপিএলও মিস করতে পারেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক।
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া হার্দিক পাণ্ডিয়া বলেছেন, ‘স্পষ্টতই তিনি (বিশ্বকাপ বছরে টিম ইন্ডিয়ার পরিকল্পনার) খুব গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। কিন্তু, এখন সবাই পরিস্থিতি জানেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।