বাংলা নিউজ > ময়দান > Rishabh Pant Health Update: আরও সুস্থ হয়ে উঠছেন পন্ত, শুরু জিম সেশন, দিলেন স্পেশাল বার্তা

Rishabh Pant Health Update: আরও সুস্থ হয়ে উঠছেন পন্ত, শুরু জিম সেশন, দিলেন স্পেশাল বার্তা

ভিন্ন মুডে ঋষভ পন্ত। ছবি- টুইটার 

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঋষভ পন্ত। এবার জিম সেশন শুরু করে দিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন তিনি। 

গত বছর একেবারে শেষের দিকে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। লিগেমন্ট ছিড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয় তাঁর। এছাড়াও তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। এই ঘটনার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। কবে মাঠে ফিরবেন তা নিয়ে এখনও জল্পনা চলছেই। দুর্ঘটনায় আহত হওয়ার ফলে বার্ডার-গাভাসকর ট্রফি, আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন এই তরুণ ক্রিকেটার। মনে করা হচ্ছে এশিয়া কাপ এবং চলতি বছরের শেষে ভারতের মাটিতে যে ওডিআই বিশ্বকাপের আসর বসবে সেই সেখানেও খেলতে পারবেন না তিনি।

পন্ত ছিটকে যাওয়ায় ভারতীয় দলের যে বেশ সমস্যা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ গত বর্ডার-গাভাসকর ট্রফিতেও পন্তের অভাব বোধ করেছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও সেই অভাববোধ করবে তারা। ইতিমধ্যেই চোট পাওয়ায় আইপিএল থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।

এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তি দিলেন ঋষভ পন্ত। আগের থেকে তিনি যে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তা নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিলেন। এই মুহূর্তে রিহ্যাবের জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। আর সেখানেই জিম করলেন পন্ত। জিম সেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। শুধু তাই নয়, সেখানে লেখা, 'খেলাধুলো চরিত্র গঠন করে না। সেটা নিজে থেকে বেড়িয়ে আসে।' এই ক্যাপশনটিও দিয়েছেন তিনি। তবে পন্ত ঠিক কী বার্তা দিতে চাইলেন তা স্পষ্ট নয়। তবে এই উইকেটরক্ষক ব্যাটারকে জিম সেশনে দেখায় অনেকেই খুশি।

বেশ কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়ায় ক্রাচ নিয়ে হাঁটার ছবি দিয়ে ছিলেন পন্ত। তারপর সুইমিং পুলে হাঁটার ভিডিয়ো পোস্ট করেন তিনি। এমনকী আইপিএলে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতেও হাজির হন পন্ত। ড্রেসিংরুমে গিয়ে দিল্লি দলের ক্রিকেটার এবং গুজরাট টাইটানসের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন এবং বেশ কিছুক্ষণ সময় কাটান। তারপর ফের এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সমর্থকদের বার্তা দিলেন। এখন এটাই দেখার কবে মাঠে ফেরেন তিনি। চিকিৎসকরা মনে করছেন এই পুরো বছরটাই লেগে যেতে পারে পন্তের সুস্থ হতে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন