কেমন আছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত? এবার নিজেই জানালেন সেই কথা। আগের চেয়ে তিনি বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তা বোঝা গিয়েছিল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে তিনি শেয়ার করেছেন জিম সেশনের একটি ভিডিয়ো। স্বাভাবিক ভাবেই এই ছবি দেখে অনেকটাই স্বস্তি মিলেছে ভারতীয় সমর্থকদের মনে।
এবার আরও একধাপ এগিয়ে গেলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। এবার তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে ক্রাচ ছুড়ে ফেলে দিচ্ছেন তিনি। সেই সঙ্গে পন্ত ক্যাপশনে লিখেছেন, 'আনন্দ। ক্রাচ নিয়ে আর নয়।' এই পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন আর ক্রাচ নিয়ে হাঁটতে হবে না ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে। আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে রিহ্যাবের জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন তিনি। সেখানেই ভিডিয়ো করেছেন পন্ত।
গত বছর একেবারে শেষের দিকে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। লিগেমন্ট ছিড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয় তাঁর। এছাড়াও তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। এই ঘটনার পর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। কবে মাঠে ফিরবেন তা নিয়ে এখনও জল্পনা চলছেই। দুর্ঘটনায় আহত হওয়ার ফলে বার্ডার-গাভাসকর ট্রফি, আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন এই তরুণ ক্রিকেটার। মনে করা হচ্ছে এশিয়া কাপ এবং চলতি বছরের শেষে ভারতের মাটিতে যে ওডিআই বিশ্বকাপের আসর বসবে সেখানেও খেলতে পারবেন না তিনি।
পন্ত ছিটকে যাওয়ায় ভারতীয় দলের যে বেশ সমস্যা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কারণ গত বর্ডার-গাভাসকর ট্রফিতেও পন্তের অভাব বোধ করেছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও সেই অভাববোধ করবে তারা। ইতিমধ্যেই চোট পাওয়ায় আইপিএল থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তবে পন্তের এই দ্রুত সুস্থ হওয়ার ঘটনায় খুশি প্রত্যেকে।