জন্টি রোডসের সাউথ আফ্রিকা লেজেন্ডসের বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের নতুন মরশুম শুরু করে সচিন তেন্ডুলকরের ইন্ডিয়া লেজেন্ডস। এবার মাস্টার ব্লাস্টারদের প্রতিপক্ষ ছিল ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। সুতরাং, দুই পুরনো বন্ধু সচিন-লারার ডুয়েল দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। যদিও প্রকৃতি বাধ সাধায় কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে দেখা গেল না উপভোগ্য লড়াই।
রোড সেফটি ওয়াল্ড সিরিজ ২০২২-এর পয়েন্ট টেবিল
১. শ্রীলঙ্কা লেজেন্ডস: ২ ম্যাচে ৪ পয়েন্ট (+২.১৫৯)
২. ইন্ডিয়া লেজেন্ডস: ২ ম্যাচে ৩ পয়েন্ট (+৩.০৫০)
৩. ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস: ২ ম্যাচে ৩ পয়েন্ট (+১.৬৮৭)
৪. সাউথ আফ্রিকা লেজেন্ডস: ২ ম্যাচে ২ পয়েন্ট (-০.২৫৮)
৫. ইংল্যান্ড লেজেন্ডস: ১ ম্যাচে ০ পয়েন্ট (-১.৫৪৮)
৬. বাংলাদেশ লেজেন্ডস: ১ ম্যাচে ০ পয়েন্ট (-১.৬৮৭)
৭. অস্ট্রেলিয়া লেজেন্ডস: ১ ম্যাচে ০ পয়েন্ট (-১.৯০০)
৮. নিউজিল্যান্ড লেজেন্ডস: ১ ম্যাচে ০ পয়েন্ট (-২.৪৫৭)
ভেস্তে গেল ম্যাচ
বৃষ্টির জন্য মাঠ ভিজে থাকায় আয়োজন করা গেল না ইন্ডিয়া লেজেন্ডস ও ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের মধ্যে চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ষষ্ঠ ম্যাচ। কোনও বল হওয়ার তো দূরের কথা, টসই অনুষ্ঠিত হয়নি। ম্যাচ ভেস্তে যাওয়ায় উভয় দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়।
পিছিয়ে গেল টস
বৃষ্টিতে মাঠ ভিজে। যথা সময়ে মাঠ প্রস্তুত করা যায়নি খেলার জন্য। তাই পিছিয়ে গেল টসের সময়। নির্ধারিত সময়ে খেলা শুরু হবে কিনা, এখনও কিছু জানানো হয়নি আয়োজকদের তরফে।
টুর্নামেন্টে ইন্ডিয়া লেজেন্ডসের পরবর্তী লিগ ম্যাচগুলির সূচি
১৮ সেপ্টেম্বর (রবিবার): ইন্ডিয়া লেজেন্ডস বনাম নিউজিল্যান্ড লেজেন্ডস (হোলকার স্টেডিয়াম, ইন্দোর সন্ধ্যা ৭টা ৩০)২১ সেপ্টেম্বর (বুধবার): ইন্ডিয়া লেজেন্ডস বনাম বাংলাদেশ লেজেন্ডস (রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন সন্ধ্যা ৭টা ৩০)২৪ সেপ্টেম্বর (শনিবার): ইন্ডিয়া লেজেন্ডস বনাম ইংল্যান্ড লেজেন্ডস (রাজীব গান্ধী স্টেডিয়াম, দেরাদুন সন্ধ্যা ৭টা ৩০)
লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ইন্ডিয়া
শ্রীলঙ্কা লেজেন্ডস নিজেদের প্রথম ২ ম্যাচ জয় তুলে নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা রয়েছে লিগ টেবিলের এক নম্বরে। ইন্ডিয়া লেজেন্ডস ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে দাপটের সঙ্গে হারাতে পারলেই সচিনরা লিগ টেবিলের এক নম্বরে উঠে আসতে পারেন।
ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের প্রথম ম্যাচের ফল
বাংলাদেশ লেজেন্ডসকে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৯৮ রানে অল-আউট হয়ে যায়। ১৯ রান করেন অলক কাপালি। ৩টি উইকেট নেন কৃষমার স্যান্টকি। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ৪ উইকেটে ১০১ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫১ রান করেন ডোয়েন স্মিথ। ১টি উইকেট নেন আব্দুর রাজ্জাক।
ইন্ডিয়া লেজেন্ডসের প্রথম ম্যাচের ফল
সাউথ আফ্রিকা লেজেন্ডসের বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে ইন্ডিয়া লেজেন্ডস ৪ উইকেটে ২১৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ৮২ রান করেন স্টুয়ার্ট বিনি। সচিন করেন ১৬ রান। পালটা ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা ৯ উইকেটে ১৫৬ রানে আটকে যায়। ৩৮ রান করেন জন্টি রোডস। ৩টি উইকেট নেন রাহুল শর্মা। ৬১ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে ইন্ডিয়া লেজেন্ডস।