আট দলের টুর্নামেন্ট হলেও চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে লিগের ম্যাচ খেলার সুযোগ পাবে না। বরং প্রতিটি দল লিগে ৫টি দলের মুখোমুখি হবে। পাঁচ রাউন্ডের লিগের শেষে পয়েন্ট টেবিলের প্রথম চারটি দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে।
উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করা ইন্ডিয়া লেজেন্ডস দলের পাঁচটি লিগ ম্যাচ ইতিমধ্যেই খেলা হয়ে গিয়েছে। যদিও সচিন তেন্ডুলকরদের ৩টি ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। সেই তিনটি ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে মাস্টার ব্লাস্টারদের। অপর ২টি ম্যাচে জিতেছে ইন্ডিয়া লেজেন্ডস। সুতরাং জেতা ২টি ম্যাচ থেকে (৪+৪) ৮ পয়েন্ট সংগ্রহ করেছে ইন্ডিয়া। তিনটি পরত্যক্ত ম্যাচ থেকে (২+২+২) ৬ পয়েন্ট ঘরে তুলেছে তারা। সাকুল্যে ইন্ডিয়া লেজেন্ডসের পকেটে রয়েছে ১৪ পয়েন্ট। তারা আপাতত লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।
৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে রয়েছে শ্রীলঙ্কা লেজেন্ডস। লিগের ৫টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসেরও। তারা ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। সুতরাং সচিনদের ছোঁয়ার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের সামনে।
অস্ট্রেলিয়া ৪টি ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে এবং নিউজিল্যান্ড ৫টি ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। ৫ ম্যাচে সাউথ আফ্রিকার দখলে রয়েছে ৮ পয়েন্ট। সুতরাং, একমাত্র অস্ট্রেলিয়ার কাছেই ইন্ডিয়া লেজেন্ডসকে ছোঁয়ার রাস্তা খোলা রয়েছে। তাই ভারতের প্রথম দুইয়ে অথবা প্রথম তিনে থেকে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত।
অস্ট্রেলিয়া শেষ ম্যাচে ইংল্যান্ড লেজেন্ডসের কাছে হারলে নেট রান-রেটের নিরিখে সেমিফাইনালের রাস্তা খোলা থাকবে নিউজিল্যান্ডের সামনে। নতুবা শ্রীলঙ্কা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সেমিফাইনাল খেলবে। সাউথ আফ্রিকা, বাংলাদেশ ও ইংল্যান্ডের সামনে সেমিফাইনালে যাওয়ার কোনও সুযোগ নেই।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের পয়েন্ট টেবিল:-
১. শ্রীলঙ্কা লেজেন্ডস: ম্যাচ-৪, জয়-৩, হার-০, পরিত্যক্ত-১, পয়েন্ট-১৪ (নেট রানরেট: +১.৬১০)।
২. ইন্ডিয়া লেজেন্ডস: ম্যাচ-৫, জয়-২, হার-০, পরিত্যক্ত-৩, পয়েন্ট-১৪ (নেট রানরেট: +২.৮৮৬)।
৩. ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস: ম্যাচ-৫, জয়-২, হার-১, পরিত্যক্ত-২, পয়েন্ট-১২ (নেট রানরেট: +০.৪৩৪)।
৪. অস্ট্রেলিয়া লেজেন্ডস: ম্যাচ-৪, জয়-২, হার-১, পরিত্যক্ত-১, পয়েন্ট-১০ (নেট রানরেট: +০.২৪৭)।
৫. নিউজিল্যান্ড লেজেন্ডস: ম্যাচ-৫, জয়-১, হার-১, পরিত্যক্ত-৩, পয়েন্ট-১০ (নেট রানরেট: -১.৩৭০)।
৬. সাউথ আফ্রিকা লেজেন্ডস: ম্যাচ-৫, জয়-১, হার-২, পরিত্যক্ত-২, পয়েন্ট-৮ (নেট রানরেট: -০.৩৫৩)।
৭. বাংলাদেশ লেজেন্ডস: ম্যাচ-৪, জয়-০, হার-৩, পরিত্যক্ত-১, পয়েন্ট-২ (নেট রানরেট: -১.০৬৬)।
৮. ইংল্যান্ড লেজেন্ডস: ম্যাচ-৪, জয়-০, হার-৩, পরিত্যক্ত-১, পয়েন্ট-২ (নেট রানরেট: -২.১৫৮)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।