বাংলা নিউজ > ময়দান > Road Safety World Series Final: নমনের শতরানের পর ভাইরাল সচিনের মহাকাব্যিক উদযাপন

Road Safety World Series Final: নমনের শতরানের পর ভাইরাল সচিনের মহাকাব্যিক উদযাপন

নমন ওঝার সেঞ্চুরিতে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকরের ভিডিয়ো ভাইরাল।

নমন ওঝার মাত্র ৭১ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংসের সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রানের বড় স্কোর করে ইন্ডিয়া লেজেন্ডসরা। রান তাড়া করতে নেমে লক্ষ্য পূরণে ব্যর্থ হয় শ্রীলঙ্কা লেজেন্ডসরা। তারা ৩৩ রানে ম্যাচটি হেরে যায়।

শনিবার রাতে ২০২২ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় সংস্করণের ফাইনাল ম্যাচে ভারত লিজেন্ডস বনাম শ্রীলঙ্কা কিংবদন্তিদের ম্যাচে ৩৩ রানে পরাজিত করেছে। ওপেনার নমন ওঝা ভারতের জয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, যিনি ৭১ বলে ১৫টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। ম্যাচ চলাকালীন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, যেখানে নমন ওঝার সেঞ্চুরিতে সচিন তেন্ডুলকরের দুরন্ত এক প্রতিক্রিয়া ধরা পড়েছে।

আরও পড়ুন: ফের শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ইন্ডিয়া লেজেন্ডস

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ১৯তম ওভারের প্রথম বলে লং অন ও মিড উইকেটের মধ্যে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন নমন। টুর্নামেন্টে তাঁর প্রথম শতরানের পর ভারতীয় ড্রেসিং রুমের দিকে ঝুঁকে সেঞ্চুরি উদযাপন করেন এই ওপেনার। ড্রেসিংরুমে সচিন তেন্ডুলকর সহ প্রতিটি খেলোয়াড় উঠে দাঁড়িয়ে নমন ওঝার এই সেঞ্চুরিকে অভিবাদন জানান। একই সঙ্গে সচিন তেন্ডুলকরও উচ্ছ্বসিত হয়ে তাঁকে শেষ পর্যন্ত খেলার পরামর্শ দেন। তাঁর সেই উচ্ছ্বাসের প্রতিক্রিয়াই এখন ভাইরাল।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইন্ডিয়া লেজেন্ডস অধিনায়ক সচিন তেন্ডুলকর। টুর্নামেন্টে নজরে ছিল মাস্টার ব্লাস্টারের ব্যাটিং। বেশ কিছু ইনিংসে দর্শকদের চোখের আনন্দ দিয়েছিলেন। ফাইনালে তেমন ইনিংসেরই অপেক্ষায় ছিলেন ক্রিকেট অনুরাগীরা। এই ম্যাচে আশাহত করলেন ব্যাটসম্যান সচিন।

আরও পড়ুন: ‘ঘরে ফিরলাম’ Legends League খেলতে যোধপুরে পা রেখেই আবেগপ্রবণ শেন ওয়াটসনের

প্রথম ওভারে শেষ বলে স্ট্রাইক পেয়েছিলেন সচিন। প্রথম বলেই আউট হয়ে ফিরলেন। সচিনের গোল্ডেন ডাক হতাশ করলেও, দল চ্যাম্পিয়ন হল। সচিনের আউটের কিছুক্ষণের মধ্যেই ফেরেন সুরেশ রায়নাও। গত ম্যাচের মতো এক দিক আগলে রাখলেন নমন ওঝা। বিনয় কুমারের (২১ বলে ৩৬) সঙ্গে অনবদ্য জুটি গড়লেন। ফাইনালটা যেন তাঁরই ছিল। নমন ওঝার মাত্র ৭১ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংসের সৌজন্যেই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রানের বড় স্কোর করে ইন্ডিয়া লেজেন্ডসরা।

শ্রীলঙ্কা লেজেন্ডসদের বোলিং বিভাগে নজর কাড়লেন নুয়ান কুলসেখারা। ৩ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন। বোর্ডে ১৯৬ রানের বিশাল লক্ষ্য। যদিও শ্রীলঙ্কাকে শুরু থেকেই ধাক্কা দিলেন ভারতীয় বোলাররা। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েন ইশান জয়রত্নে। ২২ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এ ছাড়া জীবন মেন্ডিস, মাহেলা উদাত্তে যথাক্রমে ২০ এবং ২৬ রান করেন। যদিও লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ শ্রীলঙ্কা। ভারতীয় বোলিং সেই সুযোগ দেয়নি। ১৮.৫ ওভারে ১৬২ রানেই অলআউট হয়ে যায় লঙ্কা ব্রিগেড। বিনয় কুমার ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি উইকেট নেন অভিমন্যু মিঠুন। ৩৩ রানে জেতে ভারতের কিংবদন্তিরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.