বাংলা নিউজ > ময়দান > Road Safety World Series মুম্বইয়ে উঠল ইরফান ঝড়, দেখুন তাঁর মারকুটে ইনিংস

Road Safety World Series মুম্বইয়ে উঠল ইরফান ঝড়, দেখুন তাঁর মারকুটে ইনিংস

ম্যাচ জিতিয়ে ইরফান পাঠান (ছবি সৌজন্য এএনআই)

পারভেজ মাহরুফকে দুটি ছয় ও একটি চার মারেন ইরফান। বাদ যাননি তিলকরত্নে দিলশানও।

অনেকদিন আগেই খেলা ছেড়ে দিয়েছেন। কিন্তু এখনও মাঠে নেমে সেই পুরনো দিনের স্মৃতির ঝাঁপি উপুড় করে দিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা।

পথ সুরক্ষা বিশ্ব সিরিজের প্রথম ম্যাচ সেই পুরনো বীরেন্দ্র সেহওয়াগ, ভিনটেজ সচিন তেন্ডুলকর ও যুবরাজ সিংয়ের দেখা মিলেছিল। আর মঙ্গলবার নিজের পুরনো ঝলক দেখালেন ইরফান পাঠান।

প্রথমে ব্যাট করে ১৩৯ রানের লক্ষ্যমাত্রা দেন শ্রীলঙ্কার লেজেন্ডরা। জবাবে পঞ্চম ওভারে ১৯ রান তুলতেে না তুলতেই তিন উইকেটে হারায় ভারত। এরপর ইনিংসের হাল ধরেন সঞ্জয় বাঙ্গার ও মহম্মদ কাইফ। বাঙ্গার আউট হওয়ার পর ক্রিজে আসেন ইরফান। কিছুক্ষণ পর প্যাভিলিয়নে ফেরেন কাইফও। তারপরই সেই পুরনো দিনের ইরফানের ঝলক মেলে।

পারভেজ মাহরুফকে দুটি ছয় ও একটি চার মারেন ইরফান। বাদ যাননি তিলকরত্নে দিলশানও। তাঁর বলেও একটি ছয় ও একটি চার মারেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। সবমিলিয়ে চারটি বাউন্ডার ও দুই ওভার বাউন্ডারি হাঁকান ইরফান। শেষপর্যন্ত মাত্র ৩১ বলে তাঁর অপরাজিত ৫৭ রানের সৌজন্য আট বল বাকি থাকতেই অনায়াসে ম্যাচ জিতে যায় ভারতীয়রা লেজেন্ডরা।


বন্ধ করুন