গতবছর রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইন্ডিয়া লেজেন্ডস। এবছর ফের টুর্নামেন্টের খেতাবি লড়াইয়ে মুখোমুখি হয় দু'দল। স্বাভাবিকভাবেই সচিনদের হারিয়ে বদলা নেওয়ার সুযোগ ছিল তিলকরত্নে দিলশানদের সামনে। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি সিংহলিরা। উলটে শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দ্বিতীয়বার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ট্রফি হাতে তোলে ইন্ডিয়া লেজেন্ডস।
টুর্নামেন্টের সেরা দিলশান
সাকুল্যে ১৯২ রান করার পাশাপাশি ৫টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিলকরত্নে দিলশান।
ম্যাচের সেরা নমন ওঝা
১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭১ বলে অপরাজিত ১০৮ রানের ঝকঝকে ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন নমন ওঝা।
ফের শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
১৮.৫ ওভারে ধামিকা প্রসাদকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান বিনয় কুমার। সেই সঙ্গে শ্রীলঙ্কার ইনিংসে দাঁড়ি টেনে দেনে তিনি। ইন্ডিয়া লেজেন্ডসের ৬ উইকেটে ১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা লেজেন্ডস ১৬২ রানে অল-আউট হয়ে যায়। ৩৩ রানে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ট্রফি হাতে তোলে ইন্ডিয়া লেজেন্ডস। উল্লেখযোগ্য বিষয় হল, দু'বারই সচিনরা ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডসকে পরাজিত করেন। বিনয় কুমার ৩.৫ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
জয়ারত্নে আউট
১৮.৪ ওভারে বিনয় কুমারের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জয়ারত্নে। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২২ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা লেজেন্ডস ১৬২ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধামিকা প্রসাদ।
হাফ-সেঞ্চুরি জয়ারত্নের
১৯তম ওভারে বিনয় কুমারের দ্বিতীয় বলে ছক্কা মারেন জয়ারত্নে। তৃতীয় বলে চার মেরে তিনি ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২১ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি।
উদানাকে ফেরালেন মিঠুন
১৭.৩ ওভারে ইসুরু উদানার স্টাম্প ছিটকে দেন অভিমন্যু মিঠুন। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন উদানা। শ্রীলঙ্কা ১৪৯ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নুয়ান কুলশেখরা। ১৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৮ উইকেটে ১৫২ রান। জয়ের জন্য ২ ওভারে ৪৪ রান দরকার তাদের। ৪১ রানে ব্যাট করছেন জয়ারত্নে। মিঠুন ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
মাহেলাকে ফেরালেন মিঠুন
১৭.১ ওভারে অভিমন্যু মিঠুনকে চার মারেন মাহেলা উদাওয়াত্তে। দ্বিতীয় বলে তিনি ইরফান পাঠানের হাতে ধরা পড়েন। ১৯ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৩টি চার। শ্রীলঙ্কা লেজেন্ডস ১৪৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইসুরু উদানা।
বিনয় কুমারের ওভারে ১৬ রান
১৭তম ওভারে বিনয় কুমারের বলে ১৬ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন জয়ারত্নে। তিনি ১৭ বলে ৪০ রান করেছেন। ১৭ বলে ২২ রান করেছেন উদাওয়াত্তে। জয়ের জন্য ১৮ বলে ৫২ রান দরকার শ্রীলঙ্কা লেজেন্ডসের।
৪ ওভারে শ্রীলঙ্কা লেজেন্ডসের দরকার ৬৮ রান
১৬ ওভারে শ্রীলঙ্কা লেজেন্ডস ৬ উইকেটে ১২৮ রান তুলেছে। জয়ের জন্য ২৪ বলে ৬৮ রান দরকার তাদের। জয়ারত্নে ২৯ ও উদাওয়াত্তে ১৮ রান করেছেন।
৫ ওভারে শ্রীলঙ্কার দরকার ৭৯ রান
১৫ ওভারের খেলা শেষ। শ্রীলঙ্কা লেজেন্ডস ৬ উইকেট হারিয়ে ১১৭ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ৭৯ রান। জয়ারত্নে ২৩ ও উদাওয়াত্তে ১৫ রানে ব্যাট করছেন। রাজেশ পাওয়ার ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
১০০ টপকাল শ্রীলঙ্কা
১৪তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় শ্রীলঙ্কা লেজেন্ডস। ইউসুফের ওভারের প্রথম বলে ছক্কা মারেন জয়ারত্নে। ওভারে মোট ১২ রান ওঠে। শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ১০৭ রান। ২০ রানে ব্যাট করছেন জয়ারত্নে।
রান-আউট মেন্ডিস
১২.১ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন জীবন মেন্ডিস। ৩টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ২০ রান করে মাঠ ছাড়েন মেন্ডিস। শ্রীলঙ্কা ৮৫ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাহেলা উদাওয়াত্তে। পাওয়ারের ওভারের চতুর্থ বলে চার মারেন জয়ারত্নে। ওভারের শেষ বলে উদাওয়াত্তের ক্যাচ মিস হয়। সেই বলে চার রান পেয়ে যান তিনি। ১৩ ওভার শেষে শ্রীলঙ্কা লেজেন্ডসের স্কোর ৬ উইকেটে ৯৫ রান।
গুণরত্নেকে ফেরালেন ইউসুফ
১২তম ওভারে ইউসুফের হাতে বল তুলে দেন সচিন। ১১.৩ ওভারে ইউসুফ তুলে নেন গুণরত্নের উইকেট। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১৯ রান করে বিনির হাতে ধরা পড়েন আসেলা। শ্রীলঙ্কা লেজেন্ডস ৭৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জয়ারত্নে। তিনি ওভারের পঞ্চম বলে ছক্কা মারেন। ১২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৮৫ রান। মেন্ডিস ২০ রান করেছেন।
পাওয়ারের ওভারে ৯ রান
১১তম ওভারে রাজেশ পাওয়ারের ওভারে ৯ রান তোলে শ্রীলঙ্কা লেজেন্ডস। ১টি চার মারেন গুণরত্নে। তিনি ১৮ রানে ব্যাট করছেন। ১৯ রান করেছেন মেন্ডিস।
১০ ওভারে শ্রীলঙ্কার দরকার ১২৯ রান
১০ ওভারের খেলা শেষ। শ্রীলঙ্কা লেজেন্ডসের স্কোর ৪ উইকেটে ৬৭ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে শ্রীলঙ্কার দরকার ১২৯ রান। বিনির ওভারে পরপর ২টি চার মারেন মেন্ডিস। তিনি ১৭ রানে ব্যাট করছেন। ১১ রান করেছেন গুণরত্নে।
৫০ টপকাল শ্রীলঙ্কা লেজেন্ডস
নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় শ্রীলঙ্কা লেজেন্ডস। রাহুল শর্মার বলে ১টি চার মারেন গুণরত্নে। ৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ৫৬ রান। গুণরত্নে ৯ ও মেন্ডিস ৮ রানে ব্যাট করছেন।
উপুল থরঙ্গা আউট
৭.২ ওভারে স্টুয়ার্ট বিনির বলে নমন ওঝার দস্তানায় ধরা পড়েন উপুল থরঙ্গা। ১৩ বলে ১০ রান করেন তিনি। মারেন ১টি চার। শ্রীলঙ্কা লেজেন্ডস ৪১ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জীবন মেন্ডিস। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ৪৮ রান।
দিলশানকে ফেরালেন রাহুল শর্মা
৬.৩ ওভারে রাহুল শর্মার বলে তিলকরত্নে দিলশানকে স্টাম্প আউট করেন নমন ওঝা। ওভারের প্রথম বলে রাহুলকে চার মারেন দিলশান। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১১ রান করেন। শ্রীলঙ্কা লেজেন্ডস ৩৭ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আসেলা গুণরত্নে। ৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৪০ রান। থরঙ্গা ১০ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে শ্রীলঙ্কা ২ উইকেটে বিনিময়ে ৩৩ রান সংগ্রহ করেছে। স্টুয়ার্ট বিনির ওভারে ৪ রান ওঠে। থরঙ্গা ৮ ও দিলশান ৭ রান করেছেন।
পাওয়ার-প্লেতে কৃপণ বোলিং মিঠুনের
পঞ্চম ওভারে মাত্র ৩ রান খরচ করেন অভিমন্যু মিঠুন। ৫ ওভার শেষে শ্রীলঙ্কা লেজেন্ডসের স্কোর ২ উইকেটে ২৯ রান। মিঠুন ২ ওভারে ৯ রান খরচ করেছেন।
বিনয় কুমারের ওভারে ৭ রান
চতুর্থ ওভারে বিনয় কুমার ৭ রান খরচ করেন। ১টি চার মারেন উপুল থরঙ্গা। চার ওভার শেষে শ্রীলঙ্কা লেজেন্ডসের স্কোর ২ উইকেটে ২৬ রান। থরঙ্গা ৭ রান করেছেন। দিলশান ব্যাট করছেন ৫ রানে।
মুনাবীরা আউট
তৃতীয় ওভারে রাজেশ পাওয়ারের হাতে বল তুলে দেন সচিন তেন্ডুলকর। দ্বিতীয় বলে চার মারেন মুনাবীরা। তৃতীয় বলে স্টেপ আউট করে বড় শট নেওয়ার চেষ্টা করেন তিনি। তবে বলের লাইন মিস করেন। নমন ওঝা স্টাম্প আউট করতে ভুল করেননি। ২টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৯ রান করেন মুনাবীরা। শ্রীলঙ্কা ১৬ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উরপুল থরঙ্গা। ৩ ওভার শেষে শ্রীলঙ্কা লেজেন্ডসের স্কোর ২ উইকেটে ১৯ রান।
জয়সূর্যকে বোল্ড করলেন বিনয় কুমার
দ্বিতীয় ওভারে বিনয় কুমারের দ্বিতীয় বলে চার মারেন জয়সূর্য। তৃতীয় বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। ৬ বলে ৫ রান করেন জয়সূর্য। শ্রীলঙ্কা লেজেন্ডস ১০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলকরত্নে দিলশান। ২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ১১ রান।
শ্রীলঙ্কা লেজেন্ডসের রান তাড়া করা শুরু
দিলশান মুনাবীরাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন জয়সূর্য। বোলিং শুরু করেন অভিমন্যু মিঠুন। প্রথম বলেই চার মারেন মুনাবীরা। প্রথম ওভারে ৬ রান ওঠে।
২০০-র কাছে পৌঁছে গেল ইন্ডিয়া লেজেন্ডস
উদানার শেষ ওভারে ১০ রান ওঠে। শেষ ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন স্টুয়ার্ট বিনি। ওভারে ২টি উইকেট পড়ে। ইন্ডিয়া লেজেন্ডস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৫ রান সংগ্রহ করে। সুতরাং, জয়ের জন্য শ্রীলঙ্কা লেজেন্ডসের দরকার ১৯৬ রান। নমন ওঝা ১৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৭১ বলে ১০৮ রান করে নট-আউট থাকেন। বিনি ২ বলে ৮ রান করেন। উদানা ৪ ওভারে ৩৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।
ইউসুফ পাঠান আউট
১৯.৪ ওভারে উদানার বলে গুণরত্নের হাতে ধরা পড়েন ইউসুফ পাঠান। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ইন্ডিয়া লেজেন্ডস ১৮৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টুয়ার্ট বিনি।
ইরফান পাঠান আউট
১৯.২ ওভারে উদানার বলে পরিবর্ত ফিল্ডার ডি'সিলভার হাতে ধরা পড়েন ইরফান পাঠান। ১টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ১১ রান করেন ইরফান। ইন্ডিয়া লেজেন্ডস ১৮৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইউসুফ পাঠান।
ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি ওঝার
১৮.১ ওভারে জয়ারত্নেকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন নমন ওঝা। ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৮ বলে ১০০ রানের গণ্ডি টপকে যান তিনি। উল্লেখ্য, সেমিফাইনালে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নট-আউট ছিলেন ওঝা। ওভারের চতুর্থ বলে ১টি চার মারেন তিনি। ওভারে মোট ১৪ রান ওঠে। ১৯ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ৪ উইকেটে ১৮৫ রান। ওঝা ১০৮ ও ইরফান ৯ রানে ব্যাট করছেন। জয়ারত্নে ৪ ওভারে ৪৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
সেঞ্চুরির দোরগোড়ায় ওঝা
১৮তম ওভারে ইসুরু উদানার বলে ১টি করে চার মারেন নমন ওঝা ও ইরফান পাঠান। ১৮ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ৪ উইকেটে ১৭১ রান। নমন ওঝা ৯৬ রানে ব্যাট করছেন। ইরফান ব্যাট করছেন ৭ রানে।
বোলিং কোটা শেষ করলেন প্রসাদ
৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ধামিকা প্রসাদ। উইকেট না পেলেও ৩১ রান খরচ করেন তিনি। ১৭ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ৪ উইকেটে ১৫৯ রান। ৬৩ বলে ৯০ রান করেছেন নমন ওঝা।
যুবরাজ সিং আউট
১৬তম ওভারে নুয়ান কুলশেখরার প্রথম বলে চার মারেন নমন ওঝা। তৃতীয় বলে ছক্কা মারেন যুবরাজ সিং। চতুর্থ বলে চার মারেন যুবি। ওভারের শেষ বলে দিলশানের হাতে ধরা পড়েন যুবরাজ। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৯ রান করেন যুবি। ইন্ডিয়া লেজেন্ডস ১৫৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইরফান পাঠান।
১৫ ওভারের খেলা শেষ
১৫ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ৩ উইকেটে ১৩৯ রান। ৫৮ বলে ৮২ রান করেছেন নমন ওঝা। তিনি ১২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৯ বলে ৯ রান করেছেন যুবরাজ সি।
প্রথম বাউন্ডারি যুবরাজের
১৪তম ওভারের তৃতীয় বলে জয়ারত্নেকে চার মারেন নমন ওঝা। ওভারের শেষ বলে চার মারেন যুবরাজ সিং। ১৪ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ৩ উইকেটে ১৩২ রান। নমন ওঝা ৭৬ ও যুবরাজ সিং ৮ রানে ব্যাট করছেন।
টাইট বোলিং ধামিকার
১৩তম ওভারে মোটে ৫ রান সংগ্রহ করে ইন্ডিয়া লেজেন্ডস। ১৩ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ৩ উইকেটে ১২১ রান। ৫০ বলে ৭০ রান করেছেন নমন ওঝা। যুবরাজ সিং ৫ বলে ৩ রান করেছেন।
বিনয় কুমার আউট
১১.৩ ওভারে জয়ারত্নের বলে উদানার হাতে ধরা পড়েন বিনয় কুমার। ২১ বলে ৩৬ রান করেন তিনি। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। ইন্ডিয়া লেজেন্ডস ১০৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যুবরাজ সিং। ওভারের শেষ বলে চার মারেন ওঝা। ১২ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ৩ উইকেটে ১১৬ রান। নমন ওঝা ৬৮ রানে ব্যাট করছেন। তিনি ১০টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
১০০ টপকাল ইন্ডিয়া লেজেন্ডস
১১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইন্ডিয়া লেজেন্ডস। জীবন মেন্ডিসের বলে জোড়া বাউন্ডারি মারেন নমন ওঝা। ১১ ওভার শেষে ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ১০৭ রান। ওঝা ৬১ ও বিনয় কুমার ৩৫ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি ওঝার
৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নমন ওঝা। উল্লেখ্য, অস্ট্রেলিয়া লেজেন্ডসের বিরুদ্ধে সেমিফাইনালেও দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন তিনি। ১০ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ২ উইকেটে ৯৩ রান। ওভারের শেষ বলে ছক্কা হাঁকান বিনয় কুমার। তিনি ১৮ বলে ৩৪ রান করেছেন। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা। ওঝা ৫২ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় ওঝা
নবম ওভারে জীবন মেন্ডিসের বলে ১টি ছক্কা মারেন নমন ওঝা। ওভারে মোট ৯ রান ওঠে। ৯ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ২ উইকেটে ৭৯ রান। ওঝা ৪৬ রানে ব্যাট করছেন। বিনয় কুমার ২৭ রানে অপরাজিত রয়েছেন।
জমাট ব্যাটিং নমন-বিনয়ের
অষ্টম ওভারে জয়ারত্নের বলে ১টি চার মারেন নমন ওঝা। ওভারে মোট ১০ রান ওঠে। ৮ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ২ উইকেটে ৭০ রান। নমন ৩৮ ও বিনয় কুমার ২৬ রান করেছেন।
জয়সূর্যর ওভারে ৯ রান
সপ্তম ওভারে জয়সূর্যর বলে ৯ রান তোলে ইন্ডিয়া লেজেন্ডস। ১টি চার মারেন নমন ওঝা। ৭ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ৬০ রান। নমন ওঝা ৩১ ও বিনয় কুমার ২৪ রান করেছেন।
৫০ টপকাল ইন্ডিয়া লেজেন্ডস
পাওয়ার প্লে-র ৬ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ইন্ডিয়া লেজেন্ডস। তাদের স্কোর ২ উইকেটে ৫১ রান। ৯ বলে ২১ রান করেছেন বিনয় কুমার। ষষ্ঠ ওভারে ধামিকা প্রসাদের বলে জোড়া বাউন্ডারি মারেন বিনয়। তিনি মোট ৪টি চার মেরেছেন। ২৪ বলে ২৫ রান করেছেন নমন ওঝা। তিনিও ৪টি চার মেরেছেন।
ব্যাট চালাচ্ছেন বিনয় কুমার
পঞ্চম ওভারে জয়সূর্যর বলে জোড়া বাউন্ডারি মারেন বিনয় কুমার। ওভারে মোট ১১ রান ওঠে। ৫ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ২ উইকেটে ৩৭ রান। নমন ওঝা ২১ ও বিনয় কুমার ১২ রান করেছেন।
বিপর্যয় মোকাবিলায় নমন
চতুর্থ ওভারে উদানার চতুর্থ বলে চার মারেন নমন ওঝা। ওভারে মোট ৭ রান ওঠে। ৪ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ২ উইকেটে ২৬ রান। ২০ বলে ২০ রান করেছেন নমন ওঝা। তিনি ৪টি চার মেরেছেন।
রায়না আউট
তৃতীয় ওভারে কুলশেখরার শেষ বলে জীবন মেন্ডিসের হাতে ধরা পড়েন সুরেশ রায়না। ওভারের প্রথম ২ বলে জোড়া বাউন্ডারি মারেন নমন ওঝা। পঞ্চম বলে চার মারেন রায়না। ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৪ রান করে মাঠ ছাড়েন রায়না। ইন্ডিয়া লেজেন্ডস ১৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিনয় কুমার।
উদানাকে বাউন্ডারিতে স্বাগত
দ্বিতীয় ওভারে বল করতে আসেন ইসুরু উদানা। প্রথম বলেই চার মারেন নমন ওঝা। ওভারে মোট ৫ রান ওঠে। ২ ওভার শেষে ইন্ডিয়া লেজেন্ডসের স্কোর ১ উইকেটে ৬ রান।
প্রথম ওভারেই আউট সচিন
প্রথম ওভারের শেষ বলে সচিন তেন্ডুলকরকে বোল্ড করেন নুয়ান কুলশেখরা। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন মাস্টার ব্লাস্টার। ইন্ডিয়া লেজেন্ডস ১ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুরেশ রায়না।
ওঝাকে নিয়ে ওপেনে সচিন
নমন ওঝাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন সচিন তেন্ডুলকর। বোলিং শুরু করেন নুয়ান কুলশেখরা। পঞ্চম বলে ১ রান নিয়ে খাতা খোলেন নমন
শ্রীলঙ্কা লেজেন্ডসের প্রথম একাদশ
মাহেলা উদাওয়াত্তে, সনৎ জয়সূর্য, তিলকরত্নে দিলশান (ক্যাপ্টেন), দিলশান মুনাবীরা, উপুল থরঙ্গা (উইকেটকিপার), জীবন মেন্ডিস, ইসুরু উদানা, আসেলা গুণরত্নে, ইশান জয়ারত্নে, ধামিকা প্রসাদ ও নুয়ান কুলশেখরা।
ইন্ডিয়া লেজেন্ডসের প্রথম একাদশ
নমন ওঝা (উইকেটকিপার), সচিন তেন্ডুলকর (ক্যাপ্টেন), সুরেশ রায়না, যুবরাজ সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, স্টুয়ার্ট বিনি, বিনয় কুমার, রাজেশ পাওয়ার, রাহুল শর্মা ও অভিমন্যু মিঠুন।
টস জিতল ইন্ডিয়া লেজেন্ডস
শ্রীলঙ্কা লেজেন্ডসের বিরুদ্ধে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে টস জিতল ইন্ডিয়া লেজেন্ডস। টস জিতে সচিন তেন্ডুলকর শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
গতবারের ফাইনালের ফলাফল
গতবার ফাইনালে শুরুতে ব্যাট করে ইন্ডিয়া লেজেন্ডস ৪ উইকেটে ১৮১ রান তোলে। যুবরাজ সিং ৬০, ইউসুফ পাঠান ৬২ ও সচিন তেন্ডুলকর ৩০ রান করেন। পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা লেজেন্ডস ৭ উইকেটে ১৬৭ রানে আটকে যায়। জয়সূর্য ৪৩ ও দিলশান ২১ রান করেন। ২টি করে উইকেট নেন ইউসুফ ও ইরফান।
লিগে দু'দলের অবস্থান
লিগের ৫ ম্যাচে ৪টি জয়-সহ ১৮ পয়েন্ট সংগ্রহ করে শ্রীলঙ্কা লেজেন্ডস লিগ টেবিলের এক নম্বরে থাকে। ভারত ৫ ম্যাচে ২টি জয়-সহ ১৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের তিন নম্বরে থাকে।
বদলা নেওয়ার হাতছানি দিলশানদের সামনে
গতবার ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ট্রফি হাতে তোলে ইন্ডিয়া লেজেন্ডস। এবছর সচিনদের হারিয়ে বদলা নেওয়ার সুযোগ রয়েছে দিলশানদের সামনে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।