প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া লেজেন্ডসকে হারিয়ে চলতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে উঠেছে সচিন তেন্ডুলকরের ইন্ডিয়া লেজেন্ডস। এবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখমরে নামে তিলকরত্নে দিলশানের শ্রীলঙ্কা লেজেন্ডস ও ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। শেষমেশ ক্যারিবিয়ানদের হারিয়ে খেতাবি লড়াইয়ে ইন্ডিয়া লেজেন্ডসের বিরুদ্ধে মাঠে নামার ছাড়পত্র আদায় করে নেয় শ্রীলঙ্কা লেজেন্ডস।
ম্যাচের সেরা কুলশেখরা
৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন নুয়ান কুলশেখরা।
ফের ফাইনালে ইন্ডিয়া-শ্রীলঙ্কার লড়াই
গত মরশুমে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে সম্মুখসমরে নেমেছিল ইন্ডিয়া লেজেন্ডস ও শ্রীলঙ্কা লেজেন্ডস। শেষমেশ দিলশানদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন সচিনরা। এবার ফের রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে উঠল দু'দল। সুতরাং, ফের একবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের খেতাবি লড়াইয়ে দেখা যাবে সচিন-জয়সূর্যর ডুয়েল।
১৪ রানে জয় শ্রীলঙ্কা লেজেন্ডসের
শেষ ওভারে জয়ের জন্য় ২২ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। তবে তারা ৭ রানের বেশি সংগ্রহ করতে পারেননি। ফলে শ্রীলঙ্কার ৯ উইকেটে ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসকে আটকে যেতে হয় ৭ উইকেটে ১৫৮ রানে। ১৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট পকেটে পোরেন তিলকরত্নে দিলশানরা।
স্যান্টকিকে ফেরালেন উদানা
১৮.১ ওভারে উদানার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্যান্টকি। ৪ বলে ৫ রান করেন তিনি। মারেন ১টি চার। ওয়েস্ট ইন্ডিজ ১৪৮ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ড্যারেন পাওয়েল। ১৯ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ১৫১ রান। জয়ের জন্য শেষ ওভারে তাদের দরকার ২২ রান।
দেওনারানকে ফেরালেন কুলশেখরা
১৭.৩ ওভারে কুলশেখরার বলে উদানার হাতে ধরা পড়েন নরসিং দেওনারায়ন। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৬৩ রান করে মাঠ ছাড়েন ক্যারিবিয়ান তারকা। ওয়েস্ট ইন্ডিজ ১৪১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্যান্টকি। ১৮ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের স্কোর ৬ উইকেটে ১৪৮ রান। জয়ের জন্য ১২ বলে ২৫ রান দরকার তাদের। ১২ রানে ব্যাট করছেন টেলর।
৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩৪
জয়ের জন্য শেষ ৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ৩৪ রান। তারা ১৭ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৯ রান সংগ্রহ করেছে। ৬২ রানে ব্যাট করছেন দেওনারায়ন।
হায়াতকে ফেরালেন গুণরত্নে
১৫.২ ওভারে গুণরত্নের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন দানজা হায়াত। ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৭ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১২২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেরমি টেলর। ১৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের স্কোর ৫ উইকেটে ১২৫ রান। জয়ের জন্য ২৪ বলে তাদের দরকার ৪৮ রান। দেওনারায়ন ৫৯ রানে ব্যাট করছেন।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি দেওনারায়নের
৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নরসিং দেওনারায়ন। ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের স্কোর ৪ উইকেটে ১১১ রান। দেওনারায়ন ৫০ ও হায়াত ১৪ রানে ব্যাট করছেন।
১০০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
১৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। জয়সূর্যর বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন দেওনারায়ন। ক্যারিবিয়ানদের স্কোর ৪ উইকেটে ১০৪ রান। দেওনারায়ন ২৭ বলে ৪৫ রান করেছেন। তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।
পারকিনস আউট
বল হাতে নিয়েই উইলিয়াম পারকিনসের উইকেট তুলে নিলেন তিলকরত্নে দিলশান। ৯.১ ওভারে জীবন মেন্ডিসের হাতে ধরা পড়েন পারকিনস। ৩ বলে ২ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৬৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেনদানজা হায়াত। ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের স্কোর ৪ উইকেটে ৭৪ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৯৯ রান। ২২ রানে ব্যাট করছেন দেওনারায়ন।
এডওয়ার্ডস আউট
স্মিথকে ফেরানোর ঠিক পরের বলেই সদ্য ক্রিজে আসা কার্ক এডওয়ার্ডসকে বোল্ড করেন জয়সূর্য। তিনি পরপর ২ বলে ২টি উইকেট নেন। খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় এডওয়ার্ডসকে। ওয়েস্ট ইন্ডিজ ৬৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উইলিয়াম পারকিনস। ৯ ওভারে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৩ উইকেটে ৬৮ রান।
স্মিথকে ফেরালেন জয়সূর্য
৮.১ ওভারে ডোয়েন স্মিথকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান জয়সূর্য। ২৪ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন স্মিথ। তিনি ৩টি চার মারেন। ওয়েস্ট ইন্ডিজ ৬৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এডওয়ার্ডস।
৫০ টপকাল ওয়েস্ট ইন্ডিজ
সপ্তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৭ ওভার শেষে তাদের স্কোর ১ উইকেটে ৫৩ রান। স্মিথ ১৩ রান করেছেন। ১৮ রান করেছেন দেওনারায়ন।
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ১ উইকেটের বিনিময়ে ৪৪ রান সংগ্রহ করেছে। ডোয়েন স্মিথ ১২ ও নরসিং দেওনারায়ন ১০ রানে ব্যাট করছেন।
লারাকে ফেরালেন কুলশেখরা
২.৪ ওভারে নুয়ান কুলশেখরার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ব্রায়ান লারা। ৪টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১৭ রান করে মাঠ ছাড়েন লারা। ওয়েস্ট ইন্ডিজ ২০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নরসিং দেওনারায়ন।
দাপুটে শুরু ওয়েস্ট ইন্ডিজের
ডোয়েন স্মিথকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ব্রায়ান লারা। বোলিং শুরু করেন নুয়ান কুলশেখরা। প্রথম ওভারে ১টি চার মারেন তিনি। দ্বিতীয় ওভারে ইসুরু উদানার বলে ২টি চার মারেন লারা। ২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ১৪ রান। লারা ১৩ রান করেছেন।
বড় রানের ইনিংস গড়ল শ্রীলঙ্কা
শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারালেও শ্রীলঙ্কা লেজেন্ডস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৭২ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। সুতরাং, জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের দরকার ১৭৩ রান। গুণরত্নে ১৩ ও কুলশেখরা ৮ রানে নট-আউট থাকেন। স্যান্টকি ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।
ইসুরু উদানা আউট
১৭.৬ ওভারে স্যান্টকির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ইসুরু উদানা। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৬ রান করেছেন তিনি। শ্রীলঙ্কা ১৫৫ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নুয়ান কুলশেখরা।
১৫০ ছুঁল শ্রীলঙ্কা
১৭ ওভার শেষে শ্রীলঙ্কা লেজেন্জসের স্কোর ৮ উইকেটে ১৫০ রান। উদানা ১২ রান করেছেন। সুলেমান বেন ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
ডি'লিসভা আউট
১১.৫ ওভারে দেবেন্দ্র বিশুর বলে এডওয়ার্ডসের হাতে ধরা পড়েন চতুরঙ্গ ডি'সিলভা। ৭ বলে ১১ রান করেন তিনি। ১টি চার মারেন। শ্রীলঙ্কা ১৩৫ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইসুরু উদানা।
রান-আউট জয়ারত্নে
১৪.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়লেন জয়ারত্নে। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ৩১ রান করেন তিনি। শ্রীলঙ্কা ১২৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আসেলা গুণরত্নে।
জীবন মেন্ডিস আউট
১৩.৫ ওভারে দেবেন্দ্র বিশুর বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জীবন মেন্ডিস। তিনি আগের ওভারেই সুলেমান বেনকে জোড়া বাউন্ডারি মারেন। মেন্ডিস ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৫ রান করে মাঠে ছাড়েন। শ্রীলঙ্কা লেজেন্ডস ১২০ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চতুরঙ্গ ডি'সিলভা।
১০০ টপকাল শ্রীলঙ্কা
১২তম ওভারে ডোয়েন স্মিথ ১৭ রান খরচ করেন। ১টি ছয় মারেন জয়ারত্নে। একটি চার ও ১টি ছক্কা মারেন মেন্ডিস। ১২ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ১০২ রান। জয়ারত্নে ২৫ ও মেন্ডিস ১১ রানে ব্যাট করছেন।
সিলভাকে ফেরালেন বেন
১০.২ ওভারে সুলেমান বেনের বলে পারকিনসের দস্তানায় ধরা পড়েন চামারা সিলভা। ৭ বলে ৭ রান করেন সিলভা। শ্রীলঙ্কা ৮৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জীবন মেন্ডিস। ১১ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৮৫ রান।
১০ ওভারের খেলা শেষ
১০ ওভার শেষে শ্রীলঙ্কা লেজেন্ডস ৪ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করেছে। চামারা সিলভা ৬ বলে ৭ রান করেছেন। জয়ারত্নে ৯ বলে ১৬ রান করেছেন।
দিলশানকে ফেরালেন টেলর
৮.১ ওভারে জেরমি টেলরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিলকরত্নে দিলশান। ১২ বলে ৮ রান করেন তিনি। শ্রীলঙ্কা লেজেন্ডস ৬৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চামারা সিলভা। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান জয়ারত্নে। ৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ৭৫ রান।
থরঙ্গা আউট
৭.২ ওভারে ডোয়েন স্মিথের বলে পারকিনসের দস্তানায় ধরা পড়েন উপুল থরঙ্গা। ৪ বলে ৩ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৫৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান জয়ারত্নে। তিনি ওভারের পঞ্চম বলে চার মারেন। ৮ ওভার শেষে শ্রীলঙ্কা লেজেন্ডসের স্কোর ৩ উইকেটে ৬৪ রান।
পাওয়েলের বোলিং কোটা শেষ
৪ ওভারের বোলিং কোটা শেষ করলেন ড্যারেন পাওয়েল। তিনি ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ৭ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ৫৭ রান।
জয়সূর্য আউট
৫.৪ ওভারে স্যান্টকির ফুলটস বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরলেন জয়সূর্য। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ২৬ রান করেন জয়সূর্য। শ্রীলঙ্কা লেজেন্ডস ৫০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উপুল থরঙ্গা। পাওয়ার প্লে-র ৬ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২ উইকেটে ৫২ রান।
ব্যাট চালাচ্ছেন জয়সূর্য
৫ ওভার শেষে শ্রীলঙ্কা লেজেন্ডসের স্কোর ১ উইকেটে ৪৯ রান। জয়সূর্য ১৭ বলে ২৬ রান করেছেন। দিলশান ২ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২৩ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন পাওয়েল।
মাহেলা আউট
২.৩ ওভারে পাওয়েলের বলে পারকিনসের দস্তানায় ধরা পড়েন মাহেলা উদাওয়াত্তে। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৫ রান করেন তিনি। শ্রীলঙ্কা ২৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তিলকরত্নে দিলশান। ৩ ওভারে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ২৯ রান।
টেলরের ওভারে ১৫ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন জেরমি টেলর। তিনি ১৫ রান খরচ করেন নিজের প্রথম ওভারে। ১টি চার মারেন জয়সূর্য। ১টি ছক্কা মারেন মহেলা। ২ ওভার শেষে শ্রীলঙ্কা লেজেন্ডসের স্কোর বিনা উইকেটে ২৫ রান।
মাহেলার জোড়া বাউন্ডারিতে লড়াই শুরু শ্রীলঙ্কার
জয়সূর্যর সঙ্গে ওপেন করতে নামেন মায়েলা উদাওয়াত্তে। বোলিং শুরু করেন ড্যারেন পাওয়েল। প্রথম ওভারের শেষ ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন মাহেলা। প্রথম ওভারে ১০ রান ওঠে।
শ্রীলঙ্কা লেজেন্ডসের প্রথম একাদশ
মাহেলা উদাওয়াত্তে, সনৎ জয়সূর্য, তিলকরত্নে দিলশান (ক্যাপ্টেন), চামারা সিলভা, উপুল থরঙ্গা (উইকেটকিপার), জীবন মেন্ডিস, চতুরঙ্গ ডি'সিলভা, ইসুরু উদানা, আসেলা গুণরত্নে, ইশান জয়ারত্নে ও নুয়ান কুলশেখরা।
ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের প্রথম একাদশ
ডোয়েন স্মিথ, উইলিয়াম পারকিনস (উইকেটকিপার), ব্রায়ান লারা (ক্যাপ্টেন), নরসিং দেওনারায়ন, কার্ক এডওয়ার্ডস, দানজা হায়াত, জেরমি টেলর, কৃষমার স্যান্টকি, দেবেন্দ্র বিশু, সুলেমান বেন ও ড্যারেন পাওয়েল।
টস জিতল ওয়েস্ট ইন্ডিজ
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতল ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস। টস জিতে ব্রায়ান লারা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কা লেজেন্ডসকে। সুতরাং, রায়পুরে টস জিতে রান তাড়া করবে ক্যারিবিয়ান দল।
ওয়েস্ট ইন্ডিজের সেরা পারফর্মার
ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের হয়ে চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সব থেকে বেশি ১৮৯ রান করেছেন ডোয়েন স্মিথ। সব থেকে বেশি ৫টি উইকেট নিয়েছেন স্যান্টকি।
শ্রীলঙ্কার সেরা পারফর্মার
চলতি টুর্নামেন্টে শ্রীলঙ্কার হয়ে এখনও পর্যন্ত সব থেকে বেশি ১৭৪ রান করেছেন তিলকরত্নে দিলশান। সব থেকে বেশি ৮টি উইকেট নিয়েছেন নুয়ান কুলশেখরা।
টানা দ্বিতীয়বার ফাইনালে উঠতে পারবে শ্রীলঙ্কা?
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের গত মরশুমে রানার্স হয়েই সন্তুষ্ট তাকতে হয় শ্রীলঙ্কা লেজেন্ডসকে। তারা ফাইনালে হার মানে ইন্ডিয়া লেজেন্ডসের কাছে। ইন্ডিয়া লেজেন্ডস এবারও টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। শ্রীলঙ্কা কি পারবে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠতে?
প্রথম সেমিফাইনালের ফলাফল
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া লেজেন্ডসকে ৫ উইকেটে পরাজিত করে ইন্ডিয়া লেজেন্ডস। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া লেজেন্ডস ৫ উইকেটে ১৭১ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ইন্ডিয়া লেজেন্ডস ৫ উইকেটে ১৭৫ রান তুলে ম্যাচ জিতে যায়।
এগিয়ে থাকবে শ্রীলঙ্কা
গ্রুপ লিগের ৫ ম্যাচের ৪টিতে জিতেছে শ্রীলঙ্কা। একটি ম্যাচেও হারেননি তিলকরত্নে দিলশানরা। তাদের ১টি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। ৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের এক নম্বরে থাকে শ্রীলঙ্কা লেজেন্ডস। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসের ২টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। তারা ২টি ম্যাচ জেতে এবং একটি ম্যাচে পরাজিত হয়। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে থাকেন ক্যারিবিয়ানরা। স্বাভাবিকভাবেই সেমিফাইনালের লড়াইয়ে মানসিকভাবে এগিয়ে থাকবে লিগ টপার শ্রীলঙ্কা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।