বাংলা নিউজ > ময়দান > Road Safety World Series: প্রোটিয়া বোলারদের দাপটে সেঞ্চুরিও হল না কিউয়ি লিজেন্ডসদের, ৯ উইকেটে জয় জন্টিদের

Road Safety World Series: প্রোটিয়া বোলারদের দাপটে সেঞ্চুরিও হল না কিউয়ি লিজেন্ডসদের, ৯ উইকেটে জয় জন্টিদের

নিউজিল্যৈান্ডকে ৯ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকার লেজেন্ডসরা।

প্রোটিয়া বোলারদের দাপটে ১০০ রানের গণ্ডিই টপকাতে পারেননি নিউজিল্যান্ড। আর ৯ উইকেটে বড় জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা।

জন্টি রোডসদের বিরুদ্ধে ১০০ রানও করতে পারলেন না রস টেলররা। ডিন ব্রাউনলি একমাত্র ৪৮ বলে ৪৮ রান করলেন। বাকিরা পুরো উড়ে গেলেন প্রোটিয়া বোলারদের দাপটে। যার জেরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ৯ উইকেটে বড় জয় পান প্রোটিয়া লেজেন্ডসরা।

আরও পড়ুন: বয়স কেবলই সংখ্যা! ৪৯-এর সচিনের শট উস্কে দিল দুই দশক আগের স্মৃতি- ভিডিয়ো

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। আর নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইেট হারিয়ে তারা ৯৯ রান করে। ১০০ রানের গণ্ডিও টপকাতে পারেনি নিউজিল্যান্ড। ব্রাউনলি ৪৮ না করলেও আরও শোচনীয় দশা হত কিউয়িদের। গ্যারেথ হপকিন্স অপরাজিত ১৮ করেন। এটা দ্বিতীয় সর্বোচ্চ। এর বাইরে কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। যার নিটফল, নিউজিল্যান্ডও ১০০ রানের গণ্ডি টপকাতে পারেননি।

আরও পড়ুন: স্মিথের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশকে ওড়াল ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার জোহান বোথা ৪ উইকেট নেন। আর থান্ডি শবালালা নেন ৩ উইকেট। তবে জবাবে রান তাড়া করতে নেমে একেবারে উড়িয়ে খেলেন প্রোটিয়া ক্রিকেটাররা। অ্যান্ড্রু পুটিক হাফ সেঞ্চুরি করেন। ৩৬ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন অ্যান্ড্রু পুটিক। আলভিরো পিটারসেন ২৩ বলে অপরাজিত ২৯ রান করেন। ১৩.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১০০ রান করে প্রোটিয়ারা। ব্রুস মার্টিন নেন ১ উইকেট। ৩৯ বল বাকি থাকতে ৯ উইকেটে বড় জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আফ্রিকা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন