বাংলা নিউজ > ময়দান > অবসর উপভোগ করছেন ফেডেরার, স্কি করলেন ১৫ বছর পর- ভিডিয়ো

অবসর উপভোগ করছেন ফেডেরার, স্কি করলেন ১৫ বছর পর- ভিডিয়ো

১৫ বছর পর স্কি করলেন ফেডেরার।

হাঁটুর সমস্যা যাতে না বাড়ে, সেই কারণে এক দশকের বেশি সময় ধরে স্কি করা থেকে দূরে ছিলেন রজার। কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পরে নিজের পুরনো ভালো লাগায় ফিরে গেলেন। চিন্তা মুক্ত হয়ে প্রাণ খুলে বরফের মাঝে স্কি করলেন ফেডেক্স।

শুভব্রত মুখার্জি: গত বছরের সেপ্টেম্বর মাসেই টেনিস কোর্টকে আলবিদা জানিয়েছিলেন লন টেনিসের কিংবদন্তি রজার ফেডেরার। তাঁর হাঁটুর চোটের কারণেই তিনি অবসর নিতে বাধ্য হয়েছেন। হাঁটুতে দু'বার অস্ত্রোপচার করানোর পরেও তিনি সমস্যা মুক্ত হতে পারেননি পুরোপুরি। দু'বার প্রত্যাবর্তন করলেও, হাঁটুর চোট তাঁকে আর খেলা চালিয়ে যেতে দেয়নি। অবসর নেওয়ার কয়েক দিন পরেই এ বার তিনি ফিরে গেলেন তাঁর অপর প্রিয় খেলায়। দীর্ঘ ১৫ বছর পরে স্কি করতে দেখা গেল রজারকে।

আরও পড়ুন: Australian Open: চোটকে কোর্টের বাইরে পাঠিয়ে, অজি প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে কোয়ার্টারে জোকার

উল্লেখ্য, হাঁটুর সমস্যা যাতে না বাড়ে, সেই কারণে এক দশকের বেশি সময় ধরে স্কি করা থেকে দূরে ছিলেন রজার। কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পরে নিজের পুরনো ভালো লাগায় ফিরে গেলেন। চিন্তা মুক্ত হয়ে প্রাণ খুলে বরফের মাঝে স্কি করলেন ফেডেক্স। আর পুরনো ভালো লাগাটা তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন। 

আরও পড়ুন: কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্লামে মিক্সড ডাবলসের শেষ আটে সানিয়া, সঙ্গী রোহন

চারদিকে সাদা বরফের চাদরে ঢাকা পরিবেশে স্কি করচতে গিয়ে ফেডেরার আবেগে ভাসলেন। আর সেই উচ্ছ্বাসের মুহূর্তের ভিডিয়ো তিনি শেয়ার করেছেন নেটপাড়ায়। ভিডিয়োল ক্যাপশনে রজার ফেডেরার লিখেছেন, ‘১৫ বছরে প্রথম বার। স্লোপে ফিরতে পেরে দুর্দান্ত লাগছে। নতুন শুরু।’

২০০৮ সালের পর রজার চোটের কথা মাথায় রেখেই স্কি করা ছেড়ে দিয়েছিলেন। তবে ১৫ বছরের চেপে রাখা আবেগের বিস্ফোরণে উচ্ছ্বাসে মাতেন ফেডেক্স। ৪১ বছর বয়সি তারকাকে বেশ উপভোগ করতে দেখা গেল প্রতিটা মুহূর্ত। চোটের ভয় সরিয়ে রেখে মাতলেন তাঁর পছন্দের খেলাতে। ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীকে নয়া অবতারে দেখে প্রশংসায় ভরালেন তাঁর ভক্তরাও। প্রসঙ্গত এক দিকে চলছে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয়ের লড়াই। আর তখন অন্য দিকে আল্পস অঞ্চলে ছুটির মেজাজে রয়েছেন রজার ফেডেরার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.