শুভব্রত মুখার্জি: গত বছরের সেপ্টেম্বর মাসেই টেনিস কোর্টকে আলবিদা জানিয়েছিলেন লন টেনিসের কিংবদন্তি রজার ফেডেরার। তাঁর হাঁটুর চোটের কারণেই তিনি অবসর নিতে বাধ্য হয়েছেন। হাঁটুতে দু'বার অস্ত্রোপচার করানোর পরেও তিনি সমস্যা মুক্ত হতে পারেননি পুরোপুরি। দু'বার প্রত্যাবর্তন করলেও, হাঁটুর চোট তাঁকে আর খেলা চালিয়ে যেতে দেয়নি। অবসর নেওয়ার কয়েক দিন পরেই এ বার তিনি ফিরে গেলেন তাঁর অপর প্রিয় খেলায়। দীর্ঘ ১৫ বছর পরে স্কি করতে দেখা গেল রজারকে।
উল্লেখ্য, হাঁটুর সমস্যা যাতে না বাড়ে, সেই কারণে এক দশকের বেশি সময় ধরে স্কি করা থেকে দূরে ছিলেন রজার। কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পরে নিজের পুরনো ভালো লাগায় ফিরে গেলেন। চিন্তা মুক্ত হয়ে প্রাণ খুলে বরফের মাঝে স্কি করলেন ফেডেক্স। আর পুরনো ভালো লাগাটা তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন।
আরও পড়ুন: কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্লামে মিক্সড ডাবলসের শেষ আটে সানিয়া, সঙ্গী রোহন
চারদিকে সাদা বরফের চাদরে ঢাকা পরিবেশে স্কি করচতে গিয়ে ফেডেরার আবেগে ভাসলেন। আর সেই উচ্ছ্বাসের মুহূর্তের ভিডিয়ো তিনি শেয়ার করেছেন নেটপাড়ায়। ভিডিয়োল ক্যাপশনে রজার ফেডেরার লিখেছেন, ‘১৫ বছরে প্রথম বার। স্লোপে ফিরতে পেরে দুর্দান্ত লাগছে। নতুন শুরু।’
২০০৮ সালের পর রজার চোটের কথা মাথায় রেখেই স্কি করা ছেড়ে দিয়েছিলেন। তবে ১৫ বছরের চেপে রাখা আবেগের বিস্ফোরণে উচ্ছ্বাসে মাতেন ফেডেক্স। ৪১ বছর বয়সি তারকাকে বেশ উপভোগ করতে দেখা গেল প্রতিটা মুহূর্ত। চোটের ভয় সরিয়ে রেখে মাতলেন তাঁর পছন্দের খেলাতে। ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীকে নয়া অবতারে দেখে প্রশংসায় ভরালেন তাঁর ভক্তরাও। প্রসঙ্গত এক দিকে চলছে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয়ের লড়াই। আর তখন অন্য দিকে আল্পস অঞ্চলে ছুটির মেজাজে রয়েছেন রজার ফেডেরার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।