দু'মাস পরে কোর্টে ফিরে সমর্থকদের হতাশ করলেন রজার ফেডেরার। কামব্যাক ম্যাচে সুবিধাজনক জায়গায় পৌঁছেও শেষমেশ হারের মুখ দেখতে হয় সুইস কিংবদন্তিকে।
জেনেভা ওপেনের প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন ফেডেরার। দ্বিতীয় রাউন্ডে রজারের প্রতিপক্ষ ছিলেন স্পেনের পাবলো আন্দুজার। ১ ঘণ্টা ৫২ মিনিটের উত্তেজক লড়াই শেষে বিশ্বের ৭৫ নম্বর তারকার কাছে হার স্বীকার করতে হয় রজারকে।
প্রথম সেট ৪-৬ গেমে হেরে বসেন ফেডেরার। দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে ম্যাচে সমতা ফেরান তিনি। নির্নায়ক সেটে একসময় ফেডেরার এগিয়ে ছিলেন ৪-২ গেমে। সেখান থেকে পরপর রজারের সার্ভিস ভেঙে জয় তুলে নেন পাবলো। দু'টি ম্যাচ পয়েন্ট বাঁচাতে সক্ষম হলেও তৃতীয় বারে ২০টি মজর জয়ী তারকাকে হতাশ হতে হয়। ম্যাচের চূড়ান্ত স্কোরলাইন দাঁড়ায় স্প্যানিশ তারকার পক্ষে ৬-৪, ৪-৬, ৬-৪।
এই প্রথমবার এটিপি ট্যুরে পরস্পরের মুখোমুখি হন ফেডেরার ও আন্দুজার। প্রথম প্রচেষ্টাতেই বিশ্বের ৮ নম্বর তারকার বিরুদ্ধে জয় তুলে নেন পাবলো।
ফেডেরার প্রায় ২ বছর পরে ক্লে কোর্টে খলেতে নামলেন। যদিও জয় দিয়ে স্মরণীয় করে রাখতে পারলেন না কামব্যাক ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।