শুভব্রত মুখার্জি: আধুনিক লন টেনিসের তিন কিংবদন্তি রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভক জোকোভিচ। এই তিন তারকার সম্মিলিত গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যা ৬০। জোকোভিচের এখনও বেশ কয়েক বছর টেনিস খেলাটা বাকি থাকলেও ফেডেক্স এবং রাফা তাঁদের ক্যারিয়ারের একেবারে সায়াহ্নে এসে পৌঁছে গিয়েছে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে চার বছরে প্রথম বার বিশ্ব লন টেনিসের ক্রমতালিকায় প্রথম দশে ঠাঁই হল না রজারের। সোমবার এটিপির তরফে যে নয়া তালিকা প্রকাশ পেয়েছে, তাতে রজার প্রথম দশে স্থান না পাওয়ায় তাঁর ভক্তরা নিঃসন্দেহে বড় আঘাত পেয়েছে তো বটেই।
প্রসঙ্গত ২০১৭ সালের জানুয়ারি মাসের পরে এই প্রথম বার শীর্ষ বাছাইয়ের তালিকায় প্রথম দশে তাঁর স্থান হয়নি। মোট ৯৬৮ সপ্তাহ তাঁক বিশ্ব ক্রমতালিকার প্রথম দশ থেকে সরানো যায়নি। এটাও কিন্তু ফেডেক্সের রেকর্ড। সদ্য প্রকাশিত তালিকায় ৯ নম্বর থেকে তিনি ১১ নম্বরে নেমে গিয়েছেন। ইন্ডিয়ান ওয়েলসে মাস্টার্স ১০০০ প্রতিযোগিতা শেষ হওয়ার পরেই এই তালিকা প্রকাশিত হয়েছে। উল্লেখ্য রেকর্ড ৯৬৮ সপ্তাহ প্রথম দশে থাকার পরে রজার ৪ বছরে এই প্রথম বার নেমে গেলেন। ২০২১ সালের উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হারের পর আর কোর্টে দেখা যায়নি তাঁকে। হাঁটুর অপারেশন করানোর কারণে তিনি টোকিও গেমস এবং ইউএস ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।
উল্লেখ্য তাঁর ডান হাঁটুর চোট তাঁকে ২০২০ সাল থেকেই ভোগাচ্ছে। ২০২০ সালের অস্ত্রোপচারের পরে ২০২১ সালেও ফের একবার তাঁকে অস্ত্রোপচার করাতে হয়। গত মাসে লেভার কাপে খেলার সময়ে ফেডেরার জানিয়েছিলেন, কোর্টে ফেরার জন্য তিনি কোনও তাড়াহুড়ো করবেন না। উল্লেখ্য তাঁর শেষ গ্রান্ড স্ল্যাম জয় ২০১৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।