উইম্বলডনে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন একের পর এক তারকা। আগেই আন্দ্রে রুভলেভ হেরে গেছিলেন। ছিটকে গেছিলেন প্রতিযোগিতা থেকে। এবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন মাতিও বেরেত্তিনি, নাওমি ওসাকা, ক্যাসপার রুডরা। পুরুষ এবং মহিলা দুই বিভাগেই বেশ কয়েকটি অঘটন ঘটে গেছে বুধবার। এবারের উইম্বলডন শুরু থেকেই জমজমাট। কারণ রজার ফেডারার, অ্যান্ডি মারে, নোভাক জকোভিচ, রাফায়েল নাদালরা যখন নামতেন তখন ধরেই নেওয়া হত তাঁরাই চ্যাম্পিয়ন হবেন। কিন্তু এখন তাঁদের অনেকে খেলা ছেড়েছেন, অনেকের পারফরমেন্স তলানিতে। ফলে তরুণ প্রতিভাদের কাছে নিজেদের চেনানোর সুযোগ এসে যাওয়াতেই এই প্রতিযোগিতার আলো যেন কয়েকগুন বেড়ে গেছে এবারে।
আরও পড়ুন-হাসপাতালে অসহ্য যন্ত্রণা কাটিয়ে বিশ্বকাপ জয়! ঋষভের পোস্ট চোখে জল আনবে আপনারও! দেখুন ভিডিয়ো
পুরুষদের সিঙ্গসলে পরের রাউন্ডে উঠলেন কার্লোস আলকারাজ। তিনি ৩ সেটের লড়াইয়ে হারালেন অ্যালেক্সান্ডার ভুকিচকে, খেলার পর ৭-৬, ৬-২, ৬-২। ফ্রান্সের অ্যালেক্সান্ডার মুলারকে হারালেন ডানিল মেদভেদেভ। চার সেটের লড়াইয়ে জয় তুলে নেন তিনি। খেলার ফল ৬-৭, ৭-৬, ৬-৪, ৭-৫, অর্থাৎ পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ান মেদভেদেভ, তিনিও পরের রাউন্ডে চলে গেলেন। চার সেটের লড়াইয়ে মাতিও বেরেত্তিনিকে হারিয়ে দিলেন ইতালির জ্যানিক সিনার। ৭-৬, ৭-৬ ফলে প্রথম দুই সেট জিতে নিয়েছিলেন সিনার। কিন্তু এর পরের সেটেই খেলায় ফেরেন বেরেত্তিনা, তাঁর পক্ষে ফল ছিল ৬-২। চতুর্থ সেটেই ফের জয় ছিনিয়ে নেন সিনার, টাইব্রেকার ৭-৬ ফলে ম্যাচ জিতে পরের রাউন্ডে প্রবেশ করেন ইতালির তারকা।
আরও পড়ুন-বয়স বাড়ছে, খেলায় ছাপ পড়ছে! অবশেষে ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন শাকিব...
ক্যাসপার রুডকে চার সেটের লড়াইয়ে হারিয়ে দেন ফ্যাবিও ফগনিনি। খেলার ফল ৬-৪, ৭-৫, ৬-৭, ৬-৩। মহিলাদের সিঙ্গলসে অঘটন ঘটিয়ে দেন এমমা নাভারো। তিনি দুই সেটেই উড়িয়ে দেন নাওমি ওসাকাকে। জাপানের এই তারকা হেরে যান ৪-৬, ১-৬ ফলে। কিছুটা অপ্রত্যাশিতভাবেই ছিটকে গেলেন নাওমি। অন্য ম্যাচে এলিস মার্টেনসকে ৬-১, ৬-২ ফলে হারিয়ে দেন আরেক তারকা এমা রাডুকানু। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর তেমন বড় কোনও অঘটন ঘটেনি।
আরও পড়ুন-মাঠে নেমেই ইংরেজ বধ উথাপ্পাদের! বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন ভাজ্জিও, জিতল ভারত
এদিকে বুধবার পুরুষদের ডবলসে দুরন্ত জয় পায় ভারতের রোহন বোপান্না, ম্যাথিউ এবদেন জুটি। নেদারল্যান্ডসের রবিন হাস, স্যান্ডার অ্যারেন্ডস জুটিকে দুই সেটেই উড়িয়ে দেন তাঁরা। রোহন বোপান্নাদের পক্ষে খেলার ফল দাঁড়ায় ৭-৫, ৬-৪। পরের রাউন্ডে তাঁদের প্রতিপক্ষ জার্মানির জেবেনস, ফ্রান্টজেন জুটি। উইম্বলডনে খেলেই নিজেকে কঠিন পরীক্ষার জন্য তৈরি করে নিচ্ছেন বোপান্না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।