ইউএস ওপেনের মিক্সড ডবলসের সেমিফাইনালে পৌঁছে গেল রোহন বোপান্না-আলদিলা সুতজিয়াদি জুটি। ইন্দোনেশিয়ার ২৯ বছর বয়সী সুতজিয়াদিকে সঙ্গে নিয়েই ফ্লাশিং মেডোয় বুড়ো হাড়ে ভেল্কি দেখালেন রোহন বোপান্না। বয়স ৪৪ হলেও ডবলস পার্টনার ম্যাথিউ এবদেনের বিরুদ্ধে খেলার সময় বিন্দুমাত্র ফিটনেসে ঘাটতি হয়নি রোহন বোপান্নার। সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিক্সটা ভালো যায়নি বোপান্নার।
খুব বেশিদিন তাঁর পক্ষে হয়ত খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। ইউএস ওপেনটা এবারে তাই জিতেই কোর্ট ছাড়তে চাইবেন ভারতীয় টেনিস তারকা। শেষ আটের ম্যাচে তিন সেটের লড়াইয়ে ম্যাথিউ এবদেন, বারবোরা ক্রেজসিকোভা জুটির বিরুদ্ধে জয় তুলে নিল রোহন বোপান্না, আলদিলা সুতজিয়াদি জুটি। ম্যাচে বোপান্নারা দুটি সেটে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে সেমিতে প্রবেশ করলেন।
রোপন বোপান্নার সঙ্গে পুরুষদের ডবলসে তাঁর কয়েকঘন্টা আগেই কোর্টে নেমেছিলেন ম্যাথিউ এবদেন। সেযাত্রায় তাঁরা জিততে পারেনি। দিনটা রোহন বোপান্নার অতটা খারাপ না গেলেও ম্যাথিউ এবদেনের খারাপই গেল, কারণ তিনি পুরুষদের ডবলস এবং মিক্সড ডবলস, দুই ইভেন্টেই হেরে ছিটকে গেলেন।
আরও পড়ুন-ব্যাডমিন্টনে এল পঞ্চম পদক! ব্রোঞ্জ জিতলেন ১৯ বছর বয়সী নিত্যা…নিলেন মধুর প্রতিশোধ…
এবদেন - ক্রেজসিকোভা জুটির বিরুদ্ধে বোপান্না-সুতজিয়াদি জুটির লড়াইটা মোটেই সহজ ছিল না। প্রথম সেট ৭-৬ ব্য়বধানে জেতার পর দ্বিতীয় সেটে পিছিয়ে পড়েন বোপান্নারা। খেলায় ফেরে অস্ট্রেলিয়ান এবদেন, চেক প্রজাতন্ত্রের ক্রেজসিকোভারা। তাঁরা দ্বিতীয় সেট দখল করেন ৬-২ গেমে। এরপর তৃতীয় সেটেও চলে দুরন্ত লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয় সেট অর্থাৎ টাইব্রেকারে ১০-৭ ফলে জিতে নেয় বোপান্না-সুতজিয়াদি জুটি। আজকে রাতেই রয়েছে এই জুটির ইউএস ওপেনের সেমিফাইনাল ম্যাচ। সেখানে মার্কিন প্রতিদ্বন্দীর মুখোমুখি হবেন তাঁরা।
আজ মধ্যরাতে ইউএস ওপেনের মিক্সড ডবলসের সেমিফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর টাউনসেন্ড-ডোনাল্ড ইয়ং জুটির মুখোমুখি হবে রোহন বোপান্না- আলদিলা সুতজিয়াদি জুটি। চলতি বছরের এটি শেষ গ্র্যান্ডস্লাম। আর দুধাপ দূরে রয়েছেন বোপান্নারা গ্র্যান্ডস্লাম জয়ের। চলতি বছরের শুরুর গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছিলেন বোপান্না পুরুষদের ডবসে। এবার মিক্সড ডবলসে ইউএস ওপেন জয় দিয়েই বছর শেষ করতে চাইলেন বেঙ্গালুরুর ছেলে রোহন বোপান্না। প্যারিস অলিম্পিক্স বাদ দিলে বছরটা খারাপ যায়নি বোপান্নার। সবথেকে বেশি বয়সী ডবলস খেলোয়াড় হিসেবে ৪৩ বছর বয়সে টেনিস ক্রমতালিকায় ১ নম্বরে জায়গা পান তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।