ডেভিস কাপে যোগ দেবেন রোহন বোপান্নার সঙ্গী ম্যাথু এবডেন। তাই সাংহাই মাস্টার্স ও চিন ওপেনের জন্য ইভান ডোডিগের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ভারতের এই টেনিস তারকা। যদিও ভিয়েনা, প্যারিস ও তুরিন ফাইনালে ফের একবার জুটি বাঁধবেন রোহন এবং এবডেন। ইতিমধ্যেই চীন ওপেনে নিজের জায়গা পাকা করেছেন রোহন বোপান্না। সেপ্টেম্বরের ২৬ তারিখ থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টে এটিপি ৫০০ সিরিজে ক্রোয়েশিয়ার অভিজ্ঞ টেনিস খেলোয়াড় ইভান ডোডিগের সঙ্গে জুটি বেঁধে লড়াই করবেন রোহন বোপান্না।
৪৪ বছর বয়সী বোপান্না দীর্ঘদিন ধরে ভারতের হয়ে টেনিস ডাবলসের মুখ। বিগত ১২ মাসে এবডেনের সঙ্গে জুটি বেঁধে বহু রেকর্ড ভেঙেছেন তিনি। ২ অক্টোবর থেকে শুরু হতে চলা সাংহাই মাস্টার্স-এ এবার ৩৯ বছর বয়সী ডোডিগকে সঙ্গে নিয়ে খেলবেন তিনি। ডোডিগ বর্তমানে ডাবলসের ক্রমতালিকায় ২৫ নম্বরে রয়েছেন। বোপান্না সাধারণত অস্ট্রেলীয় এবডেনের সঙ্গে জুটি বেঁধে থাকেন। এবছর জানুয়ারি মাসে তাঁর সঙ্গে জুটি বেঁধেই অস্ট্রেলীয় ওপেন জয় করেন রোহন বোপান্না। মার্চ মাসে মিয়ামি মাস্টার্সও জয় করেন এই দু’জন।
রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন বর্তমানে যথাক্রমে টেনিস ডাবলসের ৫ ও ৬ নম্বর র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন। এই জুটি রোল্যান্ড গ্যারোস টুর্নামেন্টের সেমিফাইনালেও উঠেছিল। ৩৬ বছর বয়সী এবডেন চলতি সপ্তাহে ডেভিস কাপে অংশ নেবেন। এই কারণে আসন্ন ট্যুরে বোপান্নার সঙ্গে যুক্ত হতে পারবেন না তিনি। বোপান্না জানিয়েছেন, যেহেতু ম্যাথু অনিশ্চিত তাই তাঁর সঙ্গে সাংহাই মাস্টার্সে যোগ দেবেন ডোডিগ। সাংহাই সফরের পর ফের একবার একসঙ্গে খেলতে দেখা যাবে ইন্দো-অস্ট্রেলীয় জুটিকে। তিনি বলেন, ‘আমি এবং ম্যাটি ফের একসঙ্গে ভিয়েনা, প্যারিস মাস্টার্স এবং তুরিন ফাইনাল খেলব। এই সপ্তাহের শেষে আমরা দু’জন একে অপরের সঙ্গে কথা বলব এবং আগামী মরশুমের পরিকল্পনা স্থির করব’। প্যারিস অলিম্পিক্স ভালো যায়নি বোপান্নার। সেখানে তিনি জুটি বেঁধেছিলেন শ্রীরাম বালাজির সঙ্গে, তবে সাফল্য পাননি। অন্যদিকে ইউএস ওপেনেও ব্যর্থ হন বোপান্না। সেখানে রোহন বোপান্না, ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বাঁধেন। এবার দেখার আসন্ন টুর্নামেন্টগুলিতে নিজের ব্যর্থতা ঝেড়ে ফেলে সাফল্য অর্জন করতে পারে কিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।