ইতিহাস গড়লেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। বয়স্কতম খেলোয়াড় হিসেবে এটিপি মাস্টার্স ১০০০ পয়েন্ট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন। শনিবার অস্ট্রেলিয়ার সঙ্গী ম্যাট এবডেনের সঙ্গে ইন্ডিয়ান ওয়েলসে পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন বোপান্না। যে বোপান্নার বয়স ৪৩। আর তাঁর সঙ্গী ম্যাটের বয়সও নেহাত কম নয় - ৩৫ বছর। শীর্ষ বাছাই নেদারল্যান্ডসের ওয়েসলি কুলহফ এবং ব্রিটেনের নিল স্কুপস্কিকে ৬-৩, ২-৬, ১০-৮ সেটে হারিয়ে দেন বোপান্নারা।
শনিবার ইন্ডিয়ান ওয়েলসে নিজের কেরিয়ারের দশম এটিপি মাস্টার্স ১০০০ পয়েন্ট টুর্নামেন্টে ফাইনালে খেলতে নামেন ভারতীয় তারকা। যিনি শেষবার ২০১৭ সালে মন্টে কার্লোয় কোনও এটিপি মাস্টার্স ১০০০ পয়েন্ট টুর্নামেন্ট জিতেছিলেন। ছয় বছর পর ফের ফের এটিপি মাস্টার্স ১০০০ পয়েন্ট টুর্নামেন্টের ট্রফি উঠেছে বোপান্নার হাতে। সেই জয়ের পর বোপান্না বলেন, ‘সত্যিকারের স্পেশাল এটা। বিশেষ কারণের জন্য এটাকে (ইন্ডিয়ান ওয়েলসকে) টেনিসের স্বর্গ বলা হয়ে থাকে।’
আরও পড়ুন: Australian Open 2023: 'তোমার স্ত্রী সবথেকে সুন্দরী', ভক্তের টুইটের উত্তরে কী জানালেন রোহন বোপান্না?
ভারতীয় টেনিস তারকা বোপান্না আরও বলেন, 'দীর্ঘদিন ধরে আমি এখানে আসছি এবং সবাইকে জিততে দেখছি। আমি অত্যন্ত আনন্দিত যে এবার ম্যাট এবং আমি এবার জিততে পেরেছি (চলতি বছরের মোট তিনটি টুর্নামেন্টের ফাইনালে খেলেছে ম্যাট ও বোপান্নার জুটি)। কয়েকটি অত্যন্ত কঠিন এবং হাড্ডাহাড্ডি ম্যাচ খেলতে হয়েছে। আজ (শনিবার) আমরা অন্যতম সেরা জুটির বিরুদ্ধে খেলেছি। অত্যন্ত খুশি যে আমরা ট্রফি জিততে পেরেছি।'
শনিবার ইন্ডিয়ান ওয়েলসে জিতে কানাডার ড্যানিয়েল নেস্টরকে টপকে গিয়েছেন বোপান্না। ২০১৫ সালে সিনসিনাটি মাস্টার্সে জিতেছিলেন নেস্টর। সেইসময় তাঁর বয়স ছিল ৪২। নেস্টরকে টপকে যাওয়া নিয়ে মজা করে বোপান্না বলেন, 'ড্যানি নেস্টরের সঙ্গে কথা হয়েছে আমার। ওকে বলেছি যে আমি ক্ষমাপ্রার্থী, কারণ আমি তোমার রেকর্ড ভেঙে দেব। ট্রফি জেতা সবসময় এক বিশেষ অনুভূতির। এই ট্রফি জিতে আমি অত্যন্ত আনন্দিত।'
কেরিয়ারে কতগুলি এটিপি মাস্টার্স ১০০০ পয়েন্ট টুর্নামেন্ট জিতলেন বোপান্না?
সবমিলিয়ে দীর্ঘ কেরিয়ারে মোট পাঁচটি এটিপি মাস্টার্স ১০০০ পয়েন্ট টুর্নামেন্ট জিতেছেন বোপান্না। সেইসঙ্গে তাঁর ক্যাবিনেট ট্যুর-পর্যায়ের ট্রফির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)