প্রিমিয়ার ডাবলস প্লেয়ার রোহন বোপান্না এবং তাঁর অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাথু এবডেন মরশুম শেষে ATP ফাইনালে নিজেদের জায়গা পাকা করলেন। এই নিয়ে চতুর্থ বার কোনও ভারতীয় এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। রোলেক্স প্যারিস মাস্টার্সে নাথানিয়েল ল্যামনস এবং জ্যাকসন উইথরো বাদ পড়ার পরে ইন্দো-অজি জুটি তাদের জায়গা এই প্রতিযোগিতায় নিশ্চিত করেছিল। তুরিনের এলিট লাইন-আপে বোপান্না এবং এবডেনের সঙ্গে যোগ দেবেন ওয়েসলি কুলহফ/নিকোলা মেকটিক, কেভিন ক্রাভিয়েটজ/টিম পুয়েটজ, হ্যারি হেলিওভারা/হেনরি প্যাটেন, মার্সেলো আরেভালো/মেট পাভিক, মার্সেল গ্রানোলার/হোরাসিও জেবালোস, সিমোন বলেল্লি/ আন্দ্রেয়া ভাভাসোরি এবং ম্যাক্স পার্সেল/জর্ডান থম্পসন।
এটিপি ফাইনাল ১০-১৭ নভেম্বর ইনালপি অ্যারেনায় অনুষ্ঠিত হবে। যেখানে শুধুমাত্র বিশ্বের শীর্ষ ৮টি ডাবলস দল অংশ নেবে। বোপান্না এবং এবডেন তাঁদের মরশুমটা বেশ ভালোভাবেই শুরু করেছিলেন, অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন। রোহন সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে বিশ্বের ১ নম্বর স্থান অর্জন করেছিলেন। তিনি ৪৩ বছর, ৩৩১ দিন বয়সে বিশ্বের এক নম্বর স্থান দখল করেছিলেন।বোপান্না এবং এবডেন পরে মিয়ামি ওপেন শিরোপা জয় করেন। তাঁরা অ্যাডিলেডের ফাইনালে এবং রোল্যান্ড গ্যারোসে সেমিফাইনালে পৌঁছেছিলেন। এই নিয়ে টানা দ্বিতীয় বছর ATP ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেন তাঁরা। ২০২৩ সালে, এই জুটি তুরিনে সেমিফাইনালে পৌঁছেছিলেন এবং গ্রানোলার-জেবালোসের কাছে পরাজিত হয়েছিলেন।
বোপান্নার জন্য এই ইভেন্টটি বিশেষ তাৎপর্য বহন করে, কারণ এবার জিতলে তিনি তাঁর প্রথম এটিপি ফাইনাল শিরোপা অর্জন করতে পারবেন। পূর্বে তিনি ২০১২ সালে মহেশ ভূপতির সঙ্গে এবং ২০১৫ সালে ফ্লোরিন মের্গিয়ার সঙ্গে ফাইনালিস্ট হিসেবে শেষ করেছিলেন। বোপান্নার এটিপি ফাইনালের যাত্রা শুরু হয়েছিল ২০১১ সালে আইসাম-উল-হক কোরেশির সঙ্গে। এখন দেখার এবার তিনি ফাইনাল শিরোপা অর্জন করতে পারেন কিনা। উল্লেখ্য, টেনিসে নতুন ইতিহাস তৈরি করেছেন রোহন বোপান্না। সবচেয়ে বেশি বয়সি খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর হয়ে ছিলেন তিনি। ডাবলসে এক নম্বর খেলোয়াড় হয়ে ছিলেন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসের সেমিফাইনালে ওঠার পরেই নতুন কীর্তি গড়েছিলেন তিনি। ২০১৩ সালে বিশ্বের ৩ নম্বর ডাবলস খেলোয়াড় হয়েছিলেন বোপান্না। সেটাই এর আগে পর্যন্ত তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল। লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি এবং সানিয়া মির্জার পর তিনি চতুর্থ ভারতীয় খেলোয়াড় হিসেবে ডাবলসে ১ নম্বর হন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।