শুভব্রত মুখার্জি:- আশা জাগিয়েও পূরণ হল না। ভারতীয় লন টেনিসের জগতে অন্যতম সেরা তারকা রোহন বোপান্না। ৪৩ বছর বয়সেও টেনিস কোর্টে দাপাচ্ছেন তিনি। দাপুটে পারফরম্যান্স করে তিনি পৌঁছে গিয়েছিলেন ফরাসি ওপেনের পুরুষ ডাবলসের সেমিফাইনালে। আশা জাগিয়েছিলেন প্যারিস অলিম্পিক গেমসের আগে ভারতের হয়ে ফের একটি গ্রান্ড স্ল্যাম জয়ের।
তবে সেই আশা অপূর্ণ থেকে গেল। বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচে হেরে গেলেন রোহন বোপান্নারা। সেমিফাইনালে রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন জুটিকে হারিয়ে দিল ইতালিয় জুটি। ইতালিয় জুটি সিমোনে বোলেল্লি এবং আন্দ্রিয়া ভাভাসোরির কাছে হেরে সেমিফাইনালেই অভিযান শেষ হয়ে গেল ভারতীয় এবং অস্ট্রেলিয়ান জুটির।
ফরাসি ওপেনে এবার দ্বিতীয় বাছাই জুটি ছিল ইন্দো-অজি জুটি। তাদেরকে হারিয়ে দিল ফরাসি ওপেনে এই মুহূর্তে ১১তম বাছাই ইতালিয়ান জুটি। খেলার ফল ভারতীয় জুটির বিপক্ষে ৫-৭, ৬-২, ৬-২। ম্যাচে এদিন প্রথম সেট জিতে এগিয়েও গিয়েছিল ভারতীয় জুটি। মনে করা হয়েছিল ফাইনালে যাওয়া ইন্দো-অজি জুটির কাছে কেবলমাত্র সময়ের অপেক্ষা।
তবে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইতালিয় জুটি। দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরায় তারা। এই সেটে নিজেদের সার্ভিস ধরে রাখতে বেগ পেতে হয় ভারতীয় জুটিকে। দ্বিতীয় সেটে খেলার রেশ দেখা যায় তৃতীয় সেটেও। এই সেটেও সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বোপান্নারা। ফলস্বরূপ তৃতীয় সেট জেতার পাশাপাশি ম্যাচও জিতে নেয় ইতালিয় জুটি।
এর আগে অস্ট্রেলিয়ান ওপেন জেতা ইন্দো-অজি জুটি প্রথম রাউন্ডে হারান ব্রাজিলিয়ান জুটি মার্সেলো জোমান এবং অরল্যান্ডো লাজ জুটিকে। খেলার ফল বোপান্নাদের পক্ষে ছিল ৭-৫, ৪-৬, ৬-৪। পরবর্তী রাউন্ডে তারা হারান ইন্দো-ইতালিয় জুটিকে। এন শ্রীরাম বালাজি এবং মিগুয়েল রেয়েস ভারেলাকে। খেলার ফল ছিল বোপান্নাদের পক্ষে ৬-৭ (২-৭), ৬-৩, ৭-৬ (১০-৮)।
এরপর কোয়ার্টার ফাইনালে তারা হারায় বেলজিয়ামের জুটি স্যান্ডার জিলি এবং জোরান ভিজেনকে। খেলার ফল ছিল ভারতীয় জুটির পক্ষে ৭-৬ (৭-৩), ৫-৭, ৬-১। তিনটি কঠিন বাধা পেরলেও সেমিফাইনালের কঠিন বাধা পেরতে ব্যর্থ হলেন বোপান্নারা। ফলে সেমিফাইনালে শেষ হয়ে গেল তাদের চ্যালেঞ্জ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।