শুভব্রত মুখার্জি: ৩৮ বছর বাদে ফের ডেভিস কাপ টাইয়ে মুখোমুখি হবে ভারত ও ডেনমার্ক দুই দল। দিল্লির জিমখানা স্টেডিয়ামে মার্চ মাসের ৪ এবং ৫ তারিখ দু'দিনব্যাপী ওয়ার্ল্ড গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ডেনমার্ক। ঘাসের কোর্টে ডেনমার্কের বিরুদ্ধে ভারতীয় দলকে অনেক বেশি শক্তিশালী বলেই মনে করছেন অভিজ্ঞ ডাবলস তারকা রোহন বোপান্না। তার মতে ডেনমার্কের বিরুদ্ধে ডেভিস কাপের এই টাইয়ে ঘাসের কোর্টে নিঃসন্দেহে ভারত ফেভারিট।
প্রসঙ্গত ১৯৮৪ সালের সেপ্টেম্বর মাসে শেষবার ডেভিস কাপের মঞ্চে ভারতের মুখোমুখি হয়েছিল ডেনমার্কের। সেই টাইয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ভারত ৩-২ ফলে হেরেছিল। তারপরে ৩৮ বছর বাদে ডেভিস কাপে ওয়ার্ল্ড গ্রুপ-১ প্লে অফ টাইয়ে মুখোমুখি হচ্ছে দুই দেশ। সম্প্রতি রামকুমার রামানাথানকে সঙ্গী করে টাটা ওপেন মহারাষ্ট্রের চ্যাম্পিয়ন বোপান্না জানালেন 'ঘাসের কোর্টে আমরা খুব শক্তিশালী। আর ঠিক এই কারণেই এই ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে।'
বোপান্না আর ও যোগ করেন 'ঘরের পরিবেশে খেলার এটাই আমাদের সবথেকে বড় অ্যাডভান্টেজ। আমি মনে করি ঘাসের কোর্টে আমাদের সবথেকে বড় সুযোগ ডেনমার্ককে হারানোর। ডেভিসকাপে আমাদের স্কোয়াড খুব শক্তিশালী। ডাবলসে আমি, রাম আছি। এছাড়া ইউকি রয়েছে। আমাদের হাতে অনেক অপশন রয়েছে। প্রথম দিনটা কেমন যাচ্ছে দেখে কোচ সিদ্ধান্ত নেবেন কোন ডাবলস জুটি খেলবে। ডেনমার্কও খুব ভাল দল। আমাদেরকে নিজেদের খেলাতে মনোনিবেশ করতে হবে। ঘাসের কোর্টে ডেনমার্কের বিরুদ্ধে ডেভিস কাপে আমরা নিঃসন্দেহে ফেভারিট।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।