লড়াই করেও অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে হারের মুখোমুখি হতে হল রোহন বোপান্না এবং শুয়াই ঝ্যাং জুটিকে। একই সঙ্গে শেষ হয়ে গেল প্রতিযোগিতায় ভারতের আশা। মঙ্গলবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে রোহন বোপান্না, শুয়াই ঝ্যাং জুটি নিজেদের ম্যাচ খেলতে নেমেছিলেন। প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ান জুটি জন পিয়ার্স এবং অলিভিয়া গাডেকি। শুরুটা ভালোই করেছিল বোপান্না- ঝ্যাং জুটি। প্রথম সেটে জিতে এগিয়ে গিয়েছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নেন জন-অলিভিয়া জুটি। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা ভালো ছিল না বোপান্নার। পুরুষদের ডাবলসে তিনি নিকোলাস ব্যারিয়েন্তোসের সঙ্গে জুটি বেঁধে হেরে গিয়েছিলেন স্পেনের প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচে ফ্রান্সের ক্রিস্টিনা ম্লাডেনোভিচ-ক্রোয়েশিয়ার ইভান ডডিচ জুটিকে ৬-৪, ৬-৪ ফলে হারিয়ে দিয়েছিল বোপান্না-ঝ্যাং জুটি।
লড়াই করেও হার বোপান্না-ঝ্যাং জুটির:
অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালের প্রথম সেটটি জয় দিয়ে শুরু করেছিলেন রোহন বোপান্না, শুয়াই ঝ্যাং জুটি। কার্যত একতরফা ভাবে জয় পেয়েছিল তাঁরা, খেলার ফলাফল ছিল ৬-২। তবে এরপরেই ঘটে অঘটন। দ্বিতীয় সেটে নিজেদের দাপট দেখাতে শুরু করেন জন পিয়ার্স এবং অলিভিয়া গাডেকি। হার মানতে নারাজ ছিলেন ইন্দো-চায়না জুটিও। দ্বিতীয় সেটটি ৬-৪ ব্যবধানে জিতে নেন জন-অলিভিয়া জুটি। তৃতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যায় দুই জুটির মধ্যে। ম্যাচ সুপার টাই ব্রেকারে গড়ায়। এদিন দারুন ফর্মে দেখাচ্ছিল বোপান্নাকে। তবে নিজেদের দেশে খেলার পুরো অ্যাডভান্টেজ ওঠায় জন-অলিভিয়া জুটি। শেষ পর্যন্ত ১১-৯ ব্যবধানে ম্যাচ জিতে নেয় তাঁরা। ৩ সেট মিলিয়ে বোপান্নাদের ফলাফল দাঁড়িয়েছিল ৬-২, ৪-৬, ৯-১১। সুপার টাইব্রেকে একটা ম্যাচ পয়েন্টও পান বোপান্নারা। কিন্তু সেটার ব্যবহার করতে পারেননি তারা।
দ্বিতীয় রাউন্ডে ওয়াকওভার পেয়েছিল বোপান্না-ঝ্যাং জুটি:
কোয়ার্টার ফাইনালে নামার আগের ম্যাচটি খেলতে হয়নি বোপান্না-ঝ্যাং জুটিকে। রবিবার মেলবোর্ন পার্কে রোহন বোপান্না, শুয়াই ঝ্যাং জুটির দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ছিল। তাঁদের খেলাটা খাতায় কলমে বেশ কঠিনই ছিল। তাঁদের প্রতিপক্ষ ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর টাউনসেন্ড, হুগো নিস জুটি। তাঁরা ছিলেন এই প্রতিযোগিতার চতুর্থ বাছাই, ফলে খেলা হলে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হত বোপান্নাদের। হয়তো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে হতো না তাঁদের। ওয়াকওভার পেয়ে যাওয়াটা তাঁদের পক্ষে বেশ ভালোই ছিল। তবে কোয়ার্টার ফাইনালে তাঁদের লড়াইটা নজর কেড়েছে সকলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।