বাংলা নিউজ > ময়দান > রোহিত অধিনায়ক হতেই নাকি বদলে গিয়েছে ড্রেসিংরুমের হাওয়া, বড় তথ্য দিলেন কেএল রাহুল

রোহিত অধিনায়ক হতেই নাকি বদলে গিয়েছে ড্রেসিংরুমের হাওয়া, বড় তথ্য দিলেন কেএল রাহুল

রোহিতের সঙ্গে টিম ইন্ডিয়ার প্লেয়াররা।

প্রথম বার দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন রাহুল দ্রাবিড়। আর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন রোহির্ত শর্মা। নতুন এই পরিবর্তকে ঘিরে আলাদা উত্তেজনা রয়েছে দলের মধ্যেই। একই রকম উৎসাহিত দলের সহ অধিনায়ক কেএল রাহুলও।

১৭ নভেম্বর থেকে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজের প্রথম বার দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন রাহুল দ্রাবিড়। আর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন রোহির্ত শর্মা। নতুন এই পরিবর্তকে ঘিরে আলাদা উত্তেজনা রয়েছে দলের মধ্যেই। একই রকম উৎসাহিত দলের সহ অধিনায়ক কেএল রাহুলও। তিনি তো আবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ভারত-এ দলে থাকাকালীন দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি। তাঁর মতে, রাহুল দলে ভালো সংস্কৃতি এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে অত্যন্ত দক্ষ। সেই সঙ্গে তিনি বলেছেন, রোহিত শর্মার মতো নেতাকে পেয়ে ড্রেসিংরুমের পরিবেশই বদলে গিয়েছে। ফুরফুরে মেজাজে রয়েছে সবাই।

সাংবাদিক সম্মেলনে কেএল রাহুল বলেছেন, ‘আমি খুবই ভাগ্যবান যে আমি রাহুল দ্রাবিড়কে দীর্ঘ দিন ধরে চিনি। আমার ক্যারিয়ারের শুরু থেকেই আমি ওঁর পরামর্শ অনুসরণ করে খেলায় উন্নতি করার পাশাপাশি ব্যাটিংয়েও আরও উন্নতির চেষ্টা করেছি। কর্ণাটকে উনি আমাদের সবাইকে অনেক সাহায্য করেছেন।’ কেএল আরও বলেছেন, ‘কোচ হিসেবে উনি সব তরুণ খেলোয়াড়দের পাশে দাঁড়ান। প্রধান কোচ হিসেবে ওঁকে কাছে পেয়ে ওঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাবো। আমরা সবাই জানি উনি কত বড় নাম এবং দেশের জন্য কী কী করেছেন।’

রোহিত শর্মার রণ-নীতির প্রশংসা করে সহ-অধিনায়ক রাহুল বলেছেন, ‘আমরা ওকে আইপিএলে দেখেছি এবং ওর পরিসংখ্যানই সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। খেলাকে বোঝার অসাধারণ ক্ষমতা রয়েছে ওর এবং একই সঙ্গে ওএকজন দক্ষ রণনীতিকার। এই কারণেই অধিনায়ক হিসেবে এত সাফল্য অর্জন করতে পেরেছেন।’ প্রসঙ্গত, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা। রাহুলের মতে, অধিনায়ক হিসেবে রোহিত যোগ দেওয়ায় ড্রেসিংরুমের পরিস্থিতিই বদলে গিয়েছে।

রাহুল এর সঙ্গেই জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহে দলের রণনীতি ঠিক কী হবে, সেটা জানতে তিনি উদগ্রীব হয়ে রয়েছেন তিনি। রাহুলের দাবি, ‘দলগত খেলায় সমস্ত সিদ্ধান্তই সম্মিলিত ভাবে নেওয়া হয়। তবে নেতৃত্বে থাকা গোষ্ঠীর মূল কাজ হল, কোন খেলোয়াড়ের কি ভূমিকা তা বুঝিয়ে দেওয়া।’ প্রসঙ্গত, নিউজিল্যান্ডের কাছে হারের কারণেই এ বারও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ভারতীয় দলকে। তাই ভারত অবশ্যই চাইবে এর বদলা নিতে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌বিজেপির ১০ জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায়’‌, বিস্ফোরক দাবি অভিষেকের গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? শামি 'আদ্যোপান্ত দুশ্চরিত্র'! অন্য 'মহিলাদের পিছনে ছুকছুক করতেন'! বেফাঁস হাসিন ভারতের চিকেন টিক্কা এবং পাও ভাজিতে মজেছেন SRH অধিনায়ক, এই দেশের আর কী মনে ধরেছে? কলকাতায় বড় বিপদ! বাড়িতে থাকলেও গরমে নিরাপদ নন এই সব অসুখে আক্রান্তরা 'কাজ করলে প্রচার কই'! ভোটারের প্রশ্নে মেজাজ হারালেন শতাব্দী, আঙুল উঁচিয়ে ধমক বক্তব্য রাখার সময় সভামঞ্চেই জ্ঞান হারালেন নীতীন গড়কড়ি, মহারাষ্ট্রে তোলপাড় ঘটনা মুঠোর মধ্যে যখন কিছু ধরেন, সবচেয়ে বেশি খাটে কে? কোন আঙুল, জানলে চমকে যাবেন রিঙ্কু, হার্দিক T20 বিশ্বকাপে থাকবেন? রবি বা সোমেই হতে পারে ঠিক, থাকবেন রোহিতও ১৪ বার এসেছেন দার্জিলিঙে, কতটা পালটেছে ‘পাহাড়ের রানি’? ভোটের আগে শুনল HT বাংলা

Latest IPL News

গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং 'MS ফিনিশেশ অফ ইন স্টাইল', ধোনিদের হারের ক্ষতে নুন দিল LSG? ভিডিয়ো: দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন লারাকে! যশস্বীর জীবনের অবিস্মরণীয় মুহূর্ত ক্যাপ্টেন রোহিতও রান করেননি,২-৩ বছরে IPL-ও জেতেননি, সেহওয়াগকে পাশে পেলেন হার্দিক IPL 2024- স্লো-টার্নার নয়, উঠল ৪২৩ রান, হেরে চিপকের পিচকেই দুষলেন CSK-র কোচ? যদি তখন এরকম করতে পারতাম.... নাইটদের সঙ্গে কাটানো দিনগুলি নিয়ে আক্ষেপ কুলদীপের IPL 2024 CSK vs LSG: রাহুলের এই সাহসী সিদ্ধান্তই বদলে দিল ম্যাচের রঙ! চুক্তি থেকে বাদ, আইপিএলে শতরানের পর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন স্টইনিস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.