টি-টোয়েন্টিকে বোলারদের ছারখার করে দিয়েছে। তাঁর ৩৬০ ডিগ্রি ব্যাটিংয়ের কোনও উত্তর খুঁজে পাননি বোলাররা। কিন্তু একদিনের ক্রিকেটে একেবারেই ছন্দ খুঁজে পাচ্ছেন না সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেই প্রথম বলে আউট হয়ে গিয়েছেন। যদিও ভারতীয় অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন, এখন অন্য কোনও খেলোয়াড় না থাকলে সূর্য দলে সুযোগ পাচ্ছেন। কোনও খেলোয়াড়ের প্রতিভা আছে বলে মনে করা হলে তাঁকে নির্দিষ্ট সংখ্যক ম্যাচে স্থায়ীভাবে সুযোগ দেওয়া হবে। তারপরও যদি পারফরম্যান্স করতে না পারেন, তবে তাঁকে বাদ দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করবে দল।
রবিবার বিশাখাপত্তনম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাঁড়াতে না পারার পর রোহিত বলেন, ‘(শ্রেয়স) আইয়ার কবে ফিরবে (পিঠের চোটের জন্য ছিটকে গিয়েছেন), সে বিষয়ে আমরা জানি না। ওই জায়গাটা ফাঁকা আছে। তাই ওকে (সূর্যকুমার) খেলাতে হবে আমাদের। সাদা বলে ও নিজের প্রতিভা মেলে ধরেছে। আমি আগেও একাধিকবার বলেছি যে যাদের প্রতিভা আছে, তাদের একটি নির্দিষ্ট সংখ্যক ম্যাচে খেলার সুযোগ দেওয়া হবে।’
আরও পড়ুন: IND vs AUS 2nd ODI: ‘দারুণ মজা হয়েছে’, ২৩৪ বল বাকি থাকতেই ভারতকে গুঁড়িয়ে হাসি থামছে না মার্শের
এমনিতে টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেললেও ৫০ ওভারের খেলায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সূর্য। ২২ টি ম্যাচে মাত্র ৪৩৩ রান করেছেন। গড় ২৫.৪৭। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে প্রথম বলেই আউট হয়ে গিয়েছেন। তারপরই চোটের জন্য ছিটকে যাওয়া শ্রেয়সের পরিবর্তে অনেকে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়ার দাবি তুলেছেন। যদিও রোহিত স্পষ্ট করে দিয়েছেন, সূর্যকে এখনও সুযোগ দেওয়া হবে।
রোহিত বলেন, ‘আমরা জানি, ও জানে যে ৫০ ওভারের ক্রিকেটেও ওকে ভালো করতে হবে। ওর মাথায় এই বিষয়টা আছে। আমি যেটা বলেছি, যাদের প্রতিভা আছে, তারা পর্যাপ্ত সংখ্যক ম্যাচে সুযোগ পাবে। যাতে ওদের মনে না হয় যে নির্দিষ্ট স্লটে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। হ্যাঁ। ওই শেষ দুটি ম্যাচে আউট হয়ে গিয়েছে। তার আগের সিরিজেও (ভালো খেলতে পারেনি)। কিন্তু ওকে টানা ম্যাচে খেলার সুযোগ দিতে হবে। যেমন ধরুন, টানা সাতটি থেকে আটটি ম্যাচ বা ১০ টি ম্যাচে খেলার সুযোগ দিতে হবে। তবে ও আরও স্বচ্ছন্দ বোধ করবে।’
আরও পড়ুন: IND vs AUS 2nd ODI: ‘দারুণ মজা হয়েছে’, ২৩৪ বল বাকি থাকতেই ভারতকে গুঁড়িয়ে হাসি থামছে না মার্শের
ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘এই মুহূর্তে যখন কেউ চোটের জন্য খেলতে পারছে না বা কেউ থাকছে না, তখন তার জায়গায় ও (সূর্য) খেলছে। ম্যানেজমেন্ট হিসেবে আপনি কোনও খেলোয়াড়কে একটি নির্দিষ্ট সংখ্যক ম্যাচে দেখে বিবেচনা করতে হবে। তারপর রান না পেলে এবং স্বচ্ছন্দ মনে না হলে, তখন বিষয়টি বিবেচনা করা যাবে।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)