আঙুলে ব্যান্ডেজ বেঁধে ব্যাট করতে নামেন। সেই ইনিংসেই আন্তর্জাতিক ক্রিকেটে নয়া নজির গড়লেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ক্রিস গেইলের পরে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ছক্কা মারার গণ্ডি মারলেন।
বুধবার মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে আঙুলের চোট নিয়ে রোহিতকে হাসপাতালে ছুটতে হয়েছিল। স্ক্যান করানোর পর আঙুলে মোটা ব্যান্ডেজ বেঁধে থাকতেও দেখা যায়। কিন্তু দলের বিপদে সেভাবেই মাঠে নেমে পড়েন রোহিত। চোটের জন্য ওপেনিংয়ে নামতে পারেননি। কিন্তু মোটা ব্যান্ডেজ বেঁধে নয় নম্বরে ক্রিজে আসেন ভারতীয় অধিনায়ক। যিনি ২৮ বলে অপরাজিত ৫১ রান করেন।
সেই ইনিংসের সুবাদেই আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৫০০ ছক্কা মারার নজির গড়ে ফেলেন রোহিত। যিনি সবমিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি চার এবং পাঁচটি ছক্কা মারেন। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সংখ্যা ছক্কার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০৪। গেইল ৫৫৩ টি ছক্কা হাঁকিয়েছিলেন। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার তালিকায় তিন নম্বরে আছেন শাহিদ আফ্রিদি (৪৭৬)। তারপর আছেন যথাক্রমে ব্রেন্ডন ম্যাককালাম (৩৯৮), মার্টিন গাপ্টিল (৩৮৩) এবং মহেন্দ্র সিং ধোনি (৩৫৯)।
আরও পড়ুন: IND vs BAN: ট্র্যাজিক হিরো রোহিত, রুদ্ধশ্বাস জয়ে ওয়ান ডে সিরিজ বাংলাদেশের
সেই ছক্কার নজিরের মধ্যেই রোহিত যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাতে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। ভারতীয় অধিনায়কের প্রশংসা করেছেন ক্রিকেটাররাও। এক নেটিজেন বলেন, 'রোহিত শর্মাকে সেলাম। বুড়ো আঙুলে চোট সত্ত্বেও ব্যাট করতে নামার সাহসী সিদ্ধান্ত নেন। জয়ের সম্ভাবনা একেবারেই কম থাকলেও ২৮ বলে অপরাজিত ৫১ রান করেন। নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন। ভারতকে জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন।'
আরও পড়ুন: IND vs BAN: ডুবন্ত জাহাজ ছেড়ে পালাননি ক্যাপ্টেন, চোট নিয়েও শেষ বল পর্যন্ত লড়লেন রোহিত
ভারতীয় তারকা সূর্যকুমার যাদব আবার বলেন, 'তোমায় সেলাম রোহিত শর্মা। ' ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে টুইটারে বলা হয়েছে, ‘সাহসী ক্যাপ্টেন! বুড়ো আঙুলে লাগার হাসপাতালে গিয়ে স্ক্যান করিয়ে ব্যাট হাতে মাঠে ফিরলেন রোহিত শর্মা। এখন ৪২ বলে ৬৪ রান চাই ভারতের (যদিও শেষপর্যন্ত পাঁচ রানে হেরে যায় ভারত)।’