বাংলা নিউজ > ময়দান > কেন অশ্বিনকে সর্বকালের সেরা বলেছেন, যুক্তি দিয়ে একই কথার পুনরাবৃত্তি করলেন রোহিত

কেন অশ্বিনকে সর্বকালের সেরা বলেছেন, যুক্তি দিয়ে একই কথার পুনরাবৃত্তি করলেন রোহিত

রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন।

অশ্বিনের উপর নিজের মুগ্ধতার কথা অকপট বলেছেন রোহিত। তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অশ্বিনকে ‘সর্বকালের সেরা’র আখ্যায় অভিভূত করেছেন। অশ্বিন অবশ্য সে কথা শুনে নাকি নিজেই ‘বাক্যহারা’ হয়ে পড়েছিলেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টের প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহ ৫ উইকেট নিয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন আবার দ্বিতীয় ইনিংস ৪ উইকেট তুলে নিয়েছেন। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নের সেঞ্চুরিকে ব্যর্থ করে ভারত ২৩৮ রানের বড় ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছে। অশ্বিন আবার টেস্টে সর্বোচ্চ উইকেটসংগ্রহকারীদের তালিকায় প্রোটিয়া তারকা ডেল স্টেইনকে পিছনে ফেলে আট নম্বরে জায়গা করে নিয়েছেন। সব মিলিয়ে পিঙ্ক টেস্ট রীতিমতো ঘটনাবহুল।

টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হওয়ার পর শ্রীলঙ্কাকে ২-০ হোয়াইটওয়াশ করার ফলে অধিনায়ক রোহিত শর্মার মুকুটে যুক্ত হয়েছে নয়া পালক। তবে ম্যাচের পর অশ্বিনের উপর নিজের মুগ্ধতার কথা অকপট বলেছেন রোহিত। তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অশ্বিনকে ‘সর্বকালের সেরা’র আখ্যায় অভিভূত করেছেন।

অশ্বিন অবশ্য সে কথা শুনে নাকি নিজেই ‘বাক্যহারা’ হয়ে পড়েছিলেন। এ কথা তারকা স্পিনার নিজেই বলেছিলেন। সেই প্রসঙ্গ সোমবার রোহিত বলেন, ‘ওটা আমার ব্যক্তিগত অনুভূতি। যখনই ওকে বল দিই, ও ম্যাচ জেতানোর মতো পারফর্ম করে। এখনও অনেক বছর খেলা বাকি ওর। আমাদের সামনে অনেক কঠিন খেলা রয়েছে। আশা করি মানসিক ভাবেও ও খুব ভাল জায়গায় রয়েছে। ফলে আগামিদিনে ওর থেকে আরও ভাল পারফরম্যান্স দেখতেই পারি।’

দলের সব প্লেয়ারদের এই জয়ের জন্য পুরো কৃতিত্ব দিলেও, রোহিত বিশেষ করে দরাজ সার্টিফিকেট দিয়েছেন অশ্বিনকে। ভারত অধিনায়ক বলেওছেন, ‘যতবার ওর হাতে বল দেওয়া হয়, ও কিন্তু দলকে কিছুটা না কিছু ভাবে পাল্টা ফিরিয়েও দেয়।’

এর আগে, বিরাট কোহলির ১০০তম টেস্টে অশ্বিন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় কপিল দেবকে (৪৩৪) টপকে গিয়েছিলেন। বেঙ্গালুরুতে টপকেছে ডেল স্টেইনকে। অশ্বিনের এই সাফল্য দেখার পর রোহিত শর্মা বলেছেন, ‘ও আমার দৃষ্টিতে সর্বকালের সেরা। ও এত বছর ধরে খেলছে এবং দেশের হয়ে পারফর্ম করেছে। অনেক ম্যাচ জেতানো পারফরম্যান্স রয়েছে, তাই আমার কাছে ও সর্বকালের একজন গ্রেট। মানুষের আলাদা আলাদা পয়েন্ট থাকতে পারে। আমি যে দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, ও আমার জন্য সর্বকালের সেরা।’

এ দিকে সিরিজে জয় নিয়ে রোহিত বলেছেন, ‘গোলাপি বলে টেস্ট খেলা বেশ কঠিন ব্যাপার। ভারতে গোলাপি বলের টেস্ট খেলা কী রকম সেটা আমরা জানতামই না। কিন্তু এখন ধীরে ধীরে ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিতে শিখেছি। দর্শকরা আসায় এই ম্যাচটা আরও বিশেষ মাত্রা পেয়েছে। তা ছাড়া, যে ভাবে এগোচ্ছি তাতে আমি খুশি। দল হিসেবে কিছু নির্দিষ্ট জিনিস অর্জন করতে চেয়েছিলাম। সেটা পেরেছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.