বিরাট কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর বারবার একটাই প্রশ্ন উঠছে, টিম ইন্ডিয়ার পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন? এবার সেই বিষয়ে নিজের মন্তব্য রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। সব ফর্ম্যাটের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম প্রস্তাব করলেন তিনি। এছাড়া বর্তমান দক্ষিণ আফ্রিকা সফরে শিখর ধাওয়ানকে দলে নেওয়ার কথাও বলেছেন গম্ভীর। এছাড়া কোহলির এই সিদ্ধান্ত নিয়ে নিজের মন্তব্য করেছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক।
টাইমস অফ ইন্ডিয়াতে তার কলামে গৌতম গম্ভীর লিখেছেন, ‘আমার মতে রোহিত শর্মাকে অধিনায়ক এবং কেএল রাহুলকে সব ফর্ম্যাটে সহ-অধিনায়ক করা উচিত। এতে দলে স্থিতিশীলতা বাড়বে। একই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরিখেও উপযুক্ত হবে। এটি টিম ইন্ডিয়ার দৃষ্টিভঙ্গিও পরিবর্তন করবে।’
বিরাট কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে, তিনি তার ধারণা তুলে ধরেছেন, ‘আমি মনে করি এটি তার (কোহলির) ব্যক্তিগত কল এবং এটি সেভাবেই দেখা উচিত। টেস্ট ক্রিকেটে বিরাট ভালো অবস্থায় দল ছেড়েছে কিন্তু সীমিত ওভারে আমি একথা বলতে পারব না। সীমিত ওভারে দলের একটি স্থিতিশীল মিডল অর্ডার দেখতে আশা করি যা বিরাট হয়তো করতে পারেনি।’
ক্রিকেটার থেকে সাংসদ হওয়া গম্ভীর শিখর ধাওয়ান সম্পর্কে বলেছেন, ‘আমি আশা করি ধাওয়ান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ এগারোতে সুযোগ পাবেন। তার ক্রমবর্ধমান বয়স এবং পতনশীল ক্যারিয়ার গ্রাফ বিবেচনায়, এটি তার জন্য একটি গুরুত্বপূর্ণ এবং শেষ সুযোগ হতে পারে। এর আগে বিজয় হাজারে ট্রফিতে তার ফ্লপ হওয়া চিন্তার বিষয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।