বর্ডার-গাভাসকর ট্রফির চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নেয় ভারত। কিন্তু সিরিজের তৃতীয় ম্যাচে আচমকাই সবকিছু বদলে গেল। ইন্দোরে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া।
ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টসে জিতে সুবিধা পাওয়ার পরিবর্তে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে বিরাট কোহলি ২২ ও শুভমন গিল ২১ করেন। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে ১৯৭ রান। ৮৮ রানের লিড পায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের পর ভারতীয় দল চেষ্টা করে যাতে দ্বিতীয় ইনিংসে ভালো পারফরম্যান্স করার। কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা ৬০.৩ ওভারে ১৬৩ রান করে। পূজারা ৫৯ রান, শ্রেয়স ২৬ ও অশ্বিন ১৬ রান করেন। বাকি ক্রিকেটাররা প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও রান পাননি।
ম্যাচ হারার পর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'এরকম একটা ম্যাচ হতেই পারে। যেখানে কোনওকিছু ঠিকঠাক হবে না।' সঙ্গে তিনি বলেন, ‘যখন একটা টেস্ট ম্যাচ কেউ হারে, তখন অনেক কিছুই তাদের পক্ষে যায় না। প্রথম ইনিংসে আমরা ভালো ব্যাট করতে পারিনি। প্রথম ইনিংসে স্কোরবোর্ডে রান যোগ করা অনেক গুরুত্বপূর্ণ। ওরা যখন ৮০-৯০ রানের লিড পায়, তারপরও আমরা দ্বিতীয় ইনিংসে ভালো খেলতে পারিনি। তাই ম্যাচ হারতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় ইনিংসে স্কোর বোর্ডে আমরা মাত্র ৭৫ রানের লক্ষ্যমাত্রা দিতে পেরেছি অস্ট্রেলিয়াকে। যা মোটেও ভালো নয়। প্রথম ইনিংসে যদি ভালো খেলতাম, তাহলে ব্যাপারটা অন্যরকম হতে পারত। আমরা এখনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ নিয়ে ভাবছি না। পরবর্তী ম্যাচ আমদাবাদে। কীভাবে আরও ভালো পারফরম্যান্স করা যায়, তার উপরই জোর দিচ্ছি। পরের টেস্ট জিততেই হবে আমাদের। আমরা প্রত্যেকেই হতাশ। ’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে হলে ভারতকে এই সিরিজের চতুর্থ ম্যাচ জিততেই হবে। না হলে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে। তবে প্রত্যেককেই প্রায় ধরে নিয়েছে অস্ট্রেলিয়া ও ভারতের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলা হবে। তবে সেই সব দিকে না ভেবে আমাদাবাদ টেস্ট জিততে মরিয়া ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।