বাংলা নিউজ > ময়দান > WTC Final-এর আগের দিনই বড় ধাক্কা খেল ভারত, অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়লেন রোহিত

WTC Final-এর আগের দিনই বড় ধাক্কা খেল ভারত, অনুশীলনে চোট পেয়ে মাঠ ছাড়লেন রোহিত

আঙুলে চোট পেলেন রোহিত শর্মা।

মঙ্গলবার কেনিংটন ওভালে ভারতীয় দলের ঐচ্ছিক নেট সেশন চলাকালীন রোহিত থ্রোডাউন নিচ্ছিলেন। সেই সময়ে তিনি তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান। যা নিয়ে ভারতীয় শিবির ঘিরে বেশ আতঙ্ক ছড়িয়েছে।

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরুর একদিন আগে মঙ্গলবার নেট সেশনের সময় অধিনায়ক রোহিত শর্মা তাঁর বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে টিম ইন্ডিয়ার শিবির ঘিরে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোহিত চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই নেট সেশন ছেড়ে বের হয়ে যান।

মঙ্গলবার কেনিংটন ওভালে ভারতীয় দলের ঐচ্ছিক নেট সেশন চলাকালীন রোহিত থ্রোডাউন নিচ্ছিলেন। সেই সময়ে তিনি তাঁর বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান। যদিও সেই চোট খুব বড় কিছু বলে মনে হচ্ছে না। তবে চোট যাই হোক না কেন, তিনি আর কোনও ঝুঁকি নেননি। প্রশিক্ষণ ছেড়ে তিনি উঠে যান। এর পর অবশ্য রোহিত ম্যাচের আগের সংবাদিক সম্মেলনেও যোগ দিয়েছিলেন।

আরও পড়ুন: সোজা উইকেট হবে না ওভালে, কার্যত বলেই দিলেন কোহলি

ডব্লিউটিসি ফাইনাল হবে টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতের ক্যারিয়ারে সবচেয়ে বড় পরীক্ষা। ২০২২ সালের জানুয়ারিতে বিরাট কোহলি টেস্ট দলেরও নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিলে, পুরো দলের ভার রোহিতের কাঁধে এসে পড়ে। নির্বাচকেরা অধিনায়র হিসেবে রোহিতকেই বেছে নেন। তার পর থেকে রোহিত ছ'টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। যদিও সবগুলো ঘরের মাঠে।

গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে ভেস্তে যাওয়া একমাত্র টেস্টে দলকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু কোভিড-১৯-এর কারণে তিনি সুযোগটি হাতছাড়া করেন। এবং পরে বুড়ো আঙুলের আঘাতের কারণেই বাংলাদেশে টেস্ট সিরিজও মিস করেছিলেন। এ বার ফের বাঁ-হাতের বুড়ো আঙুলেই চোট পেলেন। স্বাভাবিক ভাবেই উৎকন্ঠা তৈরি হওয়াটা স্বাভাবিক।

আরও পড়ুন: দেশের হয়ে একশো টেস্ট খেলা লক্ষ্য, তাই IPL থেকে মুখ ফিরিয়ে রেখেছেন মিচেল স্টার্ক

রোহিত যদি মঙ্গলবার খেলেন, তা হলে ২০১৩ সালে এই ফর্ম্যাটে অভিষেক হওয়ার পর থেকে এটি রোহিতের ইংল্যান্ডে সপ্তম টেস্ট হবে। তবে ভারতের আশা, রোহিত ২০২১ ইংল্যান্ড সফরের কিছু স্মৃতি ফিরিয়ে আনবেন। যে বার তিনি একটি চিত্তাকর্ষক পারফরম্যান্স করেছিলেন। দ্য ওভালে টেস্ট ম্যাচে ওপেনার হিসেবে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন। যা উপমহাদেশের বাইরে তাঁর একমাত্র সেঞ্চুরি।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত রোহিতের নেতৃত্বে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। আইসিসি ট্রফি জিততে সে বার রোহিত সুযোগ নষ্ট করলেও, এ বার অধিনায়ক হিসেবে তিনি প্রথম আইসিসি ট্রফি জিততে মুখিয়ে রয়েছেন।

ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেছেন, ‘টেস্ট ক্রিকেট হল চূড়ান্ত ফর্ম্যাট। সবচেয়ে চ্যালেঞ্জিং ফর্ম্যাট এবং এটি জেতা আমাদের জন্য সবচেয়ে বড় লক্ষ্য। আমি এই ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং ১-২টি আইসিসি শিরোপা জিততে চাই।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন