ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রস্তুতি হিসাবে লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে চার দিনের অনুশীলন ম্যাচ খেলছে ভারত। বৃহস্পতিবার শুরু হয়েছে ভারতের অনুশীলন ম্যাচ। এদিনের ম্যাচে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। তবে এদিনের শুরুটা ভালো করতে পারেনি টিম ইন্ডিয়া।
প্রথম সেশনের খেলা শেষ হতে হতে ২৮ ওভারে ভারত ৯০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে। কোহলি তখন ৩২ বলে ৯ রান করে এবং কেএস ভরত ১৬ বলে ৬ রান করে ক্রিজে ছিলেন। তবে ততক্ষণে সাজঘরে ফিরে গিয়েছেন রোহিত, গিল, শ্রেয়স, হনুমা ও জাদেজা। তবে ভারতের এদিনের ইনিংসের ধস নামানোর পিছনে ছিল ইংল্যান্ডের এক তরুণ ক্রিকেটারের হাত।
ভারত বনাম লেস্টারশায়ারের ম্যাচের লাইভ আপডেট পেতে এখানে ক্লিক করুন…
লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের তরুণ ক্রিকেটার রোমান ওয়াকার এদিন প্রথম সেশনেই তিন উইকেট শিকার করলেন। ২১ বছরের এই তরুণ ক্রিকেটারের প্রথম শিকার হলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
ভারত বনাম লেস্টারশায়ারের ম্যাচের লাইভ আপডেট পেতে এখানে ক্লিক করুন…
পরে হনুমা বিহারী ও পরে রবীন্দ্র জাদেজাকে সাজঘরে ফেরালেন তিনি।
ভারত বনাম লেস্টারশায়ারের ম্যাচের লাইভ আপডেট পেতে এখানে ক্লিক করুন…
ভারত বনাম লেস্টারশায়ারের ম্যাচের লাইভ আপডেট পেতে এখানে ক্লিক করুন…
বিষয় হল এই তরুণ ক্রিকেটার এখনও প্রথম শ্রেণির কোনও ক্রিকেট খেলেননি। রোমান ওয়াকার এদিন ৬ ওভার বল করে তিনটি মেডেন নেন। দ্বিতীয় সেশনের বৃষ্টি আশার আগে পর্যন্ত রোমান ওয়াকার ৬ ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট শিকার করেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।