বাংলা নিউজ > ময়দান > ‘তরুণ ক্রিকেটারদের আদর্শ’, কিউয়ি কিংবদন্তি রস টেলরের অবসরে বিশেষ বার্তা সচিনের

‘তরুণ ক্রিকেটারদের আদর্শ’, কিউয়ি কিংবদন্তি রস টেলরের অবসরে বিশেষ বার্তা সচিনের

বিশেষ স্মারক দিয়ে টেলরকে সম্মান জানান নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান। ছবি- এএফপি। (AFP)

একমাত্র ক্রিকেটার হিসাবে টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি, তিন ফর্ম্যাটেই শতাধিক ম্যাচ খেলেছেন রস টেলর।

হ্যামিলটনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে খেলেই ১৬ বছরের দীর্ঘ কেরিয়ারে ইতি টানলেন নিউজিল্যান্ড কিংবদন্তি রস টেলর। তাঁর শেষ সিরিজে ডাচদের হোয়াইটওয়াশ করে টেলরকে দারুণভাবে বিদায় জানালেন কিউয়িরা। এমনকী, টেলরই ক্যাচ ধরে ম্যাচ শেষ করেন।

এরপরেই তারকা নিউজিল্যান্ডারকে শুভেচ্ছা জানানোর ঢল নামে। সেই তালিকায় সামিল ‘গড অফ ক্রিকেট’ সচিন তেন্ডুলকরও। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক পোস্টে রস টেলরকে বাহবা দিয়ে সচিন লেখেন, ‘রস, তুমি ক্রিকেটের একজন দারুণ দূত। তোমার বিরুদ্ধে খেলাটা ভীষণ উপভোগ করেছি। যেভাবে তুমি সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নিতে নিজের খেলায় বদল ঘটিয়েছো, তা ক্রিকেটার হতে চাওয়া প্রতিটি তরুণের কাছেই আদর্স। দুর্দান্ত এক কেরিয়ারের জন্য তোমায় অনেক শুভেচ্ছা।’

সচিনের বিরুদ্ধে ১৬টি টেস্ট ম্যাচ এবং আটটি ওয়ান ডে খেলেছেন রস টেলর। এছাড়া ৩৮ বছর বয়সি টেলরই এখনও পর্যন্ত একমাত্র ক্রিকেটার যিনি শতাধিক টেস্ট, ওযান ডে এবং টি-টোয়েন্টি খেলেছেন। তিনি মোট ১১২টি টেস্ট, ২৩৬টি ওয়ান এবং ১০২টি টি-টোয়েন্টি খেলে ১৮, ১৯৯ মোট রান করেছেন, যা নিউজিল্যান্ডের তরফে সর্বাধিক। একাধিক ফাইনাল খেলে বিশ্বকাপ না জিতলেও, তিনি কিউয়ি দলের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছেন।

বন্ধ করুন