বাংলা নিউজ > ময়দান > রেকর্ড মূল্যে এটিকে মোহনবাগানেই সই করলেন রয় কৃষ্ণ

রেকর্ড মূল্যে এটিকে মোহনবাগানেই সই করলেন রয় কৃষ্ণ

রয় কৃষ্ণ।

এ বার আইএসএলে ২৩ ম্যাচে ১৪টি গোল করেছেন রয় কৃষ্ণ। আরও ৮টি গোল করিয়েছেন। গোল্ডেন বলও পেয়েছেন। কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন না হওয়ার আফসোসটা তাঁর থেকেই গিয়েছে।

কথা চলছিলই। বৃহস্পতিবার চূড়ান্ত হয়ে গেল।  এটিকে মোহনবাগানেই থাকছেন রয় কৃষ্ণ। প্রায় দ্বিগুণ টাকা দিয়ে ফিজি-র তারকাকে রেখে দিল এটিকে মোহনবাগান।

এ বারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসিও রয় কৃষ্ণকে দলে চেয়েছিল। তাদের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েও গিয়েছিল। সেই দড়ি টানাটানিতে শেষ হাসি হাসল এটিকে মোহনবাগান। গত বছর প্রায় তিন কোটি টাকা পেয়েছিলেন তিনি। এ বার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার বিনিময়ে বুধবার রাতে সবুজ-মেরুনেই সই করেন রয় কৃষ্ণ। 

গত দু' মরসুম ধরেই এটিকে মোহনবাগানের প্রাণভ্রোমরা হয়ে উঠেছিলেন ফিজির তারকা স্ট্রাইকার। তাঁর হাত ধরেই কিন্তু এটিকে মোহনবাগান একের পর এক সাফল্যের মুখ দেখেছে। গত বছর আইএসএলের ফাইনালে উঠলেও শেষ রক্ষা হয়নি। মুম্বই সিটি এফসি-র কাছে হেরে যেতে হয়।

তবে এটাও ঘটনা, গত মরসুমে কৃষ্ণকে ছাড়া বাগানের বাঁশিই বাজেনি। একাই দায়িত্ব নিয়ে একের পর এক ম্যাচে দলকে জিতিয়ে গিয়েছেন রয়। ২৩টি ম্যাচে তিনি ১৪টি গোল করেছেন। আরও ৮টি গোল করিয়েছেন। কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হতে না পারার আফসোসটা তাঁর থেকেই গিয়েছে। তাই এই বছর সবুজ-মেরুন জার্সি পরেই আইএসএল চ্যাম্পিয়ন হতে না পারার আফসোসটা মিটিয়ে নিতে চান রয়।

হঠাৎ করেই রটেছিল, এসসি ইস্টবেঙ্গল নাকি রয় কৃষ্ণকে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে। কিন্তু সে সময় হিন্দুস্তান টাইমস বাংলাই প্রথম জানিয়েছিল, এটিকে মোহনবাগানেই থাকছেন ফিজির তারকা। যে দ্বিগুণ টাকা তিনি চেয়েছিলেন, সেই টাকা রয় কৃষ্ণকে দেওয়া হচ্ছে বলে খবর করা হয়েছিল। সেই খবরেই শেষ পর্যন্ত শিলমোহর পড়ল।

এমনকী শোনা যাচ্ছে, যদি এএফসি কাপের ম্যাচ শেষ পর্যন্ত করা সম্ভব হয়, সেক্ষেত্রে হয়তো রয় কৃষ্ণকে এই ম্যাচে পাওয়া যেতে পারে। কেননা শুক্রবার থেকে ফিজিতে লকডাউন উঠে যাচ্ছে বলে খবর। তাই ফিজির তারকা স্ট্রাইকারের দলে যোগ দিতে আর কোনও সমস্যা থাকবে না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.