বাংলা নিউজ > ময়দান > Yuzvendra Chahal's instagram account: ‘হ্যাক’ হল চাহালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট! ফাঁস স্ত্রী, ধোনি, রোহিতের চ্যাট

Yuzvendra Chahal's instagram account: ‘হ্যাক’ হল চাহালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট! ফাঁস স্ত্রী, ধোনি, রোহিতের চ্যাট

‘হ্যাক’ হল চাহালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট! ফাঁস স্ত্রী, ধোনি, রোহিতের চ্যাট। (ছবি সৌজন্যে, টুইটার @rajasthanroyals এবং রয়টার্স)

Yuzvendra Chahal's Instagram account: স্ত্রী ধনশ্রী, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার সঙ্গে ছবিও ‘ফাঁস’ হয়ে গেল। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।

'হ্যাক' হয়ে গেল যুজবেন্দ্র চাহালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। স্ত্রী ধনশ্রী, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার সঙ্গে ছবিও ‘ফাঁস’ হয়ে গেল। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

তবে চাহালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সত্যিই 'হ্যাক' হয়নি। বরং রাজস্থান রয়্যালসের তরফে পুরো বিষয়টি নিয়ে মজা করা হয়েছে। মঙ্গলবার রাজস্থানের তরফে একটি ছবি পোস্ট করে বলা হয়, 'যুজবেন্দ্র চাহালের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করেছি।' সেইসঙ্গে হিন্দিতে বলা হয়, ‘হিসাব বরাবর।’

ছবিব পাশাপাশি চাহালের স্ত্রী ধনশ্রী, ধোনি, রোহিত, জস বাটলারের একটি 'চ্যাটের' ছবিও প্রকাশ করা হয়। যে ছবিটা যে পুরোপুরি বানানো, তা নিয়ে সন্দেহ নেই। সেই ছবিতে দেখা গিয়েছে, ধনশ্রী লিখেছেন যে 'তুমি আমার ভিডিয়ো আবার আসবে তো?' রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনকে আবার 'টাইপিং' দেখাচ্ছে। ধোনি লিখেছেন, 'দারুণ চাহাল।' বাটলারের মেসেজে দেখা গিয়েছে, 'দয়া করে কমলা টুপি ফেরত দাও।' রোহিতের মেসেজে লেখা ছিল, ‘অ্যাকাউন্টটা মুছে দাও।’

আরও পড়ুন: IPL 2022: যুজি, বাটলার থেকে অধিনায়ক সঞ্জু- চ্যাম্পিয়ন হতে না পারলেও RR-এর প্রাপ্তি কম নয়

আরও পড়ুন: রান বাঁচিয়ে ভারত অধিনায়ক শিখর ধাওয়ানের মজার সেলিব্রেশন, ভাইরাল হল ভিডিয়ো

সেই টুইটের পালটা দিয়েছেন চাহাল। তিনি লেখেন, 'কখনও ঘিয়ের থাপ্পড় খেয়েছ অ্যাডমিন?' প্রত্যুত্তরে ‘দাবাং’ সিনেমার একটি জনপ্রিয় দৃশ্যের ছবি পোস্ট করে রাজস্থানের টুইটার অ্যাকাউন্ট লেখা হয়, 'ঘিয়ের থাপ্পড়ে ভয় লাগে না স্যার, হ্যাক হয়ে যাওয়ার ভয় লাগে।' যে দৃশ্যে সোনাক্ষী সিনহা ছিলেন। তিনি বলেছিলেন, ‘থাপ্পড়ে ভয় লাগে না, প্রেমের ক্ষেত্রে লাগে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন