শুভব্রত মুখার্জি: টি-২০ ফর্ম্যাটের যুগে জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাটা পড়েছে টেস্ট ক্রিকেটের। মাঠে দর্শকদের উপস্থিতির হার সেই ঘটনার প্রমাণ বলা যায়। বিশেষ করে সারা বিশ্বের বিভিন্ন দেশে ফ্রাঞ্চাইজি টি-২০ লিগের খেলা এতটাই বেড়ে গিয়েছে যে তার প্রভাব টেস্টের উপরে পড়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে দিন রাতের টেস্ট চালু করা হয়েছে। চেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন উপায় অবলম্বন করে ক্রিকেটের প্রাচীনতম ফর্ম্যাটকে জনপ্রিয় করার। এমন অবস্থায় দাঁড়িয়ে আইপিএলের ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের মালিক মনোজ বাদালে মনে করেন বছরের একটি নির্দিষ্ট সময়ে টেস্ট ক্রিকেট খেলা হলে তার জনপ্রিয়তা থাকবে।
টেলএন্ডার্স নামক এক পডকাস্টে মনোজ বাদালে জানিয়েছেন 'টেস্ট ক্রিকেটকে আমরা জনপ্রিয় করতে পারি। তার জনপ্রিয়তা ধরে রাখার অন্যতম উপায় হল টেস্ট ক্রিকেটকে ইভেন্টে পরিণত করতে হবে। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে এই টেস্ট ক্রিকেট খেলা উচিত। কয়েকটি নির্দিষ্ট ক্রিকেট খেলিয়ে দেশের মধ্যে এই টেস্ট ক্রিকেট খেলা উচিত। যারা টেস্ট ফর্ম্যাটটা সত্যিই খেলতে পারে তাদের খেলা উচিত। লর্ডস যেখানে উইম্বলডনে হয়ে উঠতে পারে। একটা ইভেন্ট হয়ে উঠতে পারে যা ডায়েরির পাতা মেনে নির্দিষ্ট সময়ে খেলা হবে।'
সাম্প্রতিক সময়ে ক্রিকেটের ঠাসা ক্রীড়াসূচি নিয়ে বারবার অভিযোগ উঠেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেটার ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে নিজেদের কেরিয়ার দীর্ঘায়িত করার লক্ষ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের কথা। গত জুলাই মাসে তিনি ওয়ানডে ফর্ম্যাট থেকে অবসর নেন। সেই সময়ে তাঁর বক্তব্য ছিল 'এখন খুব বেশি ক্রিকেট খেলা হচ্ছে। ক্রিকেটাররা তো আর গাড়ি নয় যে সময় মত রিফিল করা হবে এবং আবার চালু করা হবে।' বিষয়টি নিয়ে বলতে গিয়ে মনোজ বাদালে জানিয়েছেন 'বেন স্টোকসের মতন ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট খেলতে চাইছে এ তো খুব ভালো কথা। সেটা তো খুব গুরুত্বপূর্ণ। তবে দর্শকরা কী চাইছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। দর্শকরা কোথায় তাদের কষ্টার্জিত অর্থ রাখবেন এটা তো খেয়াল রাখতেও হবে। আমাদেরকে ক্রিয়েটিভলি ভাবতে হবে। সেটা করলেই টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ধরে রাখা সম্ভব হবে।'